ল পৃষ্ঠা ১৫
- Bengali Word লাহানতি English definition ⇒ লানত
- Bengali Word লাহিড়ী English definition [লাহিড়ি] (বিশেষ্য) বারেন্দ্র ব্রাহ্মণের পদবিবিশেষ। {স্থাননাম. লাহিড়(?)>}
- Bengali Word লাহু, লেহুঁ (প্রাচীন বাংলা) English definition [লাহু, লেহুঁ] (ক্রিয়া) নও; লও (লাহুরে পাস-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) √লা>}
- Bengali Word লাহোরি, লাহুরি, লাহরী English definition [লাহোরি, লাহুরি, লাহোরী] (বিশেষণ) লাহোরের অধিবাসী (লাহরী মুলতানী সিন্ধী আর বঙ্গদেশী-সৈয়দ আলাওল)। {লাহোর+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word লাড়কা English definition [লাড়্কা] (বিশেষ্য) সন্তান (মোর পেটে তোর লাড়কা আছে-আলাউদ্দীন আল আজাদ)। লেড়কা ⇒। {(হিন্দি) লড়কা>}
- Bengali Word লাড়ু, লাড্ডু English definition [লাড়ু, লাড্ডু] (বিশেষ্য) ১ গোলাকার মিষ্ট খাদ্যদ্রব্যবিশেষ; নাড়ু (তিলের লাড়ু, নাকেলের নাড়ু)। ২ মতিচুর লাড্ডু। লাড়ু পাকানো (ক্রিয়া) ১ গোল করে লাড়ু তৈরি করা। ২ (আলঙ্কারিক) কোনো বিষয়ে জটিলতা সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত) লড্ডু>}
- Bengali Word লায়েক English definition [লায়েক্] (বিশেষণ) ১ সাবালেগ; উপযুক্ত (বিয়ার লায়েক বেটী হইল সেয়ানা-সৈয়দ হামজা)। ২ সমর্থ; দক্ষ; পটু (ইংরেজীতে যারা খুব লায়েক-দীনবন্ধু মিত্র)। ৩ কাজ করার যোগ্য (ভালো, ভালো, তোমার সাহস আছে, সময়ে লায়েক হতে পারবে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) লায়েক}
- Bengali Word লি, লী English definition [লি] এক মাইলের ছয় ভাগের এক ভাগ; ক্রোশের অংশবিশেষ; চীনের দূরত্ব পরিমাপক একক। {(চীনা) লি>}
- Bengali Word লিকলিক English definition [লিক্লিক্] (অব্যয়) ১ (অনুকার শব্দ) নমনীয় পদার্থের আন্দোলনের ভাবপ্রকাশক। ২ অত্যন্ত সরু ও লম্বা বস্তুর আন্দোলন-ভঙ্গি প্রকাশক। লিকলিকে (বিশেষণ) ১ লিকলিক করছে এমন (মাঠের কিনারে এ পর্যুদস্ত সুপুরীর লিকলিকে গাছ-আবদুল গনি হাজারী)। ২ কৃশ; সরু। {ধ্বন্যাত্মক}
- Bengali Word লিকার English definition [লিকার্] (বিশেষ্য) চা পাতা সিদ্ধ পানি; মদ (চা-বাগানের কুলীরা যে প্রচুর পরিমানে বিনা দুধ চিনিতে লিকার খায়-সৈয়দ মুর্তাজা আলী)। {(ইংরেজি) liquor}
- Bengali Word লিকি, নিকি English definition [লিকি] (বিশেষ্য) নিক; উকুনের ডিম বা বাচ্চা। {(তৎসম বা সংস্কৃত) লিক্ষা>}
- Bengali Word লিকুচ English definition ⇒ লকুচ
- Bengali Word লিখ, লীগ English definition [লিগ্] (বিশেষ্য) দল; সঙ্ঘ (তাঁহার সমর্থক লীগ থেকে পদত্যাগ করলেন-আনিসুজ্জামান; মুসলিম লীগ; আওয়ামী লীগ)। লিগের খেলা (বিশেষ্য) কোনো সমিতির পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। {(ইংরেজি) league}
- Bengali Word লিখন, লেখন English definition [লিখন্, লেখন] (বিশেষ্য) ১ লেখা; অক্ষর বিন্যাস বা সাজানো (মুছিয়া ফেলিতে তার সোনার লিখন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লিপিবদ্ধকরণ; লিপিকরণ। ৩ চিত্রণ। ৪ অঙ্কন। ৫ যা লেখা হয়েছে; লিখিত বিষয় (কপালের লিখন)। ৬ পত্র; চিঠি; লিপি (তাড়াতাড়ি লিখনটি লুকাইবার চেষ্টা করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। লিখন-পঠন (বিশেষ্য) লেখা ও পড়া। লিখন পদ্ধতি (বিশেষ্য) লেখার ধারা; রচনার প্রণালি। লিখনি, লেখনী (বিশেষ্য) কলম (লিখনিতে লেখা রানী যত সমাচার-ময়মনসিংহ গীতিকা)। লিখে দেওয়া (ক্রিয়া) লেখায় প্রকাশ করা। □ (বিশেষ্য) আইনসিদ্ধভাবে দলিল মারফত দান করা (সম্পত্তি লিখে দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+অন(ল্যুট্)}
- Bengali Word লিখা English definition ⇒ লেখা২
- Bengali Word লিখিত English definition [লিখিতো] (বিশেষণ) ১ লেখা হয়েছে এমন। ২ রচিত। ৩ অঙ্কিত; চিত্রিত। ৪ নির্ধারিত; অবশ্যম্ভাবী (ভূজিবি তোঁ লিখিত ফল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+ত(ক্ত)}
- Bengali Word লিখিতব্য English definition [লিখিতোব্বো] (বিশেষণ) ১ লিখতে হবে এমন; লেখা প্রয়োজনীয় এমন (এক্ষণে তাহার জীবনচরিত লিখিতব্য নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ লেখার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+তব্য}
- Bengali Word লিখিয়ে English definition [লিখিয়ে] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে লিখতে পারে (লিখিয়ে-পড়িয়ে লোক)। ২ লেখক। ৩ রচনাকারী। ৪ লেখায় পটু; লিপিকুশল। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+(বাংলা) ইয়ে}
- Bengali Word লিঙ্গ English definition [লিঙ্গো] (বিশেষ্য) ১ পুরুষের জননেন্দ্রিয়; শিশ্ন। ২ চিহ্ন; ভেখ। ৩ হিন্দুদের শিবলিঙ্গ মূর্তি। ৪ পুরুষত্ব বা স্ত্রীত্ব; sex। ৫ (ব্যাকরণ) শব্দের পুরুষ স্ত্রী বা ক্লীব ভেদ। লিঙ্গদের লিঙ্গশরীর (বিশেষ্য) সূক্ষ্ম দেহ। লিঙ্গধর (বিশেষণ) ভেকধারী। লিঙ্গপুরাণ (বিশেষ্য) ব্যাস লিখিত শিবলিঙ্গ-মাহাত্ম্য বিষয়ক পুরাণ। {(তৎসম বা সংস্কৃত) √লিঙ্গ্+অ(ঘঞ্)}
- Bengali Word লিঙ্গায়েত English definition [লিঙ্গায়েত্] (বিশেষ্য) হিন্দু সমাজভুক্ত শিবোপাসক সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) লিঙ্গ>}