ব পৃষ্ঠা ৬২
- Bengali Word বিকম্পিত English definition [বোকোম্পিতো] (বিশেষণ) অত্যন্ত কম্পিত; আন্দোলিত; অতিশয় কম্পিত (অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+কম্পিত; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকর্ণ English definition [বিকর্নো] (বিশেষণ) ১ কর্ণহীন; ছিন্নকর্ণ। ২ দুর্যোধনের এক ভাই। {(তৎসম বা সংস্কৃত) বি+কর্ণ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকর্তন English definition [বিকর্তন্] (বিশেষণ) ১ ছেদনকারী; বিনাশক। □ (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) কর্তন; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকর্ম English definition [বিকর্মো] (বিশেষ্য) বিপরীত কর্ম; বিরুদ্ধ কর্ম (কেন তুমি কর কহ এহেন বিকর্ম)। {(তৎসম বা সংস্কৃত) বি+কর্ম; প্রাদি.}
- Bengali Word বিকর্ষ English definition [বিকর্শো] (বিশেষ্য) বিশেষভাবে আকর্ষণ করা হয় যাতে; বাণ; শর; তীর। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিকর্ষণ English definition [বিকর্শন্] (বিশেষ্য) ১ উল্টা টান; বিরাগ (আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকর্ষণের বিপরীত; টানের বিপরীত; বিপ্রকর্ষণ; repulsion। {(তৎসম বা সংস্কৃত) বি+কর্ষণ}
- Bengali Word বিকল, বেকল English definition [বিকল্, বেকল্] (বিশেষণ) ১ কলাহীন; অঙ্গহীন; অপূর্ণ (বিকলাঙ্গ)। ২ অক্ষম; অবশ (বিকল দেহ)। ৩ অস্থির; স্থৈর্যশূন্য; বিহবল; বিমূঢ় (করি দাও হৃদয় বিকল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বিকৃতাঙ্গ (অন্ধ; বধির প্রভৃতি)। ৫ অচল; অকেজো (একটু বুদ্ধি খাটাইয়া দেখ নহিলে সকল বেকল হইয়া যাইবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বিকলতা, বৈকল্য বি। বিকলা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ব্যাকুল (চিত্রাঙ্গদা কাঁদে পুত্রশোকে বিকলা-মাইকেল মধুসূদন দত্ত)। বিকলা২ (বিশেষ্য) (বিজ্ঞান.) কলা বা মিনিটের ষাট ভাগের এক ভাগ second। বিকলাঙ্গ, বিকলেন্দ্রিয় (বিশেষণ) অঙ্গহীন; কোনো একটি অঙ্গ বা ইন্দ্রিয় নেই এমন অথবা অঙ্গবিশেষ ত্রুটিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+কলা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিকল্প English definition [বিকল্পো] (বিশেষ্য) ১ পরিবর্তে কল্পনা; বিপরীত কল্পনা; পক্ষান্তর; বিকল্প ব্যবস্থা; পরিবর্ত। ২ বিবিধ কল্পনা; সন্দেহ; সংশয়। ৩ কোনো শব্দ বা নিয়মের একাধিক রূপ; বিভাষা; alternative। ৪ বাস্তবে যার স্থিতি নেই, কেবল শব্দের দ্বারা আশ্বাস বা প্রতীতি, যথা-আকাশকুসুম, সোনার পাথরবাটি ইত্যাদি। বিকল্পিত (বিশেষণ) বিভাষা-যুক্ত; বিপরীতরূপে কল্পিত বা বিভিন্ন কল্পনাযুক্ত; সন্দেহযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+কল্প; প্রাদি.}
- Bengali Word বিকশল (ব্রজবুলি) English definition [বিকশল] (ক্রিয়া) বিকশিত হলো (বিকশল অঙ্গ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√কশ্>}
- Bengali Word বিকশিত English definition [বিকোশিতো] (বিশেষণ) ১ প্রস্ফুটিত; সুপ্রকাশিত; ফুল্ল; প্রস্ফুটিত হয়েছে এমন (নানা পুষ্প বিকশিত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√কশ্+ত(ক্ত); বি+√কস্+ত(ক্ত)}
- Bengali Word বিকানো, বিকনো English definition [বিকানো, বিকোনো] (ক্রিয়া) ১ বিক্রয় হওয়া; বেচা; বিকিয়ে দেওয়া (জীবন বিকানো)। ২ সমাদৃত হওয়া (নামে বিকানো)। ৩ কাটতি হওয়া; চাহিদা হওয়া (এ মাল বিকাবে)। ৪ নিজেকে নিঃশেষ করে দান করা। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়>; ক্রিয়ারূপ-বিকাই, বিকাও, বিকায়, বিকান, অসমাপিকা ক্রিয়া – বিকিয়ে, বিকালে, বিকাতে ইত্যাদি}
