ব পৃষ্ঠা ৭১
- Bengali Word বিদর English definition [বিদর্] (বিশেষ্য) ১ বিদারণ। ২ অতিশয় ভয়। {(তৎসম বা সংস্কৃত) বি+দৃ>}
- Bengali Word বিদরা (পদ্যে ব্যবহৃত) English definition [বিদরা] (ক্রিয়া) ১ বিদীর্ণ বা ছিন্ন ভিন্ন হওয়া (বিদরে হিয়া মম বিদেশে-কাজী নজরুল ইসলাম)। ২ বিদীর্ণ বা ভগ্ন করা। {(তৎসম বা সংস্কৃত) বিদীর্ণ>}
- Bengali Word বিদরি, বিদরী English definition [বিদোরি] (বিশেষ্য) ধাতুর উপর নানাবিধ লাতাপাতা-কাটা রুপার পাত বসানোর কাজ; ধাতুপাত্রে খোদাই করা নকশা। {(হিন্দি) বিদরী}
- Bengali Word বিদর্ভ English definition [বিদর্ভো] (বিশেষ্য) ভারতের মধ্যপ্রদেশের বর্তমান বিদরের প্রাচীন নাম। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+দর্ভ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিদল English definition [বিদল্] (বিশেষ্য) ১ দ্বিধাবিভক্ত; ডাল। ২ বাঁশের চটা; বাঁশের চটা দিয়ে প্রস্তুত কুলা, ডালা ইত্যাদি। □ (বিশেষণ) ১ পত্রশূন্য; দলহীন। ২ বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√দল্+অ(ঘঞ্)}
- Bengali Word বিদলন English definition [বিদলন্] (বিশেষ্য) ১ সম্পূর্ণভাবে পেষণ; দলন; বিমর্দন; বিদারণ। ২ নিপীড়িতকরণ। ৩ সম্পূর্ণ পরাজিতকরণ। বিদলিত (বিশেষ্য) ১ নিষ্পিষ্ট; অতিময় নিপীড়িত। ২ বিমর্দিত; চূর্ণীকৃত (সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ খণ্ডিত; বিদারিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√দল্+অ(ঘঞর্থে ক)+অন(ল্যুট্)}
- Bengali Word বিদার English definition [বিদার্] (বিশেষ্য) ১ বিদীর্ণ হওন; বিদারণ (তিমিরি বিদার উদার অভ্যূদয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যুদ্ধ। ৩ জলপ্রবাহ। বিদারক (বিশেষণ) বিদারণকারী; ভেদকারক। বিদারণ (বিশেষ্য) ১ বিদীর্ণকরণ; ফুঁড়িয়ে বা ফাঠিয়ে ফেলন; ভেদ করা কাজ; ভেদন (এ যে ক্রন্দন কোথা হতে টুটে অন্তর বিদারণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হনন; মেরে ফেলা। বিদারণ-রেখা (বিশেষ্য) বিভাগ-রেখা (তাহাতে একটি বিদারণ রেখা পড়িল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিদারিত (বিশেষণ) বিদীর্ণ করা হয়েছে এমন; ভেদিত। বিদারী (-রিন্) (বিশেষণ) বিদীর্ণ করা যায় এমন; বিদারণকারী; বিদারক। {(তৎসম বা সংস্কৃত) বি+√দু+অ(ঘঞ্)}
- Bengali Word বিদারা English definition [বিদারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিদারণ বা ভেদ করা; ফাড়া; চেরা। {(তৎসম বা সংস্কৃত) বিদার+(বাংলা) আ}
- Bengali Word বিদাহী (-হিন্) English definition [বিদাহি] (বিশেষণ) প্রদাহ জন্মায় এমন; পোড়ায়; ক্ষয় করে এমন; caustic। {(তৎসম বা সংস্কৃত) বি+√দহ্+ইন্(ণিনি)}
- Bengali Word বিদায় ১ English definition [বিদায়] (বিশেষ্য) ১ স্থানান্তরে যাওয়ার অনুমতি (বিদায় চাওয়া)। ২ দুরীকরণ; বিতাড়ন (বিদায়করণ)। ৩ বিচ্ছেদ (চির বিদায়)। ৪ প্রস্থান (তোমার বিদায়ের পর)। ৫ কর্ম থেকে অবসর (চাকরি থেকে বিদায়)। ৬ কার্যান্তে বা বিদায় কালে পুরস্কার হিসেবে প্রদত্ত অর্থাদি। ৭ প্রস্তিত (বিদায় হওয়া)। কাঙালি বিদায় (বিশেষ্য) দরিদ্র ও ভিক্ষুকগণকে অন্নবস্ত্র ও অর্থ দান। নগদ বিদায় (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাজ শেষ হওয়ার সঙ্গে পারিশ্রমিক প্রদান। ২ (আলঙ্কারিক) উত্তম-মধ্যম দিয়ে তাড়িয়ে দেওয়া (চোরকে নগদ বিদায় দাও)। {(আরবি) বিদাআ}
