ব পৃষ্ঠা ৯৫
- Bengali Word বিড়াল, বেড়াল English definition [বিড়াল্, বেড়াল্] (বিশেষ্য) সুপরিচিত লোমশ চতুষ্পদ গৃহপালিত প্রাণীবিশেষ; মার্জার; felis catus। ২ বিড়ালের আকৃতিবিশিষ্ট একই প্রজাতির কয়েকটি বন্যপ্রাণী (বনবিড়াল)। বিড়ালি, বিড়ালী( স্ত্রীলিঙ্গ) । বিড়ালতপস্বী (বিশেষ্য) (আলঙ্কারিক) সাধুর বেশে দুষ্ট লোক; ভণ্ড বা কপট ব্যক্তি। বিড়ালাক্ষী, বিড়ালচোখী (বিশেষণ) চোখের তারা কালো নয় এমন (স্ত্রীলোক); বিড়ালের চোখের মতো কটা (এই উট-কপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত-রাজশেখর বসু (পরশু))। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা (ক্রিয়া) আসল ঝুঁকি নেওয়া। বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া (ক্রিয়া) ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ করা। {(তৎসম বা সংস্কৃত) √বিড়্+আল(কালন্)}
- Bengali Word বিড়ি, বিড়ী, বিঁড়ি English definition [বিড়ি, বিড়ি, বিঁড়ি] (বিশেষ্য) ১ ধূমপানের জন্য দেশীয় পদ্ধতির ক্ষুদ্রাকার সিগারেট-যা পূর্বে শাল, টেণ্ডু তমাল প্রভৃতি পাতার মধ্যে তামাক চূর্ণ মুড়িয়ে তৈরি করা হতো এবং বর্তমানে একই আকারের কাগজে মোড়ানো হয় (আকিজ বিড়ি; কারিকর বিড়ি)। ২ পানের খিলি (এক বিড়ি পান)। {(তৎসম বা সংস্কৃত) বীটী>}
- Bengali Word বিয়ন্ত English definition [বিয়ন্তো] (বিশেষণ) সদ্য প্রসব করেছে এমন; সদ্য প্রসবকারিণী। {(বাংলা) বিয়ন+ত}
- Bengali Word বিয়া, বিয়ে English definition [বিয়া] (বিশেষ্য) বিবাহ; পরিণয় (সেই সে ইহারে করাইতে পারে বিয়া-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>বিভা>বিহা>}
- Bengali Word বিয়াই English definition ⇒ বেহাই
- Bengali Word বিয়াকুল English definition ⇒ ব্যাকুল
- Bengali Word বিয়ান ১ English definition ⇒ বিহান১
- Bengali Word বিয়ান ২, বিয়েন English definition [বিয়ান্, বিয়েন্] (বিশেষ্য) প্রসব; জন্মদান; গর্ভবিমোচন। এক বিয়েন/বিয়েনে (বিশেষণ) একবার প্রসব করেছে যে (গরু প্রভৃতি)। {(তৎসম বা সংস্কৃত) √বী(গর্ভ গ্রহণ বা ক্ষেপণ করা)> (বাংলা) বি+আন, এন}
- Bengali Word বিয়ানো, বিয়ান ৩ English definition [বিয়ানো] (ক্রিয়া) প্রসব করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বী+আনো}
- Bengali Word বিয়াবান English definition [বিয়াবান্] (বিশেষ্য) শূন্য ময়দান; মরুভূমি; জনমানব-শূন্য স্থান (বিয়াবানে এলি গুল ভুলি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বীয়াবান্}
- Bengali Word বিয়ারিং English definition ⇒ বেয়ারিং
- Bengali Word বিয়াল্লিশ, বেয়াল্লিশ English definition [বিয়াল্লিশ, বেয়াল্লিশ] (বিশেষ্য), (বিশেষণ) ৪২ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বিচত্বারিংশৎ, দ্বাচত্বারিংশৎ>}
- Bengali Word বিয়ে, বে English definition [বিয়ে, বে] (বিশেষ্য) বিবাহ; পরিণয়। বিয়ে-থাওয়া (বিশেষ্য) বিবাহাদি অনুষ্ঠান (একটা বিয়েথাওয়া দিয়ে দাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিয়ের পানি গায়ে লাগা (ক্রিয়া) বিয়ের আলোচনা শুনলে কন্যা শীঘ্রই যৌবনবতী হয় এরূপ সংস্কার; বিয়ের সম্ভাবনা হওয়া। বিয়ের ফুল ফোঁটা (আলঙ্কারিক) বিয়ে আসন্ন এমন; বিয়ের সম্ভাবনা হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>}
- Bengali Word বিয়েন English definition ⇒ বিয়ান২
- Bengali Word বিয়োগ English definition [বিয়োগ্] (বিশেষ্য) ১ বেদনা (কোন খেনে দূর হৈবে মনেরবিয়োগ-দৌলত উজির বাহরাম খান)।২ বিরহ; বিচ্ছেদ। ৩ অভাব-শূন্যতা। ৪ মৃত্যু; মরণ। ৫ (গণিত.) এক সংখ্যা বা রাশি থেকে অন্য সংখ্যা বা রাশি বাদ দেওয়া; ব্যবকলন। বিয়োগান্ত (বিশেষণ) শেষে বিচ্ছেদ বা মৃত্যু ঘটে এমন; (নায়ক-নায়িকার) বিচ্ছেদে যার সমাপ্তি (বিয়োগান্ত নাটক)। বিয়োগী (-গিন্) (বিশেষণ) বিরহী; বিরহযুক্ত; বিচ্ছেদযুক্ত; সংযোগহীন। বিয়োগিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিয়োগবিধুর (বিশেষণ) বিয়োগজনিত দুঃখে কাতর (বিয়োগবিধুর আত্মীয়-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√যুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিয়োজিত English definition [বিয়োজিতো] (বিশেষ্য) বিযুক্ত; বিচ্ছিন্ন করা হয়েছে এমন। □ (বিশেষণ) ১ পৃথক্কৃত; বিশ্লিষ্ট (আমি পুত্র ও প্রেয়সী উভয়ের সহিত বিয়োজিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বিরহিত। {(তৎসম বা সংস্কৃত) বি+যোজিত}
- Bengali Word বিয়ৎ English definition [বিয়ত্] (বিশেষ্য) আকাশ। {(তৎসম বা সংস্কৃত) বি+√যম্+ক্বিপ্}
- Bengali Word বীক্ষণ English definition [বিক্খন্] (বিশেষ্য) ১ নিরীক্ষণ; বিশেষভাবে দর্শন। ২ যার সাহায্যে বিশেষভাবে দেখা যায়। বীক্ষণীয় (বিশেষণ) দর্শনীয়; দর্শনযোগ্য; বীক্ষণসাধ্য। বীক্ষমাণ (বিশেষণ) দর্শন করছে এমন। বীক্ষিত (বিশেষণ) নিরীক্ষিত; বিশেষভাবে দৃষ্ট। বীক্ষ্যমাণ (বিশেষণ) বীক্ষিত বা নিরীক্ষিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+ঈক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word বীচ (মধ্যযুগীয় বাংলা) English definition [বিচ্] (বিশেষ্য) বীজ। বীচচারা, বীচতা (বিশেষ্য) ধান প্রভৃতি শস্যের চারা তৈরি করার ভূমিখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
- Bengali Word বীচি ১ English definition [বিচি] (বিশেষ্য) ছোট আঁঠি; বীজ। ২ অণ্ডকোষ। বীচিকলা (বিশেষ্য) বীজপূর্ণ কলা। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}