ল পৃষ্ঠা ১২
- Bengali Word লাট ২, লট English definition [লাট্, -ল] (বিশেষ্য) ১ জমিদারির অংশ (লাটের খাজনা)। ২ নিলামে একসঙ্গে বিক্রয়যোগ্য দ্রব্যসমূহ (সে পাট উঠে কোন লাটে-কাজী নজরুল ইসলাম)। ৩ নির্ধারিত দিনে দেয় রাজস্ব (লাট লাট কাপড়)। লাটবন্দী (বিশেষণ) ১ বাকি খাজনার দায়ে নিলামে বিক্রয়ের জন্য তালিকাভুক্ত (খাজনা দাখিল বিরহে জমিদারি লাটবন্দী হইলে ডাকাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ একসঙ্গে স্তূপীকৃত যে সমস্ত দ্রব্য একটি গোছায় রাখা হয়েছে। {(ইংরেজি) lot}
- Bengali Word লাট ৩ English definition [লাট্] (বিশেষণ) ১ পাট-ভাঙা; নষ্ট; বিপর্যস্ত; চটকানো; বিশৃঙ্খলা বা এলোমেলো করা হয়েছে এমন (লাট কাপড়)। ২ ভূমিশায়ী; নির্জীব; শোচনীয় অবস্থাপ্রাপ্ত (মেরে লাট কর)। লাট খাওয়া (ক্রিয়া) উড্ডীয়মান বস্তুর পাক খাওয়া; ঘুরে পড়া (বসন্ত যদি অতঃপর আমাদের অন্তরে লাট খেয়ে যায়-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট>}
- Bengali Word লাট ৪ English definition [লাট্] (বিশেষ্য) দেশবিশেষ; বর্তমান গুজরাট। লাটানুপ্রাস (বিশেষ্য) লাটবাসীদের প্রিয় শব্দালঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লাট+অ(অণ্)}
- Bengali Word লাট ৫ English definition [লাট্] (বিশেষ্য) বিদগ্ধ বা পণ্ডিত ব্যক্তি; বিদ্বান ব্যক্তি; রসজ্ঞ লোক। □ (বিশেষণ) পুরনো; জীর্ণ (কাপড়গুলো বড় লাট হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) লট্/লাট্+অ(অণ্)}
- Bengali Word লাট ৬ English definition [লাট্] (বিশেষ্য) স্তম্ভ (অশোক লাট)। {(হিন্দি) লাঠ>}
- Bengali Word লাটা English definition ⇒ লাটাই
- Bengali Word লাটাই, লাটায়, লাটা English definition [লাটাই, লাটায়্, লাটা] (বিশেষ্য) নাটাই; যাতে ঘুড়ির সুতা জড়ানো থাকে (শোন মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে-জসীমউদ্দীন)। {নাটাই>}
- Bengali Word লাটিম, লাটীম, লাট্টু, লাটু English definition [লাটিম্, লাটীম, লাট্টু, লাটু] (বিশেষ্য) লৌহ শলাকাযুক্ত কাঠের ঈষৎ গোলাকার খেলনাবিশেষ, যা ছোট দড়ির সাহায্যে মাটিতে ঘুরানো হয় (হাতের লাটু এদের প্রাণ গুলিতির গুলি এদের প্রাণ-কাজী নজরুল ইসলাম)। লাটুদার (বিশেষণ) লাটিমের ন্যায় কুণ্ডলী পাকানো (লাটুদার পাগড়ি ফেলিয়া দিয়া, স্বহস্তে মাথায় বিড়া জড়াইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লট্ব>}
- Bengali Word লাঠালাঠি English definition [লাঠালাঠি] (বিশেষ্য) ১ লাঠি দ্বারা একে অন্যকে আঘাত বা প্রহার। ২ লাঠির দ্বারা মারামারি। ৩ ঘোরতর বিবাদ। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি> (প্রাকৃত)লট্ঠি> (বাংলা) লাঠি+লাঠি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word লাঠি English definition [লাঠি] (বিশেষ্য) যষ্টি; অপেক্ষাকৃত কম মোটা বা ছোট দণ্ডবিশেষ; লগুড়। লেঠেল, লাঠিয়াল (বিশেষ্য), (বিশেষণ) লাঠি চালানায় দক্ষ; লাঠি দ্বারা মারামারি করতে পটু (পঞ্চাশ জন লেঠেল আনা হয়েছে)। □ (বিশেষ্য) লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে। লেঠেলি, লাঠিয়ালি (বিশেষ্য) লাঠিয়াল বৃত্তি। লাঠ্যৌষধি (বিশেষ্য) লাঠি দ্বারা প্রহারই সংশোধনের উপায়; প্রহারই ঈপ্সিত ফল লাভের উপায়। {(তৎসম বা সংস্কৃত) যস্টি> (প্রাকৃত) লাট্ঠি>লাঠি}