- Bengali Word বিদায় ২ English definition [বিদায়] (বিশেষ্য) ১ সম্প্রদান; দান। ২ ত্যাগ; বিসর্জন (বিদায় করেছ যারে নয়ন-জলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+দায়}
- Bengali Word বিদায়ি, বিদায়ী English definition [বিদায়ি] (বিশেষ্য) ১ বিদায়ের কালে দেওয়া অর্থ বা উপহার। □ (বিশেষণ) বিদায় নিচ্ছে এমন; বিদায় গ্রহণকারী। {(আরবি) বিদাআ+(বাংলা) ই}
- Bengali Word বিদিক English definition [বিদিক] (বিশেষ্য) ১ দুই দিকের মধ্যভাগ; ঈশান, বায়ু, অগ্নি, নৈঋ©ত প্রভৃতি কোণ। ২ বিপরীত দিক; প্রতিকূল বা ভূল দিক (দিকবিদিক)। দিক্বিদিক জ্ঞান (বিশেষ্য) ১ অনুকূল ও / এবং প্রতিকূল দিক সম্পর্কে জ্ঞান। ২ (আলঙ্কারিক) ভালো মন্দ বা শুভ-অশুভের পার্থক্য জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) বি+দিক্; প্রাদি.}
- Bengali Word বিদিত English definition [বিদিতো] (বিশেষণ) ১ পরিজ্ঞাত জানা আছে বা হয়েছে এমন (বিদিত বিষয়)। ২ অবগত; জেনেছ এমন (বিদিত আছি)। ৩ বিশ্রুত; খ্যাত (জগদ্বিদিত)। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+ত(ক্ত)}
- Bengali Word বিদিশা English definition [বিদিশা] (বিশেষ্য) ভারতবর্ষের প্রাচীন মালব দেশের একটি নগরী (চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√দিশ্+অ(অচ্)+আ(আপ্)}
- Bengali Word বিদীর্ণ English definition [বিদির্নো] (বিশেষণ) ১ খণ্ডিত; ভিন্ন। ২ ছিন্ন; ছেঁড়া। ৩ ভগ্ন। ৪ কেটে গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√দৃ+ত(ক্ত)}
- Bengali Word বিদুর English definition [বিদুর্] (বিশেষ্য) মহাভারতোক্ত ধৃতরাষ্ট্রের ভ্রাতা। বিদুরের খুদ (বিশেষ্য) ১ কুরুরাজ দুর্যোধনের রাজভোগ প্রত্যাখ্যান করে কৃষ্ণ বিদুর প্রদত্ত খুদ দ্বারা প্রস্তুত যে অন্ন ভক্ষণ করেছিলেন। ২ (আলঙ্কারিক) ধনীর শ্রদ্ধাহীন মূল্যবান দান গ্রহণ না করে দীনজনের সশ্রদ্ধ সামান্য উপহার। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+উর(কুরচ্)}
- Bengali Word বিদুষী English definition [বিদুশি] (বিশেষ্য) বিদ্যাবতী রমণী; উচ্চশিক্ষিতা; পণ্ডিত মহিলা। বিদ্বাণ (বিশেষ্য) পু.। {(তৎসম বা সংস্কৃত) বিদ্বস্+ঈ(ঙীপ্)}
- Bengali Word বিদূর English definition [বিদূর] (বিশেষ্য) ১ অত্যন্ত দূরবর্তী স্থান বা দেশ (বিদূঁর ভূমে রত্ন ফসল হয় বুঝি সম্ভব-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) সুদূর; বহুদূরস্থ; অতিদূরবর্তী। {(তৎসম বা সংস্কৃত) বি+দূর}
- Bengali Word বিদূরিত English definition [বিদূরিতো] (বিশেষণ) দূরীকৃত; দূরীকৃত; দূরীভূত; বিতাড়িত; বিমোচিত; দূরে ফেলে দেওয়া হয়েছে বা বিতাড়িত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+দূরিত}