ব পৃষ্ঠা ৪২
- Bengali Word বাচিক English definition [বাচিক্] (বিশেষণ) ১ বাচনিক; বচনসাধ্য। ২ প্রমুখ। বাচিকপত্র (বিশেষ্য) সংবাদপত্র; লিপি। বাচিকহারক (বিশেষ্য) যে সংবাদ বহন করে; দূত। {(তৎসম বা সংস্কৃত) বাচ্+ইক(ঠক্)}
- Bengali Word বাচ্চা English definition [বাচ্চা] (বিশেষ্য) শিশু; শিশুসন্তান (দুধের বাচ্চা)। ২ সন্তান; শাবক; ছানা (মুরগির বাচ্চা)। □ (বিশেষণ) বমবয়সী; অল্প বয়স (নিতান্তই বাচ্চা)। বাচ্চা কাচ্চা, কাচ্চা বাচ্চা (বিশেষ্য) ছোট ছোট ছেলে-মেয়ে; শিশুসন্তানগণ (তাদের কয়েকটি বাচ্চা কাচ্চা নিয়ে একটি ছোট্ট পরিবার-কাজী আবদুল মান্নান)। {(তৎসম বা সংস্কৃত) বৎস>(প্রাকৃত) বচ্ছ>;(তুলনীয়) (হিন্দি) বাচ্চা/বাচ্ছা}
- Bengali Word বাচ্য English definition [বাচ্চো] (বিশেষণ) ১ কথ্য; কথনীয়; বচনীয়; কথনযোগ্য; বলার যোগ্য; বলতে হবে এখন। ২ অভিধেয়। □ (বিশেষ্য) (ব্যাকরণ) ক্রিয়ার সাথে কর্তা প্রভৃতির অন্বয়। বাচ্যার্থ (বিশেষ্য) মুখ্য অর্থ; অভিহিত অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+য(ণ্যৎ)}
- Bengali Word বাছ English definition ⇒ বাচ২
- Bengali Word বাছন, বাছনি, বাছুনি English definition [বাছোন্, বাছোনি, বাছুনি] (বিশেষ্য) ১ বাছাই; নির্বাচন; অপকৃষ্ট অংশ বাদ দিয়ে অপেক্ষাকৃত উৎকৃষ্ট অংশ বা অংশসমূহ গ্রহণ (ভালমন্দ কিবা করহ বাছনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মনোনয়ন; রুচি অনুযায়ী গ্রহণ; পছন্দ অনুযায়ী বাছাই। {(তৎসম বা সংস্কৃত) বৎস>বাছা+নি=বাছনি}
- Bengali Word বাছবিচার English definition ⇒ বাচবিচার
- Bengali Word বাছা ১ English definition [বাছা] (বিশেষ্য) ১ বৎস; অল্পবয়সী সন্তান। ২ সন্তান বা অল্প বয়স্কের প্রতি বয়স্ক ব্যক্তির স্নেহ সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) বৎস>(প্রাকৃত) বচ্ছ>(বাংলা) বাছা; (তুলনীয়) (হিন্দি) বাচ্চা}
- Bengali Word বাছা ২ English definition [বাছা] (ক্রিয়া) ১ বাছাই বা নির্বাচন করা। ২ পছন্দ করা। ৩ অপকৃষ্ট অংশ থেকে উৎকৃষ্ট অংশ পৃথক করা (ভালোমন্দ বাছা)। ৪ অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনাদূর করা (চাউল বাছা)। ৫ বাদ দেওয়া (উকুন বাছা)। বাছা বাছা (বিশেষণ) সেরা সেবা; ভালো ভালো; সর্বোকৃষ্ট (বাছা বাছা লোক নিয়ে প্রতিনিধি দলটি গঠন করা হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) নির্বাচন>বাচন> (বাংলা) বাছ+আ}
- Bengali Word বাছুর English definition [বাছুর] (বিশেষ্য) গোবৎস; গোশাবক (বাছুরটি দেখতে বেশ সুন্দর)। {(তৎসম বা সংস্কৃত) বৎসরূপ>}
- Bengali Word বাজ ১ English definition [বাজ্] (বিশেষ্য) একজাতীয় শিকারি পাখি; শ্যেন (বাজ পাখিটি মুরগির ছানা দিনে গেল)। {(ফারসি) বাজ}
