ব পৃষ্ঠা ৮
- Bengali Word বজর English definition ⇒ বজ্র।
- Bengali Word বজরা English definition [বজ্রা] (বিশেষ্য) ১ বৃহৎ নৌকাবিশেষ; ভড়। ২ ধনীদের ভ্রমণবিলাসের উপযোগী নৌকা; কাঠের কামরা ও ছাদযুক্ত বৃহৎ নৌকাবিশেষ। {(ইংরেজি) Barge}
- Bengali Word বজা আনা English definition [বজাআনা] (ক্রিয়া) সম্পন্ন করা; হাসিল করা (দেখা কৈল হজরতে বজা আনে খেদমতে গোলামের এ বড় ইনাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) বজালানা}
- Bengali Word বজা ১ English definition ⇒ বয়দা।
- Bengali Word বজা ২ English definition [বজা] (বিশেষণ) যথাযথ। □ (ক্রিয়াবিশেষণ) যথাস্থানে; কায়দা-মাফিক। {(ফারসি) বজা}
- Bengali Word বজাজ English definition [বজাজ্] (বিশেষ্য) কাপড়ের ব্যবসায়ী (কোন স্থানে পশ্চিমীয় বজাজেরা দোকান দিয়াছে-রাম)। {(ফারসি) বাজাজ}
- Bengali Word বজায় English definition [বজায়] (বিশেষণ) ১ কায়েম; বলবৎ; অক্ষুণ্ন; রক্ষিত (স্বজাতির হক্ রাখতে বজায় সইছে তারা নির্যাতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রতিষ্ঠিত (তিনি আমার যমকে বজায় করিয়া দেনদীনবন্ধু মিত্র)। {(ফারসি) বজা}
- Bengali Word বজী English definition ⇒ বজ্র
- Bengali Word বজ্জ, বজ্জর English definition ⇒ বজ্র
- Bengali Word বজ্জাত, বজ্জাৎ English definition [বজ্জাত্] (বিশেষ্য) চালাক; ধূর্ত; বদমাশ; দূর্বৃত্ত; দুষ্ট; দুর্জন; অসৎকর্মকার; মন্দ জন্মের লোক, অন্যের ক্ষতি করার মানসিকতাসম্পন্ন ব্যক্তি (লেড়কা… বেতমিজ ও বজ্জাত হল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর; তুমি বড় বজ্জাৎদীনবন্ধু মিত্র) বজ্জাতি (বিশেষ্য) বদমায়েশি; দুর্বৃত্তপনা; দুষ্টামি (জাতের নামে বজ্জাতি সব-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বদ্জাত}
- Bengali Word বজ্র, বজর (পদ্যে.), বজ্জর, বজ্জ (প্রাচীন বাংলা) English definition [বজ্রো, বজর্, বজ্জর্, বজ্জো] (বিশেষ্য) ১ বাজ; অশনি; কুলিশ; সশব্দে বিদ্যুৎ প্রকাশ (পিয়াস লাগিয়ো জলদ সেবিনু বজর পড়িয়া গেল-চণ্ডীদাস; বজ্জর পড়ুক চুতর্মুখের মাথায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ইন্দ্রের অস্ত্র। ৩ হীরক। ৪ (জ্যোশা.) মানবদেহে বজ্রসূচক x এরূপ চিহ্ন। ৫ শূন্যতা। ৬ প্রচণ্ড; নিদারুণ; অসহ্য (বুকে পৃষ্ঠে মারে দেবী বজ্র চাপড়-বিজয় গুপ্ত; করিয়া কৌতুকে ফুড়ে বজ্জ নখে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। (বিশেষণ) অত্যন্ত কঠিন; দৃঢ়। বজ্র আটুঁনি ফসকা গেরো ⇒ আঁটুনি। বজ্রকঠিন (বিশেষণ) বজ্রের মতো কঠিন, অত্যন্ত দৃঢ় (প্রভু আমায় বেঁধেছ যে বজ্রকঠিন ডোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রকণ্ঠ (বিশেষ্য), (বিশেষণ) বজ্রের শব্দের সঙ্গে তুলনীয় গম্ভীর ও জোরালো কণ্ঠ বা কন্ঠযুক্ত। বজ্রকীট (বিশেষ্য) ১ তীক্ষ্ম দন্তকীটবিশেষ। বজ্রকুল; বাউল; বজ্রী; বৌদ্ধ তন্ত্রসাধক সম্প্রদায়। ২ দন্তহীন দীর্ঘজিহব কীটভুক স্তন্যপায়ী আঁশযুক্ত জীববিশেষ; pangolin। বজ্রগম্ভীর (বিশেষণ) বজ্র শব্দের মতো গম্ভীর। বজ্রগর্ভ (বিশেষণ) গুরুগম্ভীর (বজ্রগর্ভ মেঘের মত ধীর শান্ত গতিতে নিজ নিজ পথে চলে গেল-কাজী নজরুল ইসলাম)। বজ্রচিহ্ন (বিশেষ্য) x এইরূপ চিহ্ন। বজ্রধর, বজ্রপাণি, বজ্রী (বিশেষ্য) ইন্দ্র (জীমূতবাহন বজ্রী ভীম বজ্র করে-মাইকেল মধুসূদন দত্ত)। বজ্রধ্বনি, বজ্রনাদ, বজ্রনির্ঘোষ (বিশেষ্য) বজ্রপাতের শব্দ। বজ্রনখ (বিশেষ্য) তীক্ষ্ণনখ (বজ্রনখ দিয়া শিব জোনি ছেদ কৈল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বজ্রপাত (বিশেষ্য) বাজপড়া; বজ্রের পতন। বজ্রবাঁটুল (বিশেষ্য) বেঁটে অথচ শক্তিসামর্থ্যে