ব পৃষ্ঠা ৬৩
- Bengali Word বিকৃষ্ট English definition [বিক্কৃশ্টো] (বিশেষণ) আকৃষ্ট; আসক্ত; উদ্ধৃত; উল্টা দিকে আকৃষ্ট; অপ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) বি+ কৃষ্ট}
- Bengali Word বিকেন্দ্রণ English definition [বিকেন্দ্রন] (বিশেষ্য) বিকেন্দ্রীকরণ; কোনো বিষয়কে কেন্দ্রীয় সরকারের শাসন থেকে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হস্তে প্রদান; decentralization। {(তৎসম বা সংস্কৃত) বিকেন্দ্র+অন(ল্যুট্)}
- Bengali Word বিকো (মধ্যযুগীয় বাংলা) English definition [বিকো] (অব্যয়) বিক্রয়ের জন্য (বিকো জাও মথুরার হাট-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়ার্থ>}
- Bengali Word বিক্রম English definition [বিক্ক্রম] (বিশেষ্য) ১ বল; শক্তি। ২ প্রতাপ; পরাক্রম; বীরত্ব; শৌর্য। বিক্রমশালী, বিক্রমী, বিক্রান্ত (বিশেষণ) শক্তিশালী; পরাক্রান্ত; বীর (পাঁচ হাজার বিক্রান্ত জাঠ সৈন্যসহ আসিয়া শত্রুদলনে প্রবৃত্ত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিক্রমাদিত্য English definition [বিক্ক্রোমাদিত্তো] (বিশেষ্য) ১ উজ্জয়িনীর বিখ্যাত রাজা, বলা হয়, তাঁর নবরত্ন সভায় কবি কালিদাস ছিলেন অন্যতম রত্ন। ২ বহু প্রাচীন রাজার উপাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিক্রমী English definition ⇒ বিক্রম
- Bengali Word বিক্রান্তি English definition [বিক্ক্রান্তি] (বিশেষ্য) শক্তি; পরাক্রম। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্+তি(ক্তি)}
- Bengali Word বিক্রি English definition ⇒ বিক্রয়
- Bengali Word বিক্রিয়া English definition [বিক্ক্রিয়া] (বিশেষ্য) বিকৃতি; বিকার; পরিবর্তন; রূপান্তর (চিত্তবিক্রিয়া)। ২ রাসায়নিক প্রতিক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্রিয়া}
- Bengali Word বিক্রীত, বিক্রেতা, বিক্রেয় English definition ⇒ বিক্রয়
- Bengali Word বিক্রীড়িত English definition [বিক্ক্রিড়িতো] (বিশেষ্য) বিবিধ ক্রীড়া; gambling। শার্দূল বিক্রীড়িত (বিশেষ্য) সংস্কৃত ছন্দের নামবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রীড়্+অ(অচ্)+আ(টাপ্)+ত(ক্ত)}
- Bengali Word বিক্রয়, বিক্রি English definition [বিক্ক্রয়, বিক্ক্রি] (বিশেষ্য) মূল্যের বদলে দ্রব্যের স্বত্ব ত্যাগ; বেচা। বিক্রয়িক, বিক্রয়ী, বিক্রেতা (বিশেষণ) বিক্রয় করে এমন; বিক্রয়কারী। বিক্রয়িকা, বিক্রয়িনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিক্রীত (বিশেষণ) বিক্রয় করা হয়েছে এমন। বিক্রেয় (বিশেষণ) বিক্রয়যোগ্য; বিক্রয় করা হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্রয়}
- Bengali Word বিক্লব English definition [বিক্ক্লব] (বিশেষ্য) ১ ভয়; ব্যাকুলতা। ২ বিহবলতা। ৩ উদাসীনতা। বৈক্লব্য। □ (বিশেষণ) ১ উদাসীন। ২ বয়ব্যাকুল। ৩ বিহবল। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্লব্+অ(অচ্)}
- Bengali Word বিক্ষত English definition [বিক্খতো] (বিশেষণ) বিশেষভাবে আহত; আঘাতের ফলে উৎপন্ন ক্ষত (ক্ষতবিক্ষত)। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্ষত}
- Bengali Word বিক্ষিপ্ত English definition [বিক্খিপ্তো] (বিশেষণ) ১ ইতস্তত ছড়ানো। ২ ব্যাকুলিত; অস্থির; অব্যবস্থিত (বিক্ষিপ্তচিত্ত)। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) √ক্ষপ্+ত(ক্ত)}
- Bengali Word বিক্ষুব্ধ English definition [বিক্খুব্ধো] (বিশেষণ) ১ ক্ষোভযুক্ত; অত্যন্ত দুঃখিত। ২ বিচলিত; আলোড়িত; অস্থির। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্ষুব্ধ}
- Bengali Word বিক্ষেপ English definition [বিক্খেপ্] (বিশেষ্য) ইতস্তত ছড়ানো বা নিক্ষেপ; অস্থিরতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্ষপ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিক্ষোভ English definition [বিক্খোভ্] (বিশেষ্য) ১ ক্ষোভ; আলোড়ন; চাঞ্চল্য (সমুদ্রের বিক্ষোভ)। ২ গভীর অসন্তোষজনিত আন্দোলন (ছাত্রবিক্ষোভ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্ষুভ+অ(ঘঞ্)}
- Bengali Word বিখ ((মদ্যযুগীয় বাংলা) , (ব্রজবুলি)) English definition [বিখ] (বিশেষ্য) বিষ (বিখ তরু ভোগ-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিষ>}
- Bengali Word বিখাউজ English definition [বিখাউজ্] (বিশেষ্য) চর্মরোগবিশেষ; eczema। {(তৎসম বা সংস্কৃত) খর্জু, (তুলনীয়) (হিন্দি) খুজ্লি}