- Bengali Word বিকার English definition [বিকার্] (বিশেষ্য) ১ অস্বাভাবিক অবস্থা; বৈগুণ্য; অস্বাভাবিক পরিবর্তন (তাতে খুড়র মনে বিকার মাত্র জন্মে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্বাস্থ্যহীনতা; অসুস্থতা; ব্যাধি; রোগ-বৃদ্ধিহেতু উচ্চারিত প্রলাপ (জ্বর বিকার)। ৩ বিকৃতি; খারাপ হওয়া; পচা। ৪ পরিবর্তনে জাত বস্তু; রূপান্তর; রূপ বদল (স্বর্ণের বিকার)। বিকারী (-রিন্) (বিশেষণ) রূপান্তরিত; বিকৃতিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word বিকাল, বিকাস English definition [বিকাশ্] (বিশেষ্য) ১ প্রকাশ; ব্যক্তকরণ (দন্তবিকাশ)। ২ উন্মেষ; উন্মীলন; উদ্রেক (ভাবের বিকাশ)। ৩ প্রসার; উন্নতি (সাহিত্যের বিকাশ)। ৪ প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। বিকাশন (বিশেষ্য) প্রকাশন; প্রসারণ; প্রস্ফুটন। বিকশিত (ণিজন্ত) (বিশেষণ) প্রকাশিত; প্রস্ফুটিত। বিকাশোন্মুখ (বিশেষণ) বিকশিত বা প্রকাশিত হওয়ার পথে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√কাশ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিকি English definition [বিকি] (বিশেষ্য) বিক্রয়; বেচা-কেনা। বিকিকিনি (বিশেষ্য) বেচা-কেনা; ক্রয়-বিক্রয় (কেহ রঙ্গ চাহে, কেহ করে বিকিকিনি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়>}
- Bengali Word বিকিনি English definition [বিকিনি] (বিশেষ্য) সাঁতার ও বৌদ্রস্নানের জন্য মেয়েদের একপ্রকার খাটো পোশাকের নাম। {(ইংরেজি) Bikini}
- Bengali Word বিকির, বিকিরণ English definition [বিকির্, বিকিরন্] (বিশেষ্য) বিক্ষেপ; বিস্তারকরণ; ছাড়নো (শিক্ষার বিকিরণ)। বিকীর্ণ (বিশেষণ) ছড়ানো হয়েছে এমন; বিক্ষিপ্ত; বিস্তারিত; ছড়ানো (একটি শক্তি কারুণ্য বিশ্বে বিকীর্ণ হইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+অ(ক)=বিকির, +অন(ল্যুট্)}
- Bengali Word বিকীর্যমান English definition [বিকির্জোমান্] (বিশেষণ) বিকীর্ণ বা ছড়ানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+আন(শানচ্)}
- Bengali Word বিকুন্ঠ, বিকুন্ঠিত English definition [বিকুন্ঠো, বিকুন্ঠিতো] (বিশেষণ) বিগত কুন্ঠা বা লজ্জা এমন; নির্লজ্জ; কুন্ঠাহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+কুন্ঠা, কুন্ঠিত}
- Bengali Word বিকুল English definition [বিকুল্] (বিশেষণ) ব্যাকুল (আকুল বিকুল হৈলা পুত্রের কারণ-রাজশেখর বসু (পরশু))। বিকুলি (বিশেষ্য) ব্যাকুল ভাব; ব্যাকুলতা; ব্যাকুলতা প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল> বিয়াকুল>}
- Bengali Word বিকৃত English definition [বিক্কৃতো] (বিশেষণ) ১ পচা (বিকৃত মাংস)। ২ দোষ ত্রুটি বিশিষ্ট; রোগগ্রস্ত (বিকৃতমস্তিষ্ক)। ৩ বিকারপ্রাপ্ত; স্বভাবের বিপরীত; অস্বাভাবিক রূপ বা অবস্থাপ্রাপ্ত। ৪ বিকট; বীভৎস (বিকৃত মূর্তি)। বিকৃতকন্ঠ, বিকৃতস্বর (বিশেষ্য) ভাঙা গলা। □ (বিশেষণ) গলা বা স্বর ভেঙেছে এমন; ভগ্নকন্ঠ। বিকৃত মস্তিষ্ক (বিশেষণ) ১ পাগল। ২ বিকারগ্রস্ত মস্তিষ্ক। বিকৃতরুচি (বিশেষ্য) ১ কুরুচি। □ (বিশেষণ) বিকৃত রুচিযুক্ত। বিকৃতাকৃতি (বিশেষ্য) বিকলাঙ্গ। বিকৃতি (বিশেষ্য) ১ বিকৃত ভাব বা অবস্থা; বৈগুণ্য; অস্বাভাবিক অবস্থা। ২ রূপান্তর; বিকার; অস্বাস্থ্য; ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+ত(ক্ত)}