ল পৃষ্ঠা ১৭
- Bengali Word লু, লূ English definition [লু] (বিশেষ্য) গ্রীষ্মকালের একপ্রকার প্রচণ্ডভাবে উত্তপ্ত বায়ুপ্রবাহ; লু হাওয়া (লু হাওয়ায় ওড়ে মরুর কাঁকর-ফররুখ আহমদ; লু হাওয়ায় ছুটে পালাত-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) লূ}
- Bengali Word লুই English definition [লুই] (বিশেষ্য) পশুলোমে প্রস্তুত শীতবস্ত্র (তার শীত কি এতই? কাঁথা হলে চলে নিয়ে গেল লুই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লোমন্>}
- Bengali Word লুইপা, লুইপাদ English definition [লুইপা, লুইপাদ্] (বিশেষ্য) বৌদ্ধ সিদ্ধাচার্যগণের মধ্যে আদি আচার্য। {(তৎসম বা সংস্কৃত) লোহিত/রোহিতপাদ>}
- Bengali Word লুইসগান English definition [লুইস্গান্] (বিশেষ্য) এক ধরনের বন্দুক (অনবরত চালিয়ে চালিয়ে আমার লুইস গানটাও আর চলছে না-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Lewis gun}
- Bengali Word লুকমা, লোকমা English definition [লুক্মা, লোক্মা] (বিশেষ্য) গ্রাস; নির্দিষ্ট পরিমাণ খাদ্য যা একবারে মুখে দিয়ে গিলতে পারা সম্ভব (ছেলে-মেয়েরা উঠানে খেলিতে খেলিতে বাপ-মার হাতের লুকমা নিতেছিল-আবুল মনসুর আহমদ)। {(আরবি) লুকমাহ}
- Bengali Word লুকাওয়ে (ব্রজবুলি) English definition (ক্রিয়া) লুকায় (বেকাতয় হৃদয়ে লুকাওয়ে-বিদ্যাপতি)। লুকায়নু (ব্রজবুলি) (ক্রিয়া) লুকালাম; গোপন করলাম (লুকায়নু হাস-বিদ্যাপতি)। লুকায়ল (ব্রজবুলি) (ক্রিয়া) গোপন করলাম। লুকায়লি (ব্রজবুলি) (ক্রিয়া) গোপন করল (আধ লুকায়লি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়্> (বাংলা) √লুক্>}
- Bengali Word লুকানো English definition ⇒ লুকানো
- Bengali Word লুকানো, লুকনো English definition [লুকানো, লুকোনো] (ক্রিয়া) ১ লুকিয়ে থাকা; আত্মগোপন করা। ২ আড়াল হওয়া; লুকিয়ে পড়া। ৩ প্রচ্ছন্ন বা গুপ্ত থাকা। ৪ গোপন করা; আড়ালে রাখা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√লুক্+আনো; ক্রিয়ারূপ-লুকাই, লুকাও, লুকায়, লুকাস, লুকান; (অসমাপিকা ক্রিয়া)-লুকাতে, লুকালে, লুকিয়ে ইত্যাদি}
- Bengali Word লুকি, লুকী (মধ্যযুগীয় বাংলা) English definition [লুকি] (বিশেষণ) লুক্কায়িত (শোরী কৈল লুকি; লুকিকায় ছও পশু-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; ঢারে হয়ে লুকী-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়> (বাংলা) √লুক্+ই, ঈ}
- Bengali Word লুকিত English definition [লুকিতো] (বিশেষণ) আত্মগোপন করে আছে এমন (শুনিয়া চন্দ্রানি নাম দশগুণ বাড়ে কাম চকিত লুকিত লোর রাজ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) লুক্কায়িত>}
- Bengali Word লুকোচুরি, লুকাচুরি English definition [লুকোচুরি্, লুকাচুরি্] (বিশেষ্য) শিশুসুলভ খেলাবিশেষ, এতে একজন পুলিশ সাজে ও অন্যেরা চোর সেজে ধরা না পড়তে চেষ্টা করে। ২ ছাপাছাপি; গোপন রাখা; গোপনীয়তা (চোরের ধর্ম লুকাচুরি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লুঞ্চ্>+ (বাংলা) √লুক্+আ=লুকা+চুরি}
- Bengali Word লুক্কায়িত English definition [লুক্কায়িতো] (বিশেষ্য) ১ লুকিয়েছে এমন। ২ প্রচ্ছন্ন; গুপ্ত; অপ্রত্যক্ষ; অগোচর। ৩ গোপনে রক্ষিত। ৪ অদৃশ্য; অন্তর্হিত। {(তৎসম বা সংস্কৃত) √লুক্কায়্+ত(ক্ত)}
- Bengali Word লুঙি ১, লুঙী English definition ⇒ লুঙ্গি
- Bengali Word লুঙ্গি, লুঙ্গী, লুঙি ২, লুঙী English definition [লুঙ্গি, লুঙ্গী, লুঙি, লুঙী] (বিশেষ্য) বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ প্রভৃতি দেশের পুরুষদের নিত্যব্যবহার্য্য পরিচিত পোশাক; তহবন; থামি। {বর্মি. লৌঙ্গি>, (ফারসি) লুঙ্গী}
- Bengali Word লুচি English definition [লুচি] (বিশেষ্য) ঘিয়ে-ভাজা ময়দার পাতলা ও ছোট রুটিবিশেষ; পুরি। {(তৎসম বা সংস্কৃত) লোচিকা>; (তুলনীয়) (হিন্দি) লুচুই; (মালয়ালম) লুচী}
- Bengali Word লুচ্চা, লোচ্চা English definition [লুচ্চা, লোচ্চা] (বিশেষ্য) লম্পট; চরিত্রহীন। লুচ্চামি (বিশেষ্য) লম্পটের স্বভাব। {(আরবি) লুস্স}
- Bengali Word লুট, লুট English definition [লুট্, লুঠ্] (বিশেষ্য) ১ লুণ্ঠন; শক্তিপ্রয়োগে বা বলপূর্বক অপহরণ; ডাকাতি; দস্যুতা। ২ অন্যায়ভাবে গ্রহণ বা আত্মসাৎ (দুহাতে লুট করা)। ৩ (হিন্দু সমাজে প্রচলিত) বিতরণের জন্য দেবতার উদ্দেশে নিবেদিত বাতাসা ভূমিতে ইতস্তত ছড়িয়ে দেওয়া (হরিলুট)। লুটতরাজ, লুটপাট (বিশেষ্য) ব্যাপক লুণ্ঠন; ডাকাতি। {(তৎসম বা সংস্কৃত) √লুট্; √লুণ্ঠ্>}
- Bengali Word লুটা, লুটানো English definition ⇒ লোটা২
- Bengali Word লুটাতি (মধ্যযুগীয় বাংলা) English definition [লুটাতি] (বিশেষ্য) লুণ্ঠনকারী; ডাকাতি (হেদেরে লুঠাবি তোর কোন দেশে ঘর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) লুণ্ঠতি>}
- Bengali Word লুটাপুটি, লুটোপুটি English definition [লুটাপুটি, লুটোপুটি] (বিশেষ্য) ১ ভূমিতলে গড়াগড়ি; লুণ্ঠিত হওয়া। ২ অতিরিক্ত উচ্ছলিত হওয়া। লুটাপুটি খাওয়া (ক্রিয়া) মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়া (হেসে লুটোপুটি খেলেন-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। {(হিন্দি) লোটপোট}