ব পৃষ্ঠা ১১
- Bengali Word বদর ২ English definition [বদোর্] (বিশেষ্য) ১ পীরবিশেষ-মুসলমান মাঝি মাল্লারা নির্বিঘ্ন জলযাত্রার কামনা করে যাঁর নাম স্মরণ করে। ২ পূর্ণচন্দ্র। {(আরবি) বদ্র্}
- Bengali Word বদরিকা English definition ⇒ বদর১
- Bengali Word বদরিকাশ্রম English definition [বদোরিকাস্স্রম] (বিশেষ্য) হিমালয়স্থ হিন্দুতীর্থ। {(তৎসম বা সংস্কৃত) বদরিকা+আশ্রম}
- Bengali Word বদরিনাথ English definition [বোদ্রিনাথ্] (বিশেষ্য) বদরি শৈলের তীর্থপতি দেববিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) বদরী+নাথ; ৬ তৎ}
- Bengali Word বদরী English definition ⇒ বদর১
- Bengali Word বদল English definition [বদোল্] (বিশেষ্য) ১ পরবর্তন; বিনিময় (মোর পরমায়ু লৈয়া চিরদিন থাক জিয়া, আমি মরি তোমার বদলে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ পরিবর্তন (ভোল বদল; রং বদল)। বদলানো (ক্রিয়া) ১ পরিবর্তন করা (বদলিয়া মাল পুনহি মুঝে দেল-বিদ্যাপতি)। ২ পরিবর্তিত হওয়া (লোকটার স্বভাব বদলে গেছে)। ২ বিনিময় করা (মালা বদলানো)। বদলাবদলি (বিশেষ্য) পরস্পর বিনিময়; অদলবদল। বদলি, বদলী (বিশেষ্য) ১ বিনিময়; পরিবর্তন। ২ স্থানান্তরে নিয়োগ; এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে নিয়োগ (বদলি হওয়া)। □ (বিশেষণ) ১ প্রতিনিধি। ২ অন্য কর্মস্থানে নিযুক্ত। ৩ অন্যের পরিবর্তে সাময়িক ভাবে নিযুক্ত। {(আরবি) বদল}
- Bengali Word বদল ১ English definition ⇒ বল
- Bengali Word বদস্ত English definition [বদস্ত] ক্রিবিণি ১ হাত দিয়ে। ২ হাতে হাতে। {(ফারসি) ব-দন্ত}
- Bengali Word বদস্তুর English definition [বদোস্তুর্] (ক্রিয়াবিশেষণ) যথারীতি, যথানিয়ম; নিয়মানুসারে (কাননগো দপ্তর সাবেক বদস্তুর আমাদের খুড়া মহাশয়ের-রাম)। {(ফারসি) বদস্তুর}
- Bengali Word বদা ১ English definition ⇒ বয়দা
- Bengali Word বদা ২ English definition [বদা] (ক্রিয়া) বাজি রাখা (শুনিয়া স্বামীর পদে রাজার রমণী বাদে-রজনীকান্ত সেন)। {(হিন্দি) বদ্না}
- Bengali Word বদান্য English definition [বদান্নো] (বিশেষণ) ১ দানশীল; দাতা; উদার (তিনি অতি বদান্য পুরুষ ছিলেন-শেখ আবদুর রহিম)। ২ মধুরভাষী; প্রিয়ভাষী। ৩ সুবক্তা। বদান্যতা বি.। {(তৎসম বা সংস্কৃত) বদ্+আন্য}
- Bengali Word বদাবদ (মধ্যযুগীয় বাংলা) English definition [বদাবদ্] (বিশেষ্য) তর্কবিতর্ক; শাস্ত্র ইত্যাদি নিয়ে বচসা (প্রভুর সহিত কার হৈল বদাবদ-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) বদ্+অ(অচ্)+বদ্+অ(অচ্), আ(আক্) আগম}