- Bengali Word লাড্ডু English definition ⇒ লাড়ু
- Bengali Word লাত-মানাত English definition [লাত্-মানাত্] (বিশেষ্য) আরবের বনি সকিফের পূজ্য দুই দেবীবিশেষ (ভয়ে ভূমি চুমে লাত-মানাত-এর ওয়ারেসীন-কাজী নজরুল ইসলাম)। লাত-মানাত-উজ্জা (বিশেষ্য) পৌত্তলিক আরবের কল্পিত আল্লাহর তিন কন্যার নাম। {(আরবি) লাত+মানাত}
- Bengali Word লাথ English definition ⇒ লাথি
- Bengali Word লাথি, লাথ English definition [লাথি, লাথ্] (বিশেষ্য) পদাঘাত; পা দিয়ে প্রহার করা। লাথি-খেকো (বিশেষণ) ১ যে কুকর্মরত ব্যক্তি সর্বদা পদাঘাত খেতে অভ্যস্ত। ২ (আলঙ্কারিক) অত্যন্ত হেয়; অতি নীচ। {(হিন্দি) লাত্; (ফারসি) লকদ্}
- Bengali Word লাদ, নাদ English definition [লাদ্, নাদ] (বিশেষ্য) গরু; অশ্ব প্রভৃতির বিষ্ঠা; নাদি। লাদা, নাদা (বিশেষ্য) গবাদিপশুর বিষ্ঠা। □ (ক্রিয়া) লাদ ত্যাগ করা; বিষ্ঠা ত্যগ করা। লাদি, নাদি (বিশেষ্য) ক্ষুদ্র প্রাণীর বিষ্ঠা (দাওয়ায় চামচিকের নাদি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দি) লাদ,>}
- Bengali Word লাদা English definition [লাদা] (ক্রিয়া) ভার বা বোঝা চাপানো; মাল বোঝাই করা (কুঞ্জরে লাদিয়া লহ যত আছে ধন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। লাদাই (বিশেষ্য), (বিশেষণ) বোঝাই (যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) লাদ্না>}
- Bengali Word লানত, লানৎ, লাহানতি English definition [লানহ্, লানৎ, লাহানোতি] (বিশেষ্য) ১ অভিশাপ (হাজার লানত যে এমন কাজ করে-সৈয়দ হামজা)। ২ অপমান; লাঞ্ছনা; ভর্ৎসনা। ৩ শাস্তি (সে সবেরে লাহানতি দিবেক আল্লায়-সৈয়দ সুলতান)। (তুলনীয়) মালউন (বিশেষ্য), (বিশেষণ) লানতপ্রাপ্ত; অভিশপ্ত; কাফের। {(আরবি) লানত}
- Bengali Word লান্স-নায়েক, ল্যান্স-নায়েক English definition [লান্সনায়েক্, ল্যান্সনায়েক] (বিশেষ্য) সৈন্যবিভাগে সিপাহীদের নেতা; হাবিলদারের নিম্নপদ (আমাকে ঐ খেসারতের ক্ষতিপূরণ স্বরূপ লান্স-নায়কের পদে উন্নীত করা হবে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) lance+ (আরবি) লায়েক}
- Bengali Word লাফ English definition [লাফ্] (বিশেষ্য) লম্ফ। লাফ-ঝাঁপ (বিশেষ্য) ১ লম্ফ-ঝম্প। ২ (আলঙ্কারিক) অতিশয় ব্যস্ততা বা অস্থিরতা। ৩ (আলঙ্কারিক) দম্ভপ্রকাশ; আস্ফালন। লাঠ দেওয়া, লাফ মারা (ক্রিয়া) ১ কিছু ডিঙানোর উদ্দেশ্যে লাফানো। ২ লাফানো। লাফালাফি (বিশেষ্য) ১ ক্রমাগত লাফাতে থাকা। ২ (আলঙ্কারিক) অত্যন্ত ব্যস্ততা; অত্যন্ত উৎসাহ প্রদর্শন। ৩ দম্ভপ্রকাশক আস্ফালন। {(তৎসম বা সংস্কৃত) লম্ফ>}
- Bengali Word লাফাঙ্গা English definition [লাপাঙ্গা] (বিশেষ্য), (বিশেষণ) লম্পট; বদমাস। {(হিন্দি) লাফাঙ্গা}