ব পৃষ্ঠা ৭৫
- Bengali Word বিনায়ক English definition [বিনায়োক্] (বিশেষ্য) ১ গণনায়ক; হিন্দু দেবতা গণেশ। ২ বৌদ্ধধর্ম প্রচারক বুদ্ধদেব। ৩ গুরু; শিক্ষক। ৪ গরুড়। {(তৎসম বা সংস্কৃত) বি+√নী+অক(ণ্বুল্)}
- Bengali Word বিনি English definition ⇒ বিনা
- Bengali Word বিনিঃশেষ English definition [বিনিশ্শেম্] (বিশেষণ) নিঃশেষিত; সম্পূর্ণরূপে শেষ। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃশেষ}
- Bengali Word বিনিক্ষিপ্ত English definition [বিনিক্খিপ্তো] (বিশেষণ) ১ নিক্ষেপ করা হয়েছে এমন। ২ প্রক্ষিপ্ত। বিনিক্ষেপ বি। {(তৎসম বা সংস্কৃত) বি+নি+ক্ষিপ্ত}
- Bengali Word বিনিদ্র English definition [বিনিদ্দ্রো] (বিশেষণ) নিদ্রাহীন; জাগরিত; নিদ্রারহিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিদ্রা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিনিন্দিত English definition [বিনিন্দিতো] (বিশেষণ) বিশেষভাবে নিন্দিত; হীন করা হয়েছে এমন। বিনিন্দিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+ নিন্দিত}
- Bengali Word বিনিপাত English definition [বিনিপাত্] (বিশেষ্য) ১ বিশেষরূপে নিপাত; অধঃপাত; অধঃপতন। ২ মৃত্যু। ৩ দৈব; উৎপাত; দুঃখ; ক্লেশ। {(তৎসম বা সংস্কৃত) বি+নিপাত}
- Bengali Word বিনিবর্তন English definition [বিনিবর্তোন্] (বিশেষ্য) ১ ফিরে আসা বা যাওয়া; প্রত্যাবর্তন। ২ বিরতি। ৩ ফিরিয়ে আনা; ফেরানো। বিনিবর্তিত (বিশেষণ) নিরস্ত করা হয়েছে এমন; নিরস্তীকৃত। বিনিবৃত্ত (বিশেষণ) প্রত্যাবৃত্ত; ফিরেছে এমন; নিরস্ত হয়েছে এরূপ (বনবাস হইতে বিনিবৃত্ত হইলে অনুরাগ শতগুণে প্রগাঢ় হইয়া উঠে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+নিবর্তিত}
- Bengali Word বিনিবারিত English definition [বিনিবারিতো] (বিশেষণ) বিশেষ ভাবে বারণ করা হয়েছে এমন; নিষিদ্ধ। ২ বাধাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+নি+বারিত}
- Bengali Word বিনিবেশিত English definition [বিনিবেশিতো] (বিশেষণ) ১ সংস্থাপিত। ২ প্রবেশ করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+নি+বেশিত}
- Bengali Word বিনিমুক্ত English definition [বিনির্মুক্তো] (বিশেষণ) ১ বন্ধনযুক্ত। ২ উদ্ঘাটিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃ+মুক্ত}
- Bengali Word বিনিময় English definition [বিনিময়] (বিশেষ্য) ১ পরিবর্তন; বদল; বদলে দ্রব্য গ্রহণ। ২ প্রতিদান। {(তৎসম বা সংস্কৃত) বি+নি+√মি+অ(অচ্)}
- Bengali Word বিনিযুক্ত English definition [বিনিজুক্তো] (বিশেষণ) ১ বিনিয়োগ করা হয়েছে এমন; নিযুক্ত; নিয়োজিত। ২ প্রদত্ত; সমর্পিত; অর্পিত। ৩ প্রেরিত। (বিশেষ্য) যা খাটানো হয়েছে। বিনিযোক্তব্য (বিশেষণ) বিনিয়োগের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিযুক্ত}
- Bengali Word বিনির্গত English definition [বিনির্গতো] (বিশেষণ) নিষ্ক্রান্ত; বহির্গত; নিঃসৃত (অতি বিষম অভিসম্পাতবাক্য বিনির্গত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বিনির্গম, বিনির্গমন (বিশেষ্য) ১ নিঃসরণ। ২ বহির্গমন; নির্গমন; নিষ্ক্রমণ। {(তৎসম বা সংস্কৃত) বি+নির্গত}
- Bengali Word বিনির্জিত English definition [বিনির্জিতো] (বিশেষণ) পরাজিত। বিনির্জয় বি। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃ+জিত}
- Bengali Word বিনির্ণয় English definition [বিনির্নয়্] (বিশেষ্য) ১ নির্ধারণ; নিরূপণ; স্থিরকরণ। ২ বিচারপূর্বক ব্যবস্থাগ্রহণ; সিদ্ধান্ত; রোয়েদাদ; award। বিনির্ণীত (বিশেষণ) স্থিরীকৃত; বিশেষভাবে নির্ধারিত বা নিরূপিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নির্ণয়}
- Bengali Word বিনির্বৃত্ত English definition [বিনির্বৃত্তো] (বিশেষণ) ১ বিশেষভাবে নিবৃত্ত বা বিরত। ২ সমাপ্ত। ৩ সুখবঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃ+√বৃৎ+ত(ক্ত)}
- Bengali Word বিনিশ্চল English definition [বিনিশ্চল্] (বিশেষণ) সম্পূর্ণরূপে স্থির বা অচঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃ+√চল্+অ(অচ্)}
- Bengali Word বিনিশ্চয় English definition [বিনিশ্চয়] (বিশেষ্য) স্থির সিদ্ধান্ত; সম্যক নির্ধারণ; সন্দেহাতীত বা নিশ্চয়াত্মক সিদ্ধান্ত। বিনিশ্চিত (বিশেষ্য) অভ্রান্ত। □ (বিশেষণ) সন্দেহাতীতভাবে স্থিরীকৃত বা নির্ধারিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিঃ+√চি+অ(অচ্)}
- Bengali Word বিনিয়োগ English definition [বিনিয়োগ] (বিশেষ্য) ১ প্রদান; অর্পণ। ২ প্রেরণ। ৩ প্রয়োগ। ৪ আদেশ; অনুমতি। ৫ টাকা খাটানো। {(তৎসম বা সংস্কৃত) বি+নিয়োগ}