- Bengali Word বদি, বদী English definition [বোদি] (বিশেষণ) ১ মন্দ; খারাপ; অহিত (নেকী-বদী কাম যত জীবনের লিখিয়া রাখিছ অঙ্ক কষি-জসীমউদ্দীন)। ২ মন্দ বা খারাপ কাজ করে এমন; পাপী। নেকি বিপরীতার্থক শব্দ। {(ফারসি) বদী}
- Bengali Word বদিয়াতি, বেদাতি English definition [বোদিয়োতি, বেদাতি] (বিশেষ্য) মন্দকাজ; অন্যায় কাজ ও অনিষ্টকর কাজ। (একে দুঃস্বপ্ন তার দেবতার এই বদিয়তী-কেদারনাথ মজুমদার)। {(আরবি) বিদাত্}
- Bengali Word বদী English definition ⇒ বদি
- Bengali Word বদৌলতে English definition [বদোউলতে] (অব্যয়) জন্য; কৃপায় (ভাওয়াইয়া গান আব্বাসউদ্দীনের বদৌলতে আজ সারা দেশে সমাদৃত-ছদরুদ্দীন)। {(আরবি) বদৌলত; (ফারসি) (বদৌলতে-অশুদ্ধ প্রয়োগ)}
- Bengali Word বদ্দি English definition ⇒ বৈদ্য
- Bengali Word বদ্দু English definition [বোদ্দু] (বিশেষ্য) মরুবাসী বেদুইন (তুলেছে তোমার বদ্দু আকাশ মরুপ্রান্তরে খিমা-ফররুখ আহমদ)। {(ফারসি) বদ্দু}
- Bengali Word বদ্ধ English definition [বদ্ধো] (বিশেষ্য) বাঁধা; আবদ্ধ; বাঁধানো (প্রতিজ্ঞাবদ্ধ)। □ (বিশেষণ) ১ রুদ্ধ; বন্ধ (বন্ধ করা)। ২ অবরুদ্ধ; গতিহীন (বদ্ধপুকুর, বদ্ধস্রোত)। ৩ বন্দী; আটক (পিঞ্জিরাবদ্ধ)। ৪ যুক্ত; একত্রিত (বদ্ধাঞ্জলি)। ৫ ন্যস্ত; স্থির (বদ্ধদৃষ্টি)। ৬ বিন্যস্ত; একের পর এক সজ্জিত বা স্থাপিত (শ্রেণিবদ্ধ)। ৭ দৃঢ় ও অনমনীয় (বদ্ধ ধারণা)। ৮ নিরেট; সম্পূর্ণ (বদ্ধপাগল)। বদ্ধকালা (বিশেষণ) কানে কিছুই শুনতে পায় না এমন। বদ্ধচিত্ত (বিশেষণ) চিত্ত কোনো কিছুতে আকৃষ্ট বা স্থির হয়েছে এমন। বদ্ধজীব (বিশেষণ) সংসারচক্রে আবদ্ধ; সংসারে অত্যাসক্ত। বদ্ধদৃষ্টি (বিশেষ্য) স্থির বা অপলক দৃষ্টি; অনিমেষ লক্ষ্য। □ (বিশেষণ) স্থির দৃষ্টি সম্পন্ন; অপলকদৃষ্টিতে চেয়ে আছে এমন। বদ্ধপরিকর (বিশেষণ) ১ (আলঙ্কারিক) কোমর বেঁধেছে এমন। ২ দৃঢ়সংকল্প; কোনো কাজ করার জন্য কোমর বেঁধে লেগেছে এমন। বদ্ধ পাগল (বিশেষণ) সম্পূর্ণ পাগল। বদ্ধমুষ্টি (বিশেষণ) ১ দৃঢ়মুষ্টি; মুষ্টিবদ্ধ করেছে এমন। ২ কৃপণ। বদ্ধমূল (বিশেষণ) ১ মূল বা শিকড় মাটিতে দৃঢ়রূপে প্রোথিত আছে এমন। ২ দৃঢ়; অনড় (সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বদ্ধাঞ্জলি (বিশেষণ) যুক্তকর; হাত জোড় করেছে এমন; জোড়হস্ত। {(তৎসম বা সংস্কৃত) √বধ্+ত(ক্ত)}