ব পৃষ্ঠা ৭৪
- Bengali Word বিধুনন, বিধূনন English definition [বিধুনন্] (বিশেষ্য) কম্পন; সঞ্চালন (পক্ষ বিধূনন)। বিধ্বনিত, বিধূনিত (বিশেষণ) কম্পিত; আলোড়িত (তাই সুরে সুরে বিধুনিত করি অসীম অন্ধকার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধু/√ধূ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিধুন্তুদ English definition [বিধুন্তুদ্] (বিশেষ্য) চন্দ্রকে যে বেদনা দেয়; রাহু (বিদুন্তুদ আইল কিবা চন্দ্র গ্রাসিবার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বিধু+√তুদ্+অ(খশ্), ‘মু’ আগম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিধুর English definition [বিধুর্] (বিশেষণ) ১ কাতর (প্রেমে সে বিধুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ দুঃখিত; ক্লিষ্ট। ৩ বিকল; ভারাক্রান্ত (গন্ধ-বিধুর সমীরণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বিমূঢ়। ৫ ভীত; ত্রাসিত। বিধুরা (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভীতা; ত্রাসিতা (সেই ব্যথাবিধুরার কান্নার সুর বেজে উঠত-ইখঁ)। বিধুরতা (বিশেষ্য) কাতরতা (একি বিধুরতা হায়রে বিরহী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+ধুর; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিধূত English definition ⇒ বিধুত
- Bengali Word বিধূনন English definition ⇒ বিধুনন
- Bengali Word বিধৃত English definition [বিদ্ধৃতো] (বিশেষণ) ১ বিশেষভাবে ধরা বা গ্রহণ করা হয়েছে এমন; গৃহীত। ২ আশ্রিত; অবলম্বিত। ৩ আক্রমণ করা হয়েছে এমন; আক্রান্ত। ৪ অধিষ্ঠিত; অধিকৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধৃ+ত(ক্ত)}
- Bengali Word বিধেয় English definition [বিধেয়ো] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) উদ্দেশ্য সম্পর্কে যে বাক্যাংশে কিছু বলা হয়; ক্রিয়াপদ ও তার সঙ্গের শব্দসমূহ; predicate। ২ (দর্শন.) অজ্ঞাত বা অপরিজ্ঞাত বিষয়। □ (বিশেষণ) ১ উচিত; ন্যায়; সঙ্গত; বিধিসম্মত। ৩ করণীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+য(যৎ)}
- Bengali Word বিধেয়ক English definition [বিধেয়ক্] (বিশেষ্য) বিধান সভায় উপস্থাপিত আইনের বসড়া; bill। {(তৎসম বা সংস্কৃত) বিধেয়+ক}
- Bengali Word বিধ্বংস English definition [বিদ্ধঙ্শো] (বিশেষ্য) ১ সম্পূর্ণ ধ্বংস; বিনাশ; উৎখাত; বিলোপ। ২ ক্ষয়। বিধ্বংসিত; (বিশেষণ) ১ সম্পূর্ণরূপে ধ্বংসিত; ক্ষয়প্রাপ্ত। ২ বিনাশিত; বিনষ্ট; অপকৃত; ক্ষতিগ্রস্ত। বিধ্বংসী (বিশেষণ) ধ্বংসশীল; সম্পূর্ণরূপে ধ্বংসকারী। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধ্বন্স্+ত(ক্ত)}
- Bengali Word বিনত English definition [বিনতো] (বিশেষণ) ১ বিশেষরূপে নত; অবনত। ২ বিনয়ী; নম্র। ৩ প্রণত বিনতী১( স্ত্রীলিঙ্গ) । বিনতি (বিশেষ্য) ১ নম্রতা; বিনয়। ২ অনুনয়-বিনয়পূর্বক নিবেদন। ৩ প্রণতি। ৪ শিষ্টতা; সুশীলতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√নম্+ত(ক্ত)}
