ব পৃষ্ঠা ৯
- Bengali Word বঞ্জুল English definition [বোন্জুল্] (বিশেষ্য) ১ অশোক বৃক্ষ বা তার ফুল (চাহিয়া বঞ্জুল বনে কী জানি পড়িবে মনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্থলপদ্ম। ৩ পক্ষীবিশেষ। ৪ বেত; বেতস (নিবাস তব বঞ্জুল মঞ্জুলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্+উল(উলচ্)}
- Bengali Word বট ১ English definition [বট্] (বিশেষ্য) ১ দীর্ঘজীবী বৃক্ষবিশেষ; ন্যগ্রোধ (বৃদ্ধ এ বট, শূন্য বুকেতে কত কি যে কথা-জসীমউদ্দীন)। ২ মূল্য; দাম (ঔষধ খেয়ে, ভাল যে হয়ে বট দিও তবে পাছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বট্+অ(অচ্)}
- Bengali Word বট ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বট] (ক্রিয়া) হও (একা দেখি কুলবধূ কে বট আপনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>(প্রাকৃত) √বট্ট>(বাংলা) √বট}
- Bengali Word বট ৩ English definition [বট] (বিশেষ্য) জবাইকরা গরু-ছাগলের আঁতড়ি বা নাড়ি। {আঞ্চলিক}
- Bengali Word বট ৪ (মধ্যযুগীয় বাংলা) English definition [বট] (বিশেষণ) ১ নির্বোধ; মূঢ়। ২ মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) বাট>(প্রাকৃত) বটি>}
- Bengali Word বটক English definition [বটোক্] (বিশেষ্য) ১ বড়া। ২ বড়ি। ৩ কড়ি। ৪ এক তোলা ওজন। {(তৎসম বা সংস্কৃত) বট+ক(কন্)}
- Bengali Word বটকিরি, বটখিরি, বৈঠকিরি English definition [বোট্কিরি, বোট্খিরি, বোইঠ্কিরি] (বিশেষ্য) ১ উপহাস। (বিশেষণ) মজলিসি রঙ্গ রসিকতা। {(তৎসম বা সংস্কৃত) বর্কর>; বৈঠক+ই>}
- Bengali Word বটকেরা, বটখেরা English definition [বট্কেরা, বট্খেরা] (বিশেষ্য) ঠাট্টা-তামাশা; হাসি-ঠাট্টা; রংতামাশা।
- Bengali Word বটব্যাল English definition [বটোব্ব্যাল্] (বিশেষ্য) ব্রাহ্মণের উপাধিবিশেষ (একটি প্রাচীন স্থাননাম থেকে এই পদবির জন্ম)। {(তৎসম বা সংস্কৃত) বটব্যাল}
- Bengali Word বটা English definition [বটা] (ক্রিয়া) হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্>(প্রাকৃত) বট্ট>(বাংলা) বট+আ}
- Bengali Word বটানি English definition ⇒ বোটানি
- Bengali Word বটি English definition [বোটি] (ক্রিয়া) হই। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>(প্রাকৃত) √বট্ট>(বাংলা) বট+ই}
- Bengali Word বটিকা, বটী English definition [বোটিকা, বোটি] (বিশেষ্য) ১ বড়ি; গুটি; গুলি। ২ টুকরা; খণ্ড (নহে তোর মাংস আজি বটী বটী করি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) বটক+আ(টাপ্)}
- Bengali Word বটিস English definition [বোটিশ্] (ক্রিয়া) হস। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>বট্>}
- Bengali Word বটী English definition ⇒ বটিকা
- Bengali Word বটু, বটুক English definition [বোটু, বোটুক্] (বিশেষ্য) ব্রাহ্মণজাতীয় বালক (আমরা তিন বটু তেতালার ঘরে তিন দিনের জন্য আবদ্ধ হইলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বট্+উ; (তৎসম বা সংস্কৃত) বটু+ক(কন্)}
- Bengali Word বটুয়া English definition [বোটুয়া] (বিশেষ্য) কাপড়ের তৈরি এক প্রকার থলে। {(তৎসম বা সংস্কৃত) বট=শণসূত্র; ও. বটুয়া}
- Bengali Word বটে ১ English definition [বটে] (অব্যয়) ১ সত্যই, প্রকৃতই (হ্যাঁ একজন জ্ঞানী বটে)। ২ তাই নাকি-বিস্ময় বা সংশয় সূচক প্রশ্নে (বটে, এত সাহস)। ৩ শাসনে, ভীতি প্রদর্শনে কিংবা ব্যঙ্গ বিদ্রূপে প্রযুক্ত (বটে, এত স্পর্ধা?)। ৪ ব্যঙ্গ-বিদ্রূপে (বীর বটে, যোদ্ধা বটে)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>(প্রাকৃত) বট্ট> (বাংলা) বট+এ}
- Bengali Word বটে ২ English definition [বটে] (ক্রিয়া) হয়; সত্য হয় (যা রটে তা বটে-প্রবাদ)। বটেন (ক্রিয়া) হন (আমি জিজ্ঞাসা করলুম, লোকটি কে বটেন?-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>প্রা.√বট্ট>(বাংলা) বট}
- Bengali Word বটেক (প্রাচীন বাংলা) English definition [বটেক্] (বিশেষ্য) এক কড়া (দরে নাহি বাড়ে এক বট-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; চার কাকে বটেক জানি। তিন ক্রান্তি বট বাখানি-শুভঙ্কর)। □ (বিশেষণ) অতি তুচ্ছ। {√বট্+এক}