C পৃষ্ঠা ২
- English Word cadaver Bengali definition [কাডেইভা(র্) America(n) কাড্যাভা(র্)] (noun) মড়া; শব; লাশ। cadaverous [কাড্যাভারাস্] (adjective) মড়ামুখো; শবসদৃশ; বিবর্ণ; নীরক্ত; মড়ার মতো পাণ্ডু।
- English Word caddy 2 Bengali definition [ক্যাডি] (noun) চায়ের পেটিকা।
- English Word caddy, caddie Bengali definition [ক্যাডি] (noun) (plural caddies) গলফ মাঠে খেলোয়াড়ের যষ্টি বহনকারী বেতনভুক ব্যক্তি।
- English Word cadence Bengali definition [কেইড্ন্স্] (noun) ছন্দঃস্পন্দ; ছন্দোলয়; কণ্ঠস্বরের উত্থানপতন; (সংগীত) লয়।
- English Word cadenza Bengali definition [কাডেন্জা] (noun) যন্ত্রসংগীতের কনচের্তোতে সাধারণত একটি সংগীতাংশের শেষভাগে একক যন্ত্রী কর্তৃক বাদনীয় অলঙ্কারক অনুচ্ছেদবিশেষ; কাদেন্জা।
- English Word cadet Bengali definition [কাডেট্] (noun) (১) নৌ, সামরিক বা বিমানবাহিনীর কলেজের শিক্ষার্থী, ক্যাডেট। cadetcorps (noun) (কোনো কোনো ব্রিটিশ স্কুলে) বয়োজ্যেষ্ঠ ছাত্রদের সামরিক প্রশিক্ষণের সংগঠন; ক্যাডেট বাহিনী। (২) কোনো জীবিকার উদ্দেশ্যে প্রশিক্ষণার্থী তরুণ: police cadets; British Council cadets.
- English Word cadge Bengali definition [ক্যাজ্] (verb transitive), (verb intransitive) cadge (from) ভিক্ষা করা; ভিক্ষা নেওয়া বা নেওয়ার চেষ্টা করা: cadge a cigarette from a stranger; be always cadging. cadger (noun) ভিক্ষুক; অর্থী।
- English Word cadmium Bengali definition [ক্যাড্মিআম্] (noun) [uncountable noun] নরম রুপালি রঙের রাংসদৃশ ধাতু (প্রতীক Cd); ক্যাডমিয়ম।
- English Word cadre Bengali definition [কা:ডা(র্) America(n) ক্যাড্রি] (noun) (১) কাঠামো; সংস্থিতি। (২) (সামরিক) একটি বাহিনীর স্থায়ী সংস্থাপন, যা প্রয়োজনমতো সম্প্রসারিত করা যায়; অপিচ, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত ক্ষুদ্র দল; পরিকাঠামো।
- English Word caesar Bengali definition [সীজা(র্)] (noun) অগাস্টাস থেকে হাড্রিয়ান পর্যন্ত রোমক সম্রাটদের উপাধি; যেকোনো রোমক সম্রাট; সম্রাট। caesarian [সিজেআরিআন্] (adjective) (section/birth) উদর ও জরায়ু কেটে সন্তানপ্রসব; সিজারীয় ব্যবচ্ছেদ।
- English Word caesium Bengali definition [সীজিআম্] (noun) [uncountable noun] রুপালি রঙের ক্ষারধাতুবিশেষ। (প্রতীক Cs); সিজিয়ম।
- English Word caesura Bengali definition [সিজিউ্যআরা America(n) সিজুআরা] (noun) কবিতার পঙ্ক্তিতে (সাধারণত) মাঝখানে যতি; ছন্দোযতি।
- English Word cafeteria Bengali definition [ক্যাফিটিআরিআ] (noun) (সাধারণত কারখানা বা কলেজের ক্ষেত্রে) যে রেস্তোরাঁয় খদ্দেররা খাদ্যসামগ্রী কাউন্টার থেকে ট্রেতে নিয়ে টেবিলে বসে খান; ক্যাফেটিরিয়া।
- English Word caffeine Bengali definition [ক্যাফীন্] (noun) [uncountable noun] চায়ের পাতা এবং কফিবীজে বিদ্যমান জৈব যৌগ; ক্যাফিন।
- English Word caftan Bengali definition [ক্যাফ্ট্যান্] (noun) মধ্যপ্রাচ্যে পুরুষের পরিধেয় কটিবন্ধযুক্ত প্রশস্ত পরিচ্ছদবিশেষ; স্ত্রীলোকদের শিথিলবদ্ধ প্রলম্বিত দীর্ঘ বসনবিশেষ; কাফতান।
- English Word cage Bengali definition [কেইজ্] (noun) (১) খাঁচা; পিঞ্জর। (২) (যুদ্ধে) বন্দিশিবির। (৩) খনিকূপে ধারণপাত্র ওঠানো-নামানোর কাঠামোবিশেষ; পিঞ্জর। □ (verb transitive) খাঁচায় রাখা; খাঁচাবদ্ধ করা।
- English Word cagey Bengali definition [কেইজি] (adjective) (কথ্য) মনোভাব প্রকাশে অতিসর্তক/অনীহ; চাপা; বাগ্যত; হুঁশিয়ার। cagily (adverb)
- English Word cagoule Bengali definition [কাগূল্] (noun) বৃষ্টি থেকে আত্মরক্ষায় কাপড়ের উপর পরিধেয় মস্তকাবরণ ও দীর্ঘ আস্তিনযুক্ত হালকা, জল অভেদ্য বস্ত্রবিশেষ; বর্ষাতি।
- English Word cahoots Bengali definition [কাহূট্স্] (noun) be in cahoots (with) কোনো ব্যক্তি বা দলের সঙ্গে গোপন কাজে বিশেষত অসৎ কাজে লিপ্ত হওয়া: Perhaps Mr Rahim was in cahoots with the smugglers.
- English Word caiman, cayman Bengali definition [কেইমান্] (noun) দক্ষিণ আমেরিকায় দৃষ্ট কুমিরসদৃশ সরীসৃপ।