ব পৃষ্ঠা ৬১
- Bengali Word বিঁধ, বেঁধা English definition [বিঁধা, বেঁধা] (ক্রিয়া) ১ বিদ্ধ হওয়া (কাঁটা বেঁধা)। ২ কন্টক বিদ্ধ হওয়ার মতো তীব্র বেদনা বোধ হওয়া (গণ্ডারের চামড়া, কিছুই বেঁধে না)। ৩ বিদ্ধ করা; ছিদ্র করা। বিঁধানো, বেঁধানো (ক্রিয়া) ১ বিদ্ধ করা; ফুটিয়ে দেওয়া; ছিদ্র করা। ২ বিদ্ধ বা ছিদ্র করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলা (ক্রিয়া) বাঁকা বাঁকা কথা বলা; অন্যের মনে ঘা দিয়ে কথা বলা (তুমি বেশ বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলতে পারো)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্>+(বাংলা) আ}
- Bengali Word বিঁধানো, বিঁধান English definition [বিঁধানো] (ক্রিয়া) ছিদ্র করা (মেয়েটার কান বিঁধানো হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্>+(বাংলা) আনো, আন; ক্রিয়ারূপ-বিঁধি, বিঁধাও, বিঁধায়, বিঁধান; অসমাপিকা ক্রিয়া-বিঁধিয়ে, বিঁধাতে, বিঁধালে ইত্যাদি}
- Bengali Word বিঁধানো, বিঁধান English definition [বিঁধানো] (ক্রিয়া) ছিদ্র করা (মেয়েটার কান বিঁধানো হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্>+(বাংলা) আনো, আন; ক্রিয়ারূপ-বিঁধি, বিঁধাও, বিঁধায়, বিঁধান; অসমাপিকা ক্রিয়া-বিঁধিয়ে, বিঁধাতে, বিঁধালে ইত্যাদি}
- Bengali Word বিঁড়া, বিঁড়ে English definition ⇒ বিড়া
- Bengali Word বিঁড়ি English definition ⇒ বিড়ি
- Bengali Word বিংশ, বিংশতি English definition [বিঙ্শো, বিঙ্শোতি] (বিশেষণ) কুড়ি সংখ্যার পূরক। বিংশতি (বিশেষ্য), (বিশেষণ) কুড়ি; বিশ; ২০ সংখ্যা বা সংখ্যক। বিংশতিতম (বিশেষণ) কুড়ি সংখ্যার পূরক। বিংশতিতমী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিংশতি (দ্বি+দশৎ+শতি)+অ(ডট্)>বিংশ}
- Bengali Word বিংশতি English definition ⇒ বিংশ
- Bengali Word বিঃ English definition [বিহ্] (বিশেষণ) বিশেষ শব্দটির সংক্ষিপ্ত রূপ। {শব্দসংক্ষেপ}
- Bengali Word বিউগল, বিগুল English definition [বিউগল্, বিগুল্] (বিশেষ্য) ১ রণশিঙ্গা; বাদ্যযন্ত্রবিশেষ (সানাই বিগুল শিঙ্গা বাঁশী-সৈয়দ আলাওল)। ২ শিঙ্গাজাতীয় ইউরোপীয় বাঁশিবিশেষ, যার বাদ্য সংকেতরূপে ব্যবহৃত হয়। {(ইংরেজি) Bugle}
- Bengali Word বিউটি English definition [বিউটি] (বিশেষ্য) সৌন্দর্য। {(ইংরেজি) Beauty}
- Bengali Word বিউনি ১, বিউনী ১ English definition [বিউনি] (বিশেষ্য) বেণী; বিন্যাস্ত কেশ; বিনানো চুল; বিনুনি (দুষ্টুমি করে চলে এমন বিউনি গেঁথে দিত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বেণী; বেণি}
- Bengali Word বিউনি ২, বিউনী ২ English definition [বিউনি] (বিশেষ্য) বীজনী; হাতপাখা। {(তৎসম বা সংস্কৃত) বীজন>বিঅনী>}
- Bengali Word বিউর English definition [বিউর্] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ। {অজ্ঞাতমূল}
- Bengali Word বিউলি, বিউলী English definition [বিউলি] (বিশেষ্য) খোসাশূন্য মাসকলাই (বিউলির ডাল)। {(তৎসম বা সংস্কৃত) বিদলিত>বিঅলিঅ>অথবা, (তৎসম বা সংস্কৃত) ব্রীহি>বিরি>}
- Bengali Word বিকচ ১ English definition [বিকচ্/বিকচো] (বিশেষণ) বিকশিত; প্রস্ফুটিত; প্রফুল্ল (করুণা-কিরণে বিকচ নয়ান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিকচিত (বিশেষণ) বিকশিত। [(তৎসম বা সংস্কৃত) বি+√কচ্+অ(অচ্)}
- Bengali Word বিকচ ২ English definition [বিকচো] (বিশেষণ) ১ কেশহীন; চুলশূন্য; মুণ্ডত। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+কচ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকচ্ছ English definition [বিকচ্ছো] (বিশেষণ) কাছাহীন; কাছা খুলে গিয়েছে এমন (বাবু কন পরি লুঙি বিকচ্ছ তোমাদের দিল তুষিতে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বি+কচ্ছ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকট English definition [বিকট্] (বিশেষণ) ১ অদ্ভুত ও ভীতিকর (বিকট শব্দ, বিকট চেহারা)। ২ করাল; বয়ঙ্কর (বিকট দণ্ড)। ৩ বৃহৎ; বিপুল (বিকট উদর)। বিকটা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু-দেবতাবিশেষ। বিকটাকার (বিশেষ্য) বিকট মূর্তি; ভয়ঙ্কর চেহারা। □ (বিশেষণ) বিকট মূর্তিযুক্ত; ভীতিজনক; ভয়ঙ্কর। {(তৎসম বা সংস্কৃত) বি+কট্(কটচ্); বি+√কট্+অ(অচ্)}
- Bengali Word বিকত্থন English definition [বিকত্থন্] (বিশেষ্য) আত্মশ্লাঘা; মিথ্যা শ্লাঘা; বৃথা স্তুতি। {(তৎসম বা সংস্কৃত) বি+কত্থন}
- Bengali Word বিকম্প, বিকম্পন English definition [বিকম্পো, বিকম্পোন্] (বিশেষ্য) কম্পন; স্পন্দন। {(তৎসম বা সংস্কৃত) বি+√কম্প্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}