ব পৃষ্ঠা ৪৪
- Bengali Word বাটা ১, বাঁটা English definition [বাটা, বাঁটা] (বিশেষণ) পেষণকৃত; পিষ্ট (ডাল বাটা; হলুদ বাটা)। □ (ক্রিয়া) পেষণ করা। {(তৎসম বা সংস্কৃত) (উদ্) বর্তন>(প্রাকৃত) (উব্) বট্টন>বট্ট>বাট+আ; (তুলনীয়) (হিন্দি) বাট্না}
- Bengali Word বাটা ২ English definition [বাটা] (বিশেষ্য) ১ এক প্রকার থালা; পানের থালা; তাম্বুল করঙ্ক (কেহ এ তাম্বুল জোগাএ সুবর্ণ বাটা ভরি-শেখ ফয়জুল্লাহ)। ২ জামাইষ্ঠীতে জামাতাকে দেয় থালাপূর্ণ খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) (উদ্) বর্তন>প্রা (উব্) বট্টন>বট্ট>বাট+আ}
- Bengali Word বাটা ৩ English definition [বাটা] (বিশেষ্য) একজাতীয় সাদা ছোট মাছ (বাটা মাছ ভাজে যেই তেলে-জীবনানন্দ দাশ)। {আঞ্চলিক}
- Bengali Word বাটা ৪, বাট্টা English definition [বাটা, বাট্টা] (বিশেষ্য) ক্রয় বিক্রয়ের সময়ে প্রকৃত মূল্য থেকে যা বাদ যায়; commission; discount। বাটা লাগা (ক্রিয়া) ভাটা লাগা; হানি হওয়া (কাণ্ড-কারখানার ফলে বাট্টা লেগে গেল তৈমুরিক খান্দানী মর্যাদায়-জগলুল হায়দার আফরিক)। {(তুলনীয়) (হিন্দি) বট্টা}
- Bengali Word বাটালি, বাটালী English definition [বাটালি] (বিশেষ্য) কাঠ চাঁচবার অস্ত্রবিশেষ (তার প্রতি অক্ষর বাটালি দিয়ে খোদা-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √বট্+অ(ঘঞ্)=বাট+(বাংলা) আলি, আলী; (হিন্দি) বট্টালী}
- Bengali Word বাটি, বাটী ১ English definition [বাটি] (বিশেষ্য) প্রান্তভাগ উঁচু ক্ষুদ্র বাসন; পেয়ালা; কটোরা (বাটিতে দুধ আনো)। বাটি চালা (ক্রিয়া) অজ্ঞাত অপরাধী স্থির করা বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে চলমান করা। জামবাটি (বিশেষ্য) বৃহৎ আকৃতির বাটি। {(তুলনীয়) (হিন্দি) বট্টা}
- Bengali Word বাটিকা English definition [বাটিকা] (বিশেষ্য) ক্ষুদ্র গৃহ; ছোট বাড়ি; বৃক্ষবাটিকা (বৃক্ষ-বাটিকাতে উপস্থিত হইয়া আলবালে জল সেচন আরম্ভ করিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বাটি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word বাটী ২ English definition [বাটি] (বিশেষ্য) বাড়ি; গৃহ; বাসা; আবাস; বাটিকা; ক্ষুদ্র বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বট্+অ(ঘঞ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বাটুল, বাঁটুল English definition [বাটুল্, বাঁটুল্] (বিশেষ্য) ১ লৌহ; সিসা বা মাটির গুলি (বিহঙ্গ বাটুলে বিন্ধে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ক্ষুদ্রাকৃতি গোলগাল মানুষ। {(তৎসম বা সংস্কৃত) বর্তুল>}
- Bengali Word বাটোয়ারা, বাঁটোয়ারা English definition [বাটোয়ারা, বাঁটোয়ারা] (বিশেষ্য) বিভাগ; বন্টন; ভাগ বাটোয়ারা। {(হিন্দি) বটবারা>}
- Bengali Word বাণ English definition [বান্] (বিশেষ্য) ১ তীর; শর; শায়ক; ধনুক থেকে ছুড়বার অস্ত্র (কামারেরা বাণ, দশালকি কাটা ও বাটি প্রস্তুত কচ্ছেনকালীপ্রসন্ন সিংহ)। ২ এক প্রকার তান্ত্রিক মন্ত্রযুক্ত মারণাস্ত্র (বাণ মারা)। ৩ বাণ নামক রাজা। ৪ বাণভট্ট নামক সংস্কৃত সাহিত্যিক। ৫ অগ্নি। ৬ শব্দ ধ্বনি। বাণলিঙ্গ (বিশেষ্য) শিব লিঙ্গ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বণ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাণকাড়া দুধ English definition [বান্কাড়া দুধ] (বিশেষ্য) ১ গরুর বাট থেকে সদ্য গৃহীত দুধ। {বাণ+কাড়া+দুধ}
- Bengali Word বাণতৃণ English definition [বান্তৃনো] (বিশেষ্য) শরতৃণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+তৃণ; কর্মধারয় সমাস}
- Bengali Word বাণদণ্ড English definition [বান্দন্ডো] (বিশেষ্য) কাপড় বোনার যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+দণ্ড; কর্মধারয় সমাস}
- Bengali Word বাণধি English definition [বাণোধি] (বিশেষ্য) তৃণ। {(তৎসম বা সংস্কৃত) বাণধি}
- Bengali Word বাণপাণি English definition [বান্পানি] (বিশেষ্য) যার হস্তে বাণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+পাণি; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাণবার English definition [বান্বার্] (বিশেষ্য) বর্ম। {(তৎসম বা সংস্কৃত) বান+বার; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাণমোক্ষণ English definition [বান্মোক্খোন্] (বিশেষ্য) বাণ বর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+মোক্ষণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাণিজ্য English definition [বানিজ্জো] (বিশেষ্য) ১ ব্যবসা; পণ্যদ্রব্যাদি ক্রয় বিক্রয়। ২ বিদেশের সঙ্গে কারবার; সওদাগরি (এ বছর বাণিজ্যে সে প্রচুর লাভ করেছে)। বাণিজ্যদূত (বিশেষ্য) বিদেশে নিজ দেশের ব্যবসার স্বার্থ দেখার জন্য নিযুক্ত রাষ্ট্রদূত (বাংলাদেশের বাণিজ্যদূতরূপে তিনি চীন সফর করে এলেন)। বাণিজ্যধানী (বিশেষ্য) দেশের প্রধান প্রধান শহর বা নগর। {(তৎসম বা সংস্কৃত) বণিজ+অ(অণ্)+য(য্যঞ্)}
- Bengali Word বাণিয়া English definition ⇒ বানিয়া