সমৃদ্ধ। বজ্রমণি (বিশেষ্য) হীরা (হীরক থাকে বল বজ্রমণি সে বজ্রের মতো দুর্জয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রমুষ্টি (বিশেষ্য) অত্যন্ত দৃঢ় (বজ্রমুষ্টিতে তার হাত ধরে টেনে নিয়ে গেলুম গেটের বাইরে-জয়া)। বজ্রযান (বিশেষ্য) তান্ত্রিক বৌদ্ধ মতবিশেষ; শূন্যতাযান। বজ্রলেপ (বিশেষ্য) দুর্ভেদ্য প্রলেপবিশেষ; পারদাদি জ্বাল দেবার সময়ে যে দুর্ভেদ্য আবরণ ব্যবহার করা হয়। বজ্রলেপনময় (বিশেষণ) দুর্ভেদ্য (নিঃসন্দেহ রামের হৃদয় বজ্রলেপময়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বজ্রশলাকা (বিশেষ্য) বজ্রপাতজনিত ধ্বংস থেকে রক্ষার জন্য ছাদে বা সৌধচূড়ায় লৌহশলাকা স্থাপন করা হয়; lightning conductor। বজ্রশায়ক (বিশেষ্য) বজ্রতুল্য দৃঢ় তীর বা বাণ (সজল আকাশে উঠিয়াছি তাই বজ্রশায়ক ইন্দ্রচাপ-কাজী নজরুল ইসলাম)। বজ্রাগ্নি (বিশেষ্য) বিদ্যুৎ (মার্জনা তোমার গর্জমান বজ্রাগ্নি শিখায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রাঘাত (বিশেষ্য) ১ বাজপড়া; অশনিসম্পাত; বজ্রপতন। ২ (আলঙ্কারিক) আকস্মিকভাবে প্রাপ্ত অতি আঘাত (বিনা মেঘে বজ্রাঘাত)। বজ্রাদপি (ক্রিয়াবিশেষণ) বজ্র থেকেও অধিক (তাহারা অন্যায় অসত্যের প্রতি বজ্রাদপি কঠোর-ইসমাইল হোসেন শিরাজী)। বজ্রাসন (বিশেষ্য) যোগের এক প্রকার আসন। বজ্রাহত (বিশেষণ) ১ বজ্রাঘাতপ্রাপ্ত। ২ অপ্রত্যাশিত শোক বা আঘাত পেয়ে ব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) √বজ্+র(রন্)}
- Bengali Word বঞ্চক English definition ⇒ বঞ্চন২
- Bengali Word বঞ্চন ১ (প্রাচীন বাংলা) English definition [বন্চন্] (বিশেষ্য) অতিবাহন; যাপন; ক্ষেপণ (তান সঙ্গে বহুদিন করিল বঞ্চন-শ্রীন)। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্+অন(ল্যুট্)}
- Bengali Word বঞ্চন ২, বঞ্চনা English definition [বন্চন্, বনচোনা] (বিশেষ্য) প্রতারণা; শঠতা; শঠ্য; ঠকামি। বঞ্চক (বিশেষ্য), (বিশেষণ) প্রতারক; ঠক; শঠ; বঞ্চনাকারী। বঞ্চিত (বিশেষণ) ১ বঞ্চনা করা হয়েছে এমন; প্রতারিত। ২ শূন্য; বিহীন; বিরহিত। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্+অন(ল্যুট্),+আ(টাপ্)}
- Bengali Word বঞ্চব (ব্রজবুলি) English definition [বন্চবো] (ক্রিয়া) অতিবাহিত করব (বঞ্চব ইহ দিন রজনী-বিদ্যাপতি)। বঞ্চনি (প্রাচীন বাংলা) (ক্রিয়া) কাটানি। বঞ্চিমো (প্রাচীন বাংলা) (ক্রিয়া) কাটাব। বঞ্চিলোঁ (প্রাচীন বাংলা) (ক্রিয়া) ১ যাপন করলাম। ২ কাটালাম। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্>}
- Bengali Word বঞ্চহ (প্রাচীন বাংলা) English definition [বন্চহ্] (ক্রিয়া) ১ ব্যর্থ বা নিস্ফল করো; বৃথা অতিবাহিত করো (বঞ্চহ রাধা প্রথম যৌবনে-বড়ু চণ্ডীদাস)। ২ ভোগ বা উপভোগ কর (বঞ্চহ রজনী)। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্>}
- Bengali Word বঞ্চা English definition [বন্চা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) প্রতারিত করা। ২ বিরহিত করা; বিহীন বা শূন্য করা। ৩ অতিবাহন করা; যাপন করা (বঞ্চএ মৃতের প্রায়-দৌলত উজির বাহরাম খান)। ৪ বাস করা (আমি বঞ্চি একাকিনী-চণ্ডীদাস)। ৫ উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চি+(বাংলা) আ}
- Bengali Word বঞ্চিত English definition ⇒বঞ্চন২
- Bengali Word বঞ্চুক English definition [বোন্চুক্] (বিশেষণ) প্রতারণা বা বঞ্চনাকারী। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্+উক}
- Bengali Word বঞ্চে (প্রাচীন বাংলা) English definition [বন্চে] (ক্রিয়া) বঞ্চনা করে; অতিবাহিত করে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্>}