ব পৃষ্ঠা ১০
- Bengali Word বটেন English definition ⇒ বটে২
- Bengali Word বটের English definition [বটের্] (বিশেষ্য) তিতিরজাতীয় পাখি; ভাটই পাখি; লাব। {(তৎসম বা সংস্কৃত) বর্তক>}
- Bengali Word বট্ঠাকুর English definition [বট্ঠাকুর] (বিশেষ্য) ভাশুর; স্বামীর বড় ভাই। {বড়>বড> বট+ঠাকুর}
- Bengali Word বডি English definition ⇒ বডিস
- Bengali Word বডিস, বডি, বডী English definition [বোডিস্, বোডি, বোডি] (বিশেষ্য) স্ত্রীলোকের জামা বা অন্তর্বাস বিশেষ, কাঁচুল্লি (আরসীল নিকটে গিয়া গায়ের বড়ীটি ভাল করিয়া কসিয়া বান্ধিলেন-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) Bodice}
- Bengali Word বড্ড English definition [বড্ডো] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ১ বড়; বৃহৎ; বিশাল; অতিশয়; অত্যন্ত; খুব (বড্ড অভাব; বড্ড ভালো; বড্ড ভালোবাসি)। ২ অপ্রয়োজনীয়; বাজে (আহা, হাহলে বড্ডই তো অন্যায় হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) বড্র>(প্রাকৃত) বড্ড}
- Bengali Word বণিক English definition [বোনিক্] (বিশেষ্য) সওদাগর; বেনে; ব্যবসায়ী; ক্রয়-বিক্রয়কারী। (স্ত্রীলিঙ্গ) বণিকিনী (নাগর আপনি হৈলা বনিকিনী কৌতুক করিয়া মনে-চণ্ডীদাস)। বণিকবৃত্তি (বিশেষ্য) ১ ব্যবসায়; বাণিজ্যে; সওদাগরি। ২ সর্ববিষয়ে কেবল টাকা পয়সা বা লাভ-লোকসান খতিয়ে দেখার মনোবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) √বণ্+ইজ্(ইজি)>বণিজ, ১মা একব}
- Bengali Word বণিজ, বণিজার English definition ⇒ বণিতা
- Bengali Word বণ্টক English definition ⇒ বন্টন
- Bengali Word বণ্ড, বণ্ডা English definition [বন্ডো, বন্ডা] (বিশেষ্য) ১ লেজশূন্য; বেঁটে; বেঁড়ে। ২ শিশ্ন। {(তৎসম বা সংস্কৃত) বণ্ড (ছিন্নত্বক)>}
- Bengali Word বতক English definition [বতক্] (বিশেষ্য) জমিতে ফসল বোনার উপযুক্ত সময; জো, বীজ বপনের মতো জমির অবস্থা (এখন চৈতালি আর আউসের বতরে যদি আল্লার দয়া হয়, তবেই যে রক্ষা-কাজী আবদুল ওদুদ)। {আঞ্চলিক}
- Bengali Word বতান (প্রাচীন বাংলা) English definition [বতান্] (ক্রিয়া) বলা; কথা (গুরু যাহা বতাইবে-গোবিন্দগীত)। {(তুলনীয়) (হিন্দি) বতানা}
- Bengali Word বতারিখ English definition [বতারিখ্] (ক্রিয়াবিশেষণ) তারিখ অনুযায়ী বা অনুসারে; তারিখে। {(ফারসি) ব-তারীখ}
- Bengali Word বত্ত English definition [বত্তো] (ক্রিয়া) (মধ্যযুগীয় বাংলা) বেঁচে থাকা। বেঁচে বত্তে থাকা (ক্রিয়া) বেঁচে থাকা। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>(প্রাকৃত) বত্ত}
- Bengali Word বত্ম English definition [বর্তোঁ] (বিশেষ্য) ১ পথ; রাস্তা। ২ আচার। ৩ (আলঙ্কারিক) উপায়। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্+মন্(মনিন্)}
- Bengali Word বত্রিশ English definition [বোত্ত্রিশ্] (বিশেষ্য) ১ ৩২ সংখ্যা। □ (বিশেষণ) ৩২ সংখ্যক। বত্রিশ নাড়ি ছেঁড়া ধন (বিশেষণ) প্রিয় সন্তান। বত্রিশে (বিশেষণ) বত্রিশের পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বাত্রিংশৎ>}
