ব পৃষ্ঠা ৭৩
- Bengali Word বিদ্যোৎসাহী (-হিন্) English definition [বিদ্দোত্শাহি] (বিশেষ্য), (বিশেষণ) বিদ্যার উন্নতি বিষয়ে উৎসাহদাতা। বিদ্যোৎসাহিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+উৎসাহী; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিদ্রাবণ English definition [বিদ্দ্রাবোন্] (বিশেষ্য) ১ বিতাড়ন। ২ দ্রবীকরণ; তরলীকরণ। বিদ্যাবিত (বিশেষণ) ১ বিতাড়িত। ২ তরীকৃত; দ্রবীকৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+দ্রাবণ}
- Bengali Word বিদ্রুত English definition [বিদ্দ্রুতো] (বিশেষণ) ১ পলায়িত। ২ তরলীভূত; দ্রবীভূত। {(তৎসম বা সংস্কৃত) বি+দ্রুত}
- Bengali Word বিদ্রুম English definition [বিদ্দ্রুম্] (বিশেষ্য) ১ প্রবাল; পদ্মরাগমণি; পলা। ২ কিশলয়; নবপল্লব। {(তৎসম বা সংস্কৃত) বি+√দ্রু+ম}
- Bengali Word বিদ্রূপ English definition [বিদ্দ্রুপ্] (বিশেষ্য) শ্লেষ মিশ্রিত উপহাস; পরিহাস; ঠাট্টা; তামাশা। বিদ্রূপাত্মক (বিশেষণ) বিদ্রূপপূর্ণ; উপহাসযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বিদ্রব>}
- Bengali Word বিদ্রোহ English definition [বিদ্দ্রোহো] (বিশেষ্য) ১ প্রচলিত বা বর্তমান ব্যবস্থার বিরোধিতা। ২ শাসন বা শাসনব্যবস্থার প্রতিকূলাচরণ। ৩ বিরুদ্ধে অভ্যূত্থান; rebellion। ৪ বিরোধিতা; বিদ্বেষ; হিংসা। বিদ্রোহাচরণ (বিশেষ্য) বিদ্রোহকরণ; প্রতিকূলতা বা বিরোধিতাকরণ। বিদ্রোহী(-হিন্) (বিশেষণ) বিদ্রোহকারী; বিরোধী; শাসন অগ্রাহ্যকারী; rebel। বিদ্রোহিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√দ্রুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিদ’আত, বেদাত English definition [বিদ্আত্, বিদাত্] (বিশেষ্য) ইসলামি শাস্ত্রবিরুদ্ধ কাজ (মূল অর্থ:নতুন অর্বাচীন, ইসলামোত্তর রীতি)। বিদ’আতি, বেদাতি (বিশেষণ) ইসলামি শাস্ত্র বিরোধী কাজ করে এমন; বিদ’আত বিষয়ক (‘তিনি বিদ’আতি ফকির সম্প্রদায়ভূক্ত ছিলেন’)। {(আরবি) বিদ্’আত>}
- Bengali Word বিধ English definition [বিধো] বহুব্রীহি সমাসে উত্তর পদে প্রযুক্ত বিধা শব্দের রূপ; প্রকার; রীতি; রকম (নানাবিধ)। {(তৎসম বা সংস্কৃত) √বিধ্+অ(অঙ্)}
- Bengali Word বিধবা English definition [বিধোবা] (বিশেষ্য), (বিশেষণ) যে নারীর ধব বা স্বামী মৃত; পতিহীনা; মৃতভর্তৃকা। বিধবা বিবাহ (বিশেষ্য) বিধবা স্ত্রীলোকের পুনর্বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) বি+ধব+আ(টাপ্); বহুব্রীহি সমাস}
- Bengali Word বিধর্মা English definition [বিধর্মা] (বিশেষণ) বিধর্মী; অন্য ধর্মাবলম্বী। {(তৎসম বা সংস্কৃত) বি+ধর্ম+অন(অনিচ্); বহুব্রীহি সমাস}
- Bengali Word বিধর্মী (-র্মিন্) English definition [বিধোর্মি] বিন বিধর্মা; অন্য ধর্মাশ্রয়ী; অন্য ধর্মাবলম্বী। {(তৎসম বা সংস্কৃত) বি+ধর্ম+ইন্(ইনি)}
