ব পৃষ্ঠা ৯৭
- Bengali Word বীবর English definition [বিবর্] (বিশেষ্য) উত্তর আমেরিকার মূষিকজাতীয় উভচর চতুষ্পদ জন্তুবিশেষ। {(ইংরেজি) beaver}
- Bengali Word বীভৎস English definition [বিভত্শো] (বিশেষণ) ১ অতিশয় কদর্য; ঘৃণ্য; বিকৃত (আয়নায় নিজের মুখ দেখেছি বীভৎস-রাজিয়া খান)। ২ পাপাত্মা; পাপী। □ (বিশেষ্য) ঘৃণা বা জুগপ্সা উৎপাদক রস। বীভৎসতা (বিশেষ্য) কদর্যতা। {(তৎসম বা সংস্কৃত) √বধ্+স(সন্)+অ(ঘঞ্)}
- Bengali Word বীম English definition ⇒ বিম
- Bengali Word বীমা English definition ⇒ বিমা
- Bengali Word বীর English definition [বির্] (বিশেষ্য) ১ বলবীর্যশালী পুরুষ। ২ কাব্যের রসবিশেষ। ৩ বীর্যবান; বলবান; শূর; সাহসী; শক্তিমান। □ (বিশেষণ) ১ তেজস্বী। ২ শ্রেষ্ঠ; প্রধান। ৩ যুদ্ধকুশল; রণনিপুণ। বীরত্ব বি। বীরকুঞ্জর (বিশেষ্য) বীরপ্রধান; শূরশ্রেষ্ঠ (পশিল বীরকুঞ্জর-মাইকেল মধুসূদন দত্ত)।বীরকুলর্ষভ (বিশেষ্য) শূরশ্রেষ্ঠ (অভিমানে মহামানী বীরকুলর্ষভ-মাইকেল মধুসূদন দত্ত)। বীরধর্ম (বিশেষ্য) বীরের ধর্ম; বীরোচিত কাজ (বীরপুরুষ পদে পদে বীর ধর্ম পালন করিয়া গিয়াছিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। বীরনারী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শৌর্যবতী; বীর্যবতী। ২ বীরপত্নী; বীরাঙ্গনা। বীরপ্রসবিনী, বীরপ্রসূ (বিশেষণ) বীর পুত্রের জননী; বীর সন্তান প্রসবকারিণী। বীরবর (বিশেষ্য) শূরশ্রেষ্ঠ; শ্রেষ্ঠবীর। বীর বৌলী (বিশেষ্য) বীর পুরুষের কর্ণালঙ্কারবিশেষ; কুণ্ডল (তিন কেলে বুড়ো .....কানে আমলকী পান্নার বীরবৌলী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বীরভদ্র (বিশেষ্য) হিন্দু পুরাণমতে শিবের একজন অনুচরের নাম; শূরপ্রধান। বীরভোগ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বীরের অধিকার বা ভোগের উপযুক্তা (বীরভোগ্য বিপরীত তুমি ললিতে কঠিনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বীর্+অ(অচ্)}
- Bengali Word বীর-উত্তম English definition [বির্উত্তম্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম:বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-উত্তম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীর-প্রতীক English definition [বির্প্রোতিক্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম; বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-প্রতীক; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীর-বিক্রম English definition [বির্বিক্রম্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম; বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-বিক্রম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরখণ্ডি, বীরখণ্ডী English definition [বিরখোন্ডি] (বিশেষ্য) তিল ও গুড় দ্বারা প্রস্তুত মিঠাইবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বীরখণ্ড+ (বাংলা) ই}
- Bengali Word বীরশ্রেষ্ঠ English definition [বির্স্রেশ্ঠো] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম: বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর+শ্রেষ্ঠ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরা English definition [বিরা] (বিশেষণ) ১ বীর্যবতী; পরমা; শ্রেষ্ঠা; উৎকৃষ্টা। □ (বিশেষ্য) ১ পতিপুত্রবতী নারী। ২ আমলকী। {(তৎসম বা সংস্কৃত) বীর+আ(টাপ্)}
- Bengali Word বীরাঙ্গনা English definition [বিরাঙ্গনা] (বিশেষ্য) ১ বীরনারী; বীর্যবতী বা সাহসী নারী (আমি বুঝলাম সে বীরাঙ্গনা আফগানের মেয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাহত অথবা হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত নারী। ৩ বীরপত্নী। {(তৎসম বা সংস্কৃত) বীর+অঙ্গনা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরাচার English definition [বিরাচার্] (বিশেষ্য) হিন্দু তান্ত্রিক সাধনার পদ্ধতি বিশেষ। বীরাচারী(-রিন্) (বিশেষণ) বীরাচার মতে সাধনা করে এমন। {(তৎসম বা সংস্কৃত) বীর+আচার; ৬তৎপুরুষ সমাস}
- Bengali Word বীরুধ English definition [বিরুধ্] (বিশেষ্য) বৃক্ষ; লতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্+ক্বিপ্}
- Bengali Word বীরেশ্বর English definition [বিরেশ্শর্] (বিশেষ্য) শ্রেষ্ঠ বীর; বীরশ্রেষ্ঠ; সর্বোত্তম বীর। {(তৎসম বা সংস্কৃত) বীর+ঈশ্বর; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বীর্য English definition [বির্জো] (বিশেষ্য) ১ শৌর্য; বীরত্ব; পরাক্রম; বিক্রম; তেজ; শক্তি। ২ রেত; শুক্র। বীর্যবত্তা (বিশেষ্য) বীরত্ব। বীর্যবন্ত (বিশেষণ) বলবান; বিক্রমশালী। বীর্যবান, বীর্যশালী (বিশেষণ) বীরত্ব যুক্ত বা সম্পন্ন। বীর্যবতী, বীর্যশালিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বীর+য(ষ্যঞ্)}
- Bengali Word বীড়া English definition ⇒ বিড়া
- Bengali Word বু ১ English definition [বু] (বিশেষ্য) মুসলিম পরিবারের বড় বোনকে যে শব্দে ডাকা হয়; জ্যেষ্ঠা ভগিনী বাচক শব্দ। {(হিন্দি) বুয়া>}
- Bengali Word বু ২ English definition [বু] (বিশেষ্য) গন্ধ (বদ্বু)। {(ফারসি) বু}
- Bengali Word বুঁচকি English definition ⇒ বোঁচকা