- Bengali Word বদ English definition [বদ্] (বিশেষণ) ১ মন্দ; খারাপ (বদলোক)। ২ রুক্ষ; কর্কশ (বদমেজাজ)। ৩ অসৎদ অসাধু; দুষ্ট (বদখেয়াল)। ৪ অন্যায়; অন্যায্য; অনুচিত (বদরাগী)। ৫ দূষিত; জীবাণুযুক্ত বা রোগগ্রস্ত (বদরক্ত)। ৬ অন্য; ভিন্ন (বদ রঙের তাস)। বদকথা (বিশেষ্য) কুকথা; খারাপ কথা (বদকথা যত বাড়াবাড়ি হয় ততই বেড়ে উঠে-মীর মশাররফ হোসেন)। বদকাম (বিশেষ্য) কুকর্ম; অপকর্ম; ব্যভিচার (করিলাম বদ্কাম বদ্নাম শেষে-ভারতচন্দ্র রায়গুণাকর)। বদকার (বিশেষণ) কুক্রিয়াশীল; ককর্মে রত এমন। □ (বিশেষ্য) কুকর্ম; খারাপ কাজ; ব্যভিচারী (মনে পড়ে শুধু অসংখ্য বদকার-ফররুখ আহমদ)। বদকারী বি। বদখত, বদখদ (বিশেষণ) ১ বিশ্রী (ঐসব বদখত মূর্তি টাঙিয়ে দিয়েছি-মনোজ বসু; ফরাসী মাষ্টার্ডে বদ্খদ্ মিষ্টি মিষ্টি ভাব-সৈয়দ মুজতবা আলী)। ২ (হাতের লেখা) খারাপ এমন। ৩ বেয়াড়া; দুষ্ট; অবাধ্য; অসৎ। বদখাসলত (বিশেষ্য) কু-অভ্যাস; খারাপ রীতিনীতি; খারাপ স্বভাব। বদখেয়াল (বিশেষ্য) ১ খারাপ অভিপ্রায়; কুপ্রবৃত্তি (পাহাড় ডিঙোবার বদখেয়াল হয়েছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ খারাপ আচরণ; কুনীতি। বদখেয়ালি বিণ। বদজবান, বদজোবান (বিশেষ্য) কুবাক্য; অশিষ্ট কথা; গালাগালি (অভদ্রোচিত, বদ্জবান, লাজবান, যা কখনও শুনি নাই-মীর মশাররফ হোসেন; রাগিলেই বদজোবান আরম্ভ করিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বদদোয়া (বিশেষ্য) অভিশাপ; অপরের অনিষ্টের জন্য যে দোয়া। বদনসিব (বিশেষ্য) ১ দুর্ভাগ্য; মন্দভাগ্য (দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখ হবে বদনসিব?-কাজী নজরুল ইসলাম)। বদনাম (বিশেষ্য) দুর্নাম; অখ্যাতি; অপযশ; নিন্দা (না বুঝিয়া করে কাম শেষে হয বদনাম-মীর মশাররফ হোসেন)। বদনিয়ত (বিশেষ্য) অসদভিপ্রায়; দুরভিসন্ধি। (বিশেষণ) উদ্দেশ্য খারাপ এমন। বদফাল (বিশেষ্য) দুর্ভাগ্যের চিহ্ন (সারা গায়ে জাগে কলুষিত বদফাল-ফররুখ আহমদ)। বদবখ্ত (বিশেষ্য) দুর্ভাগ্য; মন্দভাগ্য (হিন্দের বদ্বখত-কাজী নজরুল ইসলাম) □ (বিশেষণ) দুর্ভাগা; হতভাগা। বদবখতি (বিশেষ্য) ১ দুর্ভাগ্য; ভাগ্যহীনা। ২ দুঃসময়। বদবু, বদবো (বিশেষ্য) দুর্গন্ধ; খারাপ গন্ধ (তখন ময়লা কাঁথার ভুটকা বদবুতে তাঁর বমি আসিবার উপক্রম হইল-আবুল মনসুর আহমদ)। বদভ্যাস (বিশেষ্য) খারাপ অভ্যাস (এটা কিন্তু হরিপদর ভারি বদভ্যাস-সুকুমার রায়)। বদমতলব (বিশেষ্য) খারাপ উদ্দেশ্য (কোনো বদমতলব নাই তো?