- Bengali Word বিধা English definition [বিধা] (বিশেষ্য) ১ বিধি; বিধান; নিয়ম। ২ প্রকার; ধারা। ৩ ব্যবস্থা; সুবিধা (দ্বিবিধ, সুবিধা)। {(তৎসম বা সংস্কৃত) √বিধ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word বিধাতা (-তৃ) English definition [বিধাতা] (বিশেষ্য) ১ বিধানকর্তা। ২ শাস্ত্রবিহিত নিয়ম ও রীতি-নীতি। ৩ জগদীশ্বর; আল্লাহ। ৪ হিন্দুদেবতা ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+তৃ(তৃচ্)}
- Bengali Word বিধান English definition [বিধান্] (বিশেষ্য) ১ শাস্ত্রবিহিত নিয়ম (শাস্ত্রীয় বিধান)। ২ রীতি-নীতি। ৩ ব্যবস্থা; সম্পাদনা (হর্য বিধান)। ৪ আইন প্রণয়ন (বিধান-পরিষদ)। বিধান সভা (বিশেষ্য) আইনসভা; রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নের জন্য প্রজাসাধারণের প্রতিনিধিসভা; Legislative Assembly; ভারতের প্রাদেশিক আইন পরিষদের নাম (পশ্চিমবঙ্গ বিধান সভা)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+অন(ল্যুট)}
- Bengali Word বিধায় English definition [বিধায়] (অব্যয়) বিধান অনুসারে; হেতু; জন্য। {(তৎসম বা সংস্কৃত) বিধা+(বাংলা) ‘য়’ বিভক্তি}
- Bengali Word বিধায়ক, বিধায়ী (-য়িন্) English definition [বিধায়োক্, বিধায়ি] (বিশেষণ) ১ বিধানকর্তা; নিয়ামক; ব্যবস্থাকারী। ২ সংঘটনকারী; সম্পাদনকারী। বিধায়িকা, বিধায়িনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি++√ধা+অক(ণ্বুল্), ইন্(ণিনি)}
- Bengali Word বিধি English definition [বিধি] (বিশেষ্য) ১ ব্যবস্থা; বিধান; নিয়ম (বিধি-নির্দিষ্ট)। ২ বিধানকর্তা; আল্লাহ (বিধি-নির্দেশ)। ৩ ক্রম; প্রণালি (কার্য-বিধি)। ৪ ভাগ্য; অদৃষ্ট; দৈব (বিধি বাম)। ৫ উপায় (বিধি-নির্ধারণ)। ৬ হিন্দুদেবতা ব্রহ্ম। বিধিবদ্ধ (বিশেষণ) ১ শাস্ত্রদ্বারা নির্মিত; ব্যবস্থাপিত। ২ নিয়মবদ্ধ। ৩ যথাবিধি; formal। বিধি-বিড়ম্বনা (বিশেষ্য) অদৃষ্টের ছলনা। বিধিমতো (বিশেষণ) ১ শাস্ত্রীয় বিধান অনুসারে। ২ উপযুক্ত; যথাযোগ্য (বিধিমতো শাস্তি)। ৩ নিয়মিত; যথাবিহিত। বিধিলিপি (বিশেষ্য) ভাগ্য বা অদৃষ্টের লিখন। বিধিশাস্ত্র (বিশেষ্য) ১ ধর্মব্যবস্থা শাস্ত্র। ২ ব্যবহারশাস্ত্র; আইন। বিধিসম্মত (বিশেষণ) ১ নিয়মানুযায়ী। ২ শাস্ত্রীয় বিধান অনুসারে। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+ই(কি)}
- Bengali Word বিধিৎসা English definition [বিধিত্শা] (বিশেষ্য) বিধান করার ইচ্ছা। বিধিৎসু (বিশেষণ) বিধান বা ব্যবস্থা করতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিধু English definition [বিধু] (বিশেষ্য) চন্দ্র; শশাঙ্ক; শশধর। বিধুবদন, বিধুমুখ (বিশেষ্য) ১ চাঁদের মতো মুখ। □ (বিশেষণ) চাঁদের মতো সুন্দর মুখযুক্ত। বিধুবদনা, বিধুমুখী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√ধে+উ(ডু); √ব্যধ্+উ(কু)}
- Bengali Word বিধুত, বিধূত English definition [বিধুতো] (বিশেষণ) কম্পিত; আলোড়িত। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধু/√ধূ+ত(ক্ত)}