- Bengali Word বিনতা ২ English definition [বিনতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণোক্ত কশ্যপ মুনির পত্নী এবং অরুণ ও গরুড়ের মতো। বিনতা নন্দন (বিশেষ্য) কশ্যপ মুনির পত্নী বিনতার পুত্র অরুণ ও গরুড়। (বিশেষণ) বৈনতেয়। {(তৎসম বা সংস্কৃত) বিনত+আ(টাপ্)}
- Bengali Word বিননি, বিননী English definition ⇒ বিনুনি
- Bengali Word বিনম্র English definition [বিনম্ম্রো] (বিশেষণ) ১ অত্যন্ত নম্র (বিনম্র দীনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিনয়াবনত। ৩ কোমল; মৃদু। বিনম্রা( স্ত্রীলিঙ্গ) । বিনম্রতা (বিশেষ্য) অতিশয় নম্রতা। {(তৎসম বা সংস্কৃত) বি+নম্র}
- Bengali Word বিনশ্বর English definition [বিনশ্শর] (বিশেষণ) ধ্বংসশীল; অচিরস্থায়ী। অবিনশ্বর বিপরীতার্থক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) বি+নশ্বর}
- Bengali Word বিনষ্ট English definition [বিনশ্টো] বিন ১ ধ্বংসপ্রাপ্ত; বিনাশপ্রাপ্ত। ২ অতীত; গত। ৩ ক্ষয়িত। বিনষ্টি (বিশেষ্য) ধ্বংস (লভিলে না বিনষ্টির শেষ স্বর্গলোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+নষ্ট}
- Bengali Word বিনা English definition [বিনা] (অব্যয়) ব্যতীত; ভিন্ন; ব্যতিরেকে; ছাড়া (বিনা ওজরে সঙ্গে আসে ভালো-মুনীর চৌধুরী)। বিনা মেঘে বজ্রপাত (আলঙ্কারিক) সহসা অপ্রত্যাশিত ভয়ঙ্কর বিপদ। বিনা মেঘে বর্ষণ-অপ্রত্যাশিতভাবে বস্তু লাভ ((মদ্যযুগীয় বাংলা) , (ব্রজবুলি)) বিনি, বিনে, বিনু; (প্রাচীন বাংলা) বিন্ন। {(তৎসম বা সংস্কৃত) বিনা}
- Bengali Word বিনানো English definition [বিনানো] (ক্রিয়া) ১ বেণী প্রস্তুত করা। ২ উজিয়ে বেণীর মতোকরা। ৩ দীর্ঘ বিলাপ করা; বিস্তরিত খেদোক্তি করা (পতিশোখে রতি কাঁদে বিনাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) জড়িয়ে বেণীর মতো করা হয়েছে এমন। বিননিয়া, বিনানিয়া (মধ্যযুগীয় বাংলা) অসমাপিকা ক্রিয়া বিনুনি ক’রে। □ (বিশেষণ) বিনুনি যক্তা (বিনানিয়া বিনোদিয়া বেণীর শোভায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বেণীবন্ধন>; ক্রিয়ারূপ-বিনাই, বিনাও, বিনায়, বিনান, অসমাপিকা ক্রিয়া-বিনিয়ে, বিনাতে, বিনালে ইত্যাদি}
- Bengali Word বিনামা ১ English definition [বিনামা] (বিশেষণ) ১ নাম নেই এমন; নামহীন। ২ বেনামা। ৩ কল্পিত নামবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বি+নাম+ (বাংলা) আ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিনামা ২ English definition [বিনামা] (বিশেষ্য) জুতা; চর্মপাদুকা (একদিন পায়ের বিনামা পর্যন্ত ফেলিয়া আসিয়াছিলেন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বি+নাম+(বাংলা) আ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিনাশ English definition [বিনাশ্] (বিশেষ্য) বিলোপ। ২ উচ্ছেদ; উৎপাদন। ৩ ধ্বংস; নাশ। ৪ মৃ্ত্যু; মরণ। বিনাশক (বিশেষণ) বিনাশকারী; সংহারক; ঘাতক; বিনাশকরণ; ধ্বংসকারক; নাশসাধক; বিনাশকর। বিনাশন (বিশেষ্য) ১ বিনাশকরণ। ২ ধ্বংসকারক; নাশসাধক; বিনাশকর (বিঘ্ন বিনাশন)। বিনাশিত (বিশেষণ) বিনষ্ট বা বিনাশপ্রাপ্ত হয়েছে এমন; নিহত। বিনাশী (-শিন্) (বিশেষণ) ১ বিনাশক; বিনাশকারী। ২ নশ্বর; বিনাশশীল। বিনাশিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√নশ্+অ(ঘঞ্)}