-কবি মঈনুদ্দীন)। বদমাশ, বদমাইশ, বদমায়েশ (বিশেষণ) ১ অসচ্চরিত্র; ইন্দ্রিয়পরায়ণ (ওটা একটা বদমাস, তোমাকে ভেবেছে বস্তির ঝি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ দুষ্ট; দুর্বৃত্ত (বেটা যেরূপ বদমায়েশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। বদমাশি, বদমায়েশি, বদমাইশি (বিশেষ্য) ১ চরিত্রহীনতা, অসচ্চরিত্রতা; ইন্দ্রিয়-সেবা। ২ দুষ্টামি;অপকর্ম (ইতিহাস এরূপ অনেক প্রকার বদমাইসি করিয়া থাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বদমেজাজ (বিশেষ্য) উগ্র মেজাজ; রুক্ষ স্বভাব। বদমেজাজি (বিশেষ্য), (বিশেষণ) মেজাজ খুব উগ্র; রগটচা; সহজে চটে যায় এমন। বদরং, বদরঙ (বিশেষ্য) ১ খারাপ রং; ফিকে রং। ২ বিবর্ণ বা বেরং তাস। বদরক্ত (বিশেষ্য) ১ দূষিত রক্ত। ২ (আলঙ্কারিক) হীনবংশ। বদরসিক (বিশেষণ) রসজ্ঞানহীন; তাৎপর্য জানে না বা বুঝতে পারে না এমন (বদরসিক সঙ্গীরা এত উজান ঠেলতে রাজী নন-মনোজ বসু)। বদরাগ (বিশেষ্য) অন্যায় বা অন্যায্য ক্রোধ। বদরাগী (বিশেষণ) কোপন-স্বভাব; রগচটা; অল্পতে রেগে যায় এমন। বদরীতি (বিশেষ্য) খারাপ নিয়ম; কুরীতি (রূপের তরে হানাহানি তার চেয়ে কি বদ্রীতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। বদরুচি (বিশেষ্য) কুরুচি; নিম্নস্তরের রুচি। □ (বিশেষণ) কুরুচিসম্পন্ন; পছন্দসই নয় এমন (এমন বে-শরম বদরুচি পোষাক দেখতে পাইনি-মনোজ বসু)। বদরোখা (বিশেষ্য) কোপনস্বভাব; রুক্ষ মেজাজ (মাগী ত বড় বদ্রোকা-মীর মশাররফ হোসেন)। বদসলা, বদশলা (বিশেষ্য) কুপরামর্শ (তারই বদ্সলা, বদ্ পরামর্শতেই বিবাদ নিষ্পত্তি হচ্ছে না-মীর মশাররফ হোসেন)। বদসুরত, বদছুরত (বিশেষণ) কুৎসিত; বিশ্রী (মেয়েটি আমার বড় বদছুরত-মুফাখখারুল ইসলাম)। বদহজম (বিশেষ্য) পরিপাক ক্রিয়ার গোলমাল। বদহজমি (বিশেষ্য) অজীর্ণ রোগ। বদহাল (বিশেষ্য) দুরবস্থা; খারাপ অবস্থা; সঙ্কটজনক অবস্থা (নাজেহাল বদহাল করে একেবারে গঙ্গা পার করে দেওয়া তাঁর ইচ্ছা-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বদ্}
- Bengali Word বদন English definition [বদোন্] (বিশেষ্য) ১ মুখ (বদনে রদন লড়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মুখমণ্ডল; আনন (বদনে উদএ হইছে… ধার-সৈয়দ মুজতবা আলী; গোরের উপরে তবে রাখিয়া বদন-দৌলত উজির বাহরাম খান)। ৩ মুখগহবর। বদনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বদন বা মুখবিশিষ্ট (মলিনবদনা মরি মিহির বিরহে-মাইকেল মধুসূদন দত্ত)। বদন-ইন্দু, বদন-চন্দ্রমা (বিশেষ্য) চন্দ্রমুখ; চাঁদের মতো বদন। বদন মদিরা, বদনামৃত (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) থুথু। {(তৎসম বা সংস্কৃত) বদ+অন(ল্যুট্)}
- Bengali Word বদনা English definition [বদ্না] (বিশেষ্য) নল ও প্রশস্ত মুখবিশিষ্ট জলপাত্র বিশেষ; ধাতু বা মাটির ঘটিবিশেষ (বদনায় ধুয়ে সাফ করে নিলেন-মীর মশাররফ হোসেন)। বদনা বিয়ে (বিশেষ্য) বৃষ্টি আনার জন্য গীত গান (আমরা তখন কুমারী মেয়েরা বদনা বিয়ের গানে। সারা মাঠখানি ভরিয়া দিতাম বাদল বিরহী তানে-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনী>; (হিন্দি) বধনা>}
- Bengali Word বদর ১, বদরিকা, বদরী English definition [বদোর্, বদোরিকা, বদোরি] (বিশেষ্য) কুলগাছ বা তার ফল (মিষ্ট কিছু আনিহ বদর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+অর(অরচ্)+ক(কন্)+আ(টাপ্),+ঈ(ঙীষ্)}