- Bengali Word বাজ ২ English definition [বাজ্] (বিশেষ্য) বজ্র; ঠাঠা (তার মাথায় যেন বাজ পড়লো)। {(তৎসম বা সংস্কৃত) বজ্র>}
- Bengali Word বাজখাঁই English definition [বাজ্খাঁই] (বিশেষ্য) অতিশয় গম্ভীর ও কর্কশ (তিনি হঠাৎ বাজখাঁই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {বাজ খাঁ (ব্যক্তিনাম)+(বাংলা) আই}
- Bengali Word বাজন English definition [বাজোন্] (বিশেষ্য) ১ বাদ্য; বাদ্যধ্বনি। ২ যা বাজে (বাজন নুপুর পায়)। বাজনদার (বিশেষ্য) বাদ্যকার; যে বাজায়। {(তৎসম বা সংস্কৃত) বাদন>}
- Bengali Word বাজনা English definition [বাজ্না] (বিশেষ্য) ১ বাদ্যধ্বনি। ২ বাদ্যযন্ত্র; বাদন (বাজনা বাজানো)। বাজনাওয়ালা, বাজনাদার (বিশেষ্য) বাদ্য বা বাদন বৃত্তি যার; পেশার বাদক। {বাজন+আ}
- Bengali Word বাজপেয় English definition [বাজ্পেয়ো] (বিশেষ্য) বৈদিক যুগে অনুষ্ঠিত একটি যজ্ঞ। বাজপেয়ী (বিশেষ্য) ১ বাজপেয় যজ্ঞ অনুষ্ঠানকারী। ২ হিন্দু সম্প্রদায়ের একটি পদবি। {(তৎসম বা সংস্কৃত) বাজ+পেয়; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাজরা ১ English definition [বাজ্রা] (বিশেষ্য) ১ এক প্রকার শস্য। {(তৎসম বা সংস্কৃত) বর্জরী>}
- Bengali Word বাজরা ২ English definition [বাজ্রা] (বিশেষ্য) ১ বড় ঝুড়ি। ২ বাক্স; পেটরা। {(তৎসম বা সংস্কৃত) √বোঝ্+রা}
- Bengali Word বাজা English definition [বাজা] (ক্রিয়া) ১ ধ্বনিত হওয়া (ঘন্টা বাজা)। ২ শব্দ দ্বারা সময় জ্ঞাপিত করা (প্রহরের পর প্রহর বাজিয়া চলিল)। ৩ সময় জানানো (কটা বাজে রে)। ৪ শুরু হওয়া (ঝগড়া বাজা)। ৫ কর্কশ ও কঠোর অনুভূত হওয়া (কানে বাজা)। ৬ পরীক্ষা করা; আসল নকল নির্ণয় করা (বাজিয়ে নেওয়া)। ৭ কষ্ট লাগা; আঘাত করা (তোর যতখানি ব্যথা বাজে আমার তার চেয়ে কম বাজবে না-সরদার জয়েনউদ্দীন)। ৮ বিরূপ হওয়া (সামান্র কথা বল্লেও এত বাজে কেন?)। □ (বিশেষণ) বাজে এমন (বাজা ঘড়ি)। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>(প্রাকৃত) বাজ্জ>√বাজ্>আ}
- Bengali Word বাজান ২ English definition [বাজান্] (বিশেষ্য) বাবাজান; প্রিয় পিতা (কোঁচার খোটেতে চক্ষু মুছিয়া কহিত বাজান মোরে-জসীমউদ্দীন)। {(ফারসি) বাজান}
- Bengali Word বাজানো, বাজান ১ English definition [বাজানো] (ক্রিয়া) ১ বাদিত করা (ঢাক বাজানো)। ২ হাসিল করা; কৌশল সফল করা (কাজ বাজানো)। ৩ বাধানো; লাগানো (লড়াই বাজানো)। ঢাক বাজানো (ক্রিয়া) (আলঙ্কারিক) গুপ্ত বিষয় জোরেশোরে প্রকাশ করা; মাত্রাতিরিক্ত প্রশংসা প্রচার করা; কারো গুণ মাত্রাতিরিক্তভাবে কীর্তন করা। নিজের ঢাক নিজে বাজানো (আলঙ্কারিক) অতিরিক্ত আত্মপ্রশংসা করা। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>(প্রাকৃত) বাজ্জ>বাজা}