ল পৃষ্ঠা ১৪
- Bengali Word লালমোহন English definition [লাল্মোহন্] (বিশেষ্য) পান্তুয়ার মতো মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) লার+মোহন}
- Bengali Word লালশাক English definition [লালশাক্] (বিশেষ্য) লাল রঙের শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লাল+শাক্}
- Bengali Word লালস English definition [লালোশ্] (বিশেষণ) লোলুপ; লোভী। {(তৎসম বা সংস্কৃত) √লস্+য(যঙ্)+অ(অচ্)}
- Bengali Word লালসা English definition [লালোশা] (বিশেষ্য) ১ লোলুপতা; লিপ্সা; লোভ; স্পৃহা। ২ লালস; লোভ (তাহারি চরণে শরণের লালসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঔৎসুক্য (অসীম লালসা মোর শুনিতে কাহিনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √লালস+আ(টাপ্)}
- Bengali Word লালা ১ English definition [লালা] (বিশেষ্য) ১ পশ্চিমা বা হিন্দুস্থানী (ব্যবসায়ী) কায়স্থের পদবি। ২ মুহুরি; নকলনবিস। {(হিন্দি) লালা}
- Bengali Word লালা ২ English definition ⇒ লাল১
- Bengali Word লালা ৩ English definition [লালা] (বিশেষ্য) একপ্রকার পুষ্প (নার্গিস লালা-কাজী নজরুল ইসলাম); tulip (কস্তুরী কালো পশমি না চুলে বিনায়ে লালার মালা-মোহিতলাল মজুমদার)। {(হিন্দি) লালা}
- Bengali Word লালাটিক English definition [লালাটিক্] (বিশেষণ) ১ কপাল বা অদৃষ্ট সম্পর্কিত। ২ ভাগ্যলব্ধ; অদৃষ্ট দ্বারা প্রাপ্ত। □ (বিশেষ্য) ললাটভূষণ; ললাটের অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) ললাট+ইক(ঠক্)}
- Bengali Word লালায়িত English definition [লালায়িতো] (বিশেষণ) ১ লুব্ধ; লোলুপ; স্পৃহাযুক্ত; লোভযুক্ত। ২ অত্যন্ত আগ্রহযুক্ত। লালায়িতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লালায়্+ত(ক্ত)}
- Bengali Word লালি, লালী English definition [লালি] (বিশেষণ) লালিমা; অরুণিমা; লালচে রং (ও কপোলে থাকে ডালিম দানার রালী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লাল+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word লালিকা English definition [লালিকা] (বিশেষ্য) ছন্দ ও রচনা-রীতির বিদ্রূপাত্মক অনুকরণ; parody। {(তৎসম বা সংস্কৃত) লাল+ (বাংলা) ইকা}
- Bengali Word লালিত English definition [লালিতো] (বিশেষণ) প্রতিপালিত; পালন বা লালন করা হয়েছে এমন; পোষিত। লালিত-পালিত (বিশেষণ) সযত্নে পালন করা হয়েছে এমন; প্রতিপালিত। {(তৎসম বা সংস্কৃত) √লাল্+ত(ক্ত)}
- Bengali Word লালিত্য English definition [লালিত্তো] (বিশেষ্য) ১ ললিত ভাব; কমনীয়তা; কান্তি; শ্রী; শোভা। ২ সৌন্দর্য; মধুরতা। ৩ মনোহারিত্ব। {(তৎসম বা সংস্কৃত) ললিত+য(ষ্যঞ্)}
- Bengali Word লালিমা English definition ⇒ লাল২
- Bengali Word লালী English definition ⇒ লালি
- Bengali Word লাশ, লাস English definition [লাশ্] (বিশেষ্য) শব; মৃতদেহ; মড়া (তাহাদের লাশগুলি নদীতে ফেলিয়া দিয়া তাড়াতাড়ি নৌকা ছাড়িয়া দিল-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) লাশ}
- Bengali Word লাস ২ English definition ⇒ লাশ
- Bengali Word লাস ৩ English definition ⇒ লাস্য
- Bengali Word লাস্য, লাস English definition [লাশ্শো, লাশ্] (বিশেষ্য) প্রধানত নারীর নৃত্য বা লীলায়িত ভঙ্গিমা (মালিনীর লাস ভেশ কি কহিমু সর্বশেষ কুলটা বিখ্যাত প্রবঞ্চক-কাজী দৌলত)। লাস্যগতি (বিশেষণ) লীলায়িত ভাব-ভঙ্গিমাপূর্ণ (লাস্যগতি, হাস্যরতি, সিন্ধু তুমি বন্দনীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। লাস্যময়ী (বিশেষণ) ১ নৃত্যময়ী; নৃত্যরতা। ২ লীলায়িত ভাব-ভঙ্গিমাপূর্ণা; মনোহর ভঙ্গিযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) √লস্+য(ণ্যৎ), >}
- Bengali Word লাহা English definition [লাহা] (বিশেষ্য) ১ লাক্ষা; গালা (গাহা চাষ)। ২ স্বর্ণবণিকের পদবি। {(তৎসম বা সংস্কৃত) লাক্ষা>}