C পৃষ্ঠা ১৯
- English Word cedar Bengali definition [সীডা(র্)] (noun) [countable noun] লম্বা চিরহরিৎ বৃক্ষবিশেষ; [uncountable noun] এই বৃক্ষের কাঠ।
- English Word cede Bengali definition [সীড্] (verb transitive) cede (to) (অপর রাষ্ট্র ইত্যাদির কাছে ভূমি, অধিকার ইত্যাদি) ছেড়ে দেওয়া।
- English Word cedilla Bengali definition [সিডিলা] (noun) কতিপয় ফরাসি, স্পেনীয় এবং পর্তুগিজ শব্দের বানানে ‘C’ বর্ণের নিচে যে (ç) চিহ্ন বসানো হয়, এই চিহ্ন দ্বারা ‘C’-এর উচ্চারণ ‘স’ - এর মতো বোঝানো হয়ে থাকে; যথা, façade [ফাসা:ড্]।
- English Word ceiling Bengali definition [সীলিঙ্] (noun) (১) ছাদ বা চালার নিচে পিঠ। (২) মেঘের স্তর; বিমানের ঊর্ধ্বাকাশে আরোহণের সর্বোচ্চ সীমা। (৩) সর্বাধিক উচ্চতা; সর্বশেষ সীমা-স্তর: price ceilings, wage ceilings.
- English Word celandine Bengali definition [সেলান্ডাইন্] (noun) হলুদফুলের ছোট বুনো গাছ।
- English Word celebrate Bengali definition [সেলিব্রেইট্] (verb transitive) (১) উদযাপন করা। (২) শ্রদ্ধা ও সম্মান দেখানো। celebrated (adjective রূপে past participle) প্রসিদ্ধ।
- English Word celebration Bengali definition [সেলিব্রেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] উদযাপন। celebrity [সিলেব্রাটি] (noun) ১ [uncountable noun] উদযাপনা বা সম্মাননা; খ্যাতি ও সম্মান। (২) প্রসিদ্ধ ব্যক্তি: the celebrities of the cultural arena.
- English Word celerity Bengali definition [সিলেরাটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) দ্রুততা; তৎপরতা।
- English Word celery Bengali definition [সেলারি] (noun) [uncountable noun] শাকবিশেষ।
- English Word celestial Bengali definition [সিলেস্টিআল্ America(n) সিলেস্চ্ল্] (adjective) (১) আকাশ সম্পর্কীয়: celestial bodies (= গ্রহ, নক্ষত্র); স্বর্গীয়; দিব্য। (২) স্বর্গীয় কল্যাণময়; দিব্যসুন্দর।
- English Word celibacy Bengali definition [সেলিবাসি] (noun) (ধর্মীয় বিধি অনুসৃত) কৌমার্য; কৌমার্যব্রত। celibate [সেলিবাট্] (noun) [countable noun] কুমার; কুমারব্রতী (বিশেষত কৌমার্যব্রত গ্রহণকারী ধর্মযাজক)।
- English Word cell Bengali definition [সেল্] (noun) (১) (বিশেষত কারাগার বা মঠের অভ্যন্তরে) এক ব্যক্তির জায়গা হয় এমন ছোট ঘর। (২) (বিশেষত মৌচাকে দৃষ্ট) বৃহত্তর কাঠামোর অন্তর্গত ক্ষুদ্র প্রকোষ্ঠ; খোপ। (৩) রাসায়নিক ক্রিয়ার দ্বারা বিদ্যুৎপ্রবাহ সৃষ্টিকারী যন্ত্রসমুচয়ের অংশ; এসিডে নিমজ্জিত ধাতব পাত। (৪) জীবকোষ। (৫) (সাধারণত) (বিপ্লবী) রাজনৈতিক কর্মকাণ্ডের (ব্যক্তি সমন্বয়ে গঠিত) কেন্দ্র: communist cells in an industrial town.
- English Word cellar Bengali definition [সেলা(র্)] (noun) কয়লা, মদ ইত্যাদি সংরক্ষণের ভূগর্ভস্থঘর; (কোনো ব্যক্তির) মদ্যভাণ্ডার। cellarage [সেলারিজ্] (noun) উক্ত ঘরের আয়তন; উক্ত ঘর ব্যবহারের ভাড়া।
- English Word cello Bengali definition [চেলোউ] (noun) খাদে বা উদারায় বাঁধা বেহালাবিশেষ; বাদকের দুই হাঁটুর মাঝখানে রেখে যা বাজাতে হয়।
- English Word cellophane Bengali definition [সেলাফেইন্] (noun) [uncountable noun] মোড়ক জড়ানোর কাজে ব্যবহৃত পাতলা আর্দ্রতানিরোধক স্বচ্ছ কাগজ বা অনুরূপ পদার্থবিশেষ।
- English Word cellphone Bengali definition [সেল্ফোন্] (noun) মোবাইল ফোন: cellphone radiations can be assessed in the same way as ionizing radiation. see: mobile phone.
- English Word cellular Bengali definition [সেলিউলা(র্)] (adjective) (১) কোষবিশিষ্ট। (২) (বস্ত্রাদি) হালকা বুনোনি বা হালকা জমিনবিশিষ্ট। cellularphone (noun) যে টেলিফোন সর্বত্র নিয়ে যাওয়া যায় এবং বিশেষ রেডিও ব্যবস্থার মাধ্যমে সংকেত পাঠানো যায়।
- English Word celluloid Bengali definition [সেলিউলয়ড্] (noun) [uncountable noun] খেলনা, প্রসাধনসামগ্রী (পূর্বে ছবি তোলার ফিল্ম) ইত্যাদি তৈরিতে ব্যবহৃত দাহ্য প্লাস্টিক পদার্থ।
- English Word cellulose Bengali definition [সেলিউলোউস্] (noun) (১) উদ্ভিদের প্রধান অংশ গঠনকারী কোষপুঞ্জ; কাগজ ও বহুসংখ্যক বস্ত্রতন্তুর কোষ; কাষ্ঠতন্তু। (২) (cellulose acetate-এর অর্থে) বিস্ফোরক, অলঙ্কার, শক্ত কাচ তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক পদার্থ।
- English Word Celsius Bengali definition [সেল্সিআস্] (noun) (তাপমাপক যন্ত্র বা থার্মোমিটার সম্বন্ধে) সেন্টিগ্রেড; আনদেরেই সেলসিয়াসের নামানুসারে শতাংশে বিভক্ত তাপমানের এককের নাম।