ব পৃষ্ঠা ৫৯
- Bengali Word বাৎ English definition [বাত্] (বিশেষ্য) কথা; বাক্যালাপ (যদি আমি খাস হিন্দীতে বাৎ চালাইতে পারিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাৎচিত, বাতচিত (বিশেষ্য) আলাপ আলোচনা; কথাবার্তা (‘তোমার সাথে মোর থোড়া বাৎচিত আছে’)। {(হিন্দি) বাৎ}
- Bengali Word বাৎলানো English definition ⇒ বাতলানো
- Bengali Word বাৎসরিক English definition [বাত্শোরিক্] (বিশেষণ) প্রতি বর্ষে অনুষ্ঠিত; বার্ষিক; বৎসর-সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বৎসর+ইক(ঠঞ্)}
- Bengali Word বাৎসল্য English definition [বাত্শোল্লো] (বিশেষ্য) স্নেহ; সন্তানের প্রতি পিতামাতার মায়া-মমতা। {(তৎসম বা সংস্কৃত) বৎসল+য(ষ্যঞ্)}
- Bengali Word বাৎস্যায়ন English definition [বাত্শায়োন্] (বিশেষ্য) কামসূত্র গ্রন্থের প্রণেতা। {(তৎসম বা সংস্কৃত) বাৎস্য+আয়ন(ফক্)}
- Bengali Word বাড় English definition [বাড়্] (বিশেষ্য) ১ বুদ্ধি; পুষ্টি (ছেলেটার বাড় নাই)। ২ স্পর্ধা; ঔদ্ধত্য; বাড়াবাড়ি; গ্রাহ্য না করা (বড় বাড় বেড়েছে)। ৩ উন্নতি। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>}
- Bengali Word বাড়ই, বাড়ুই English definition [বোড়োই, বাড়ুই] (বিশেষ্য) ছুতার; ঘরামি। {(তৎসম বা সংস্কৃত) বর্ধকি>(প্রাকৃত) বাড্ঢই>}
- Bengali Word বাড়তি English definition [বার্তি] (বিশেষণ) ১ বৃদ্ধি। ২ উদ্বৃত্ত; প্রয়োজন অপেক্ষা বেশি; অতিরিক্ত; প্রয়োজনাতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>বাড়+(বাংলা) তি}
- Bengali Word বাড়ন ১ English definition [বাড়োন্] (বিশেষ্য) বৃদ্ধি; পুষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বর্ধন>}
- Bengali Word বাড়ন ২ English definition [বাড়োন্] (বিশেষ্য) সম্মার্জনী; ঝাঁটা; ঝাড়ন। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনি>}
- Bengali Word বাড়ন্ত English definition [বাড়োন্তো] ১ বাড়ছে এমন; বর্ধিষ্ণু; বৃদ্ধিশীল। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>বাড়+(বাংলা) অন্ত}
- Bengali Word বাড়ব English definition [বাড়োব্] (বিশেষ্য) ১ বড়বা অর্থাৎ সিন্ধুঘোটক সম্বন্ধীয়। ২ সমুদ্রোত্থিত অগ্নি, যা সিন্ধুঘোটকের মুখনিঃসৃত অগ্নি বলে ধারণা করা হয়। বাড়ববহ্নি, বাড়বাগ্নি (বিশেষ্য) বাড়বানল;সমুদ্র গর্ভের অগ্নি (আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বাড়ব বহ্নি কালানল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বড়বা+অ(অণ্)>}
- Bengali Word বাড়া English definition [বাড়া] (ক্রিয়া) ১ বৃদ্ধি পাওয়া (রোক বাড়া)। ২ পরিবেশন করা (ভাত বাড়া)। ৩ উড়ন্ত ঘুড়ির সুতা ছাড়া (বেড়ে প্যাঁচ খোলা)। ৪ ভেঙে যাওয়া (শাঁখা বেড়েছে)। ৫ সামনে অগ্রসর হওয়া (তুমি আগে বাড়ো)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) অধিক; বেশি (জনক হইতে স্নেহ জননীর বাড়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাড়ানো (ক্রিয়া) ১ বৃদ্ধি করা (দিন বাড়ানো)। ২ অতিরঞ্জিত করা (কারও সম্বন্ধে বাড়িয়ে বোলো না)। ৩ অতিশয় প্রশয় দেওয়া (ছেলেটাকে অত্যন্ত বাড়িয়ে দিয়েছ। ৪ প্রকৃত অপেক্ষা বেশি করে বলা (বয়স বাড়ানো)। ৫ লেখার উপযুক্ত করে কাটা (পেনসিল বাড়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সব অর্থে। বাড়াবাড়ি (বিশেষ্য) ১ খুব বেশি বাড় (বাড়াবাড়ি হওয়া)। ২ মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন (বাড়াবাড়ি করা)। পা বাড়ানো (ক্রিয়া) যেতে উদ্যত হওয়া; প্রস্থানের উদ্যোগ গ্রহণ করা। হাত বাড়ানো (ক্রিয়া) পাওয়ার বা ধরার জন্য হস্ত প্রসারণ করা; পাবার লোভে অগ্রসর হওয়া; পাওয়ার জন্য সচেষ্ট বা আগ্রহান্বিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্>বাড়+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দি) বঢ়্না}
- Bengali Word বাড়ি ১ English definition [বাড়ি] (বিশেষ্য) ১ লাঠি দণ্ড বেত প্রভৃতি দিয়ে আঘাত (উপস্থিত মাথায় বাড়ি কি প্রকারে ঠেকাইবেন তাহারইফিকির করুন-মীর মশাররফ হোসেন)। ২ ঋণ। ৩ সুদ বৃদ্ধি।{(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>(প্রাকৃত) বড়্টি>(বাংলা) বাড়ি}
- Bengali Word বাড়ি ২, বাড়ী English definition [বাড়ি] (বিশেষ্য) ১ আবাসগৃহ; বাসস্থান; বাস্তু সংলগ্ন বেষ্টিত স্থান। ২ উদ্যান; বাগান (বাগানবাড়ি)। বাড়িওয়ালা (বিশেষ্য) বাড়ির মালিক (বাড়িওয়ালা খুব ভাল মানুষ)। বাড়িওয়ালী( স্ত্রীলিঙ্গ) । বাড়িঘর, ঘরবাড়ি (বিশেষ্য) গোটা বাড়ি; সমস্ত ঘর ইত্যাদিসহ বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বাটী>}
- Bengali Word বায় ১ English definition [বায়্] (বিশেষ্য) ১ বায়ু; হাওয়া; অনিল; বাতাস; পবন; সমীরণ; সমীর (অঙ্গে নিলাজ পুলক ছোটে বায় যেন হায় নরম লতা-কাজী নজরুল ইসলাম)। ২ গন্ধ; খোশবু। □ (ক্রিয়াবিশেষণ) বাতাসে; হাওয়া। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}
- Bengali Word বায় ২ English definition [বায়্] (ক্রিয়া) বোনে (কেহ বায় বস্ত্র-রামেশ্বর ভট্টাচার্য)। ২ বাজে (মৃদঙ্গ মন্দিরা বায় কেহ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ চালায় (নৌকা বায়)। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য> বাজায়>বায়}
- Bengali Word বায় ৩ English definition [বায়্] (বিশেষ্য) ১ বয়ন; বপন। □ (ক্রিয়া) বয়ন করে। {(তৎসম বা সংস্কৃত) √বে+অ(অণ্)}
- Bengali Word বায়ক English definition [বায়োক্] (বিশেষণ) ১ বাদ্যকর; বাদক। ২ বপনকারক; বয়নকারক। {(তৎসম বা সংস্কৃত) বাদক>}
- Bengali Word বায়তুলমাল English definition [বায়তুল্মাল্] (বিশেষ্য) রাজকোষ; ধনাগার (বায়তুলমাল হইতে ভরণপোষণের জন্য তাঁকে কিছু টাকা বৃত্তি লইতে হইত-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) বায়তুল্মাল্}