C পৃষ্ঠা ১৭
- English Word category Bengali definition [ক্যাটিগারি America(n) ক্যাটিগোরি] (noun) কোনো স্বয়ংসম্পূর্ণ রীতি/প্রণালির বিভাগ/শ্রেণি। categorize [ক্যাটিগারাইজ্] (verb transitive) কোনো স্বয়ংসম্পূর্ণ রীতি/প্রণালি প্রভৃতির অন্তর্ভুক্ত করা।
- English Word cater Bengali definition [কেইটা(র্)] (verb intransitive) (১) cater for খাদ্য সরবরাহ করা। (২) cater for/to খাদ্যাদি সরবরাহ করা; আকাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করা; মনোরঞ্জন করা। caterer (noun) যে ব্যক্তি বাইরে থেকে খাদ্যাদি সংগ্রহ করে ক্লাব, বাসা ইত্যাদিতে সরবরাহ করে; হোটেল, রেস্তোরাঁর মালিক বা নির্বাহক।
- English Word caterpillar Bengali definition [ক্যাটাপিলা(র্)] (noun) (১) শুঁয়া পোকা। দ্রষ্টব্যbutterfly. (২) (ট্যাংক বা গাড়ির) খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট। caterpillartractor এরূপ বেল্টযুক্ত ট্রাক্টর।
- English Word caterwaul Bengali definition [ক্যাটায়োল্] (verb intransitive), (noun) বিড়ালের মতো চিৎকার করা; বিড়ালের মতো চিৎকার।
- English Word catgut Bengali definition [ক্যাট্গাট্] (noun) [uncountable noun] বেহালা, টেনিস, র্যাকেট ইত্যাদির তার তৈরির উপাদান।
- English Word catharsis Bengali definition [কাথা:সিস্] (noun) (১) [countable noun, uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) দেহের দূষিত, বর্জ্য পদার্থের নিঃষ্ক্রমণ; রেচন। (২) আবেগমুক্তি; মোক্ষণ (নাটক বিশেষত ট্র্যাজেডি দর্শন করে বা গভীর অনুভূতির কথা অন্যকে জানানোর ফলে যে আবেগমুক্তি ঘটে)। cathartic [কাথা:টিক্] (noun) (চিকিৎসাশাস্ত্র) রেচক ওষুধ; বিশোধক পদার্থ। (adjective) রেচক; বিশোধক।
- English Word cathedral Bengali definition [কাথীড্রাল্] (noun) বিশপের এলাকাধীন প্রধান গির্জা, যেখানে বিশপের আসন থাকে।
- English Word catheter Bengali definition [ক্যাথিটা(র্)] (noun) (চিকিৎসাশাস্ত্র) যে সরু নল মূত্রথলিতে ঢুকিয়ে তরল পদার্থ প্রবেশ বা বের করতে ব্যবহার করা হয়।
- English Word cathode Bengali definition [ক্যাথোউড্] (noun) ঋণাত্মক বৈদ্যুতিক প্রান্ত। cathoderay (noun) বায়ুশূন্য টিউবে ঋণাত্মক বৈদ্যুতিক প্রান্ত থেকে নির্গত অদৃশ্য ইলেকট্রন-প্রবাহ।
- English Word catholic Bengali definition [ক্যাথালিক্] (Adjective) (১) উদার; সাধারণ; সর্বগ্রাহী; সর্বজনীন; a man with catholic tastes. (২) The Catholic Church সমগ্র খ্রিষ্টান সম্প্রদায়। Roman catholic (noun), (adjective) পোপের নেতৃত্বাধীন চার্চের অনুসারী; এই চার্চবিষয়ক। দ্রষ্টব্যPope, Protestant, Roman(৩)।
- English Word catholicism Bengali definition [কাথলাসিজাম্] (noun) পোপের নেতৃত্বাধীন চার্চের শিক্ষা, বিশ্বাস ইত্যাদি। catholicity [ক্যাথলিসাটি] (noun) [uncountable noun] ঔদার্যগুণ।
- English Word catkin Bengali definition [ক্যাট্কিন্] (noun) [countable noun] কাশফুল; এই জাতীয় ফুল।
- English Word catsup Bengali definition [ক্যাট্সাপ্] (noun)=ketchup.
- English Word cattish, catty Bengali definition [ক্যাটিশ্, ক্যাটি] (adjective) (বিশেষত) ধূর্ত ও বিদ্বেষপূর্ণ। cattiness (noun)
- English Word cattle Bengali definition [ক্যাট্ল্] (noun) (plural) গবাদিপশু। cattlecake (noun) [uncountable noun] গবাদিপশুর খাদ্য। cattlegrid পথিমধ্যস্থ নর্দমার উপর পাতা ঝাঁজরি, যার উপর দিয়ে যানবাহন পার হতে পারে, কিন্তু গবাদিপশু পারে না।
- English Word caucus Bengali definition [কোকাস্] (noun) রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটি; এই কমিটির সভা।
- English Word caught Bengali definition [কোট্] catch – এর past tense, past participle
- English Word caul Bengali definition [কোল্] (noun) (শারীরবিদ্যা) ভ্রূণ-আচ্ছাদক ঝিল্লিবিশেষ, জন্মকালে নবজাতকের মাথায় এই ঝিল্লির আবরণ থাকলে পানিতে ডুবে তার মৃত্যু হয় না- একদা এই ধারণা ছিল।
- English Word cauldron Bengali definition [কাল্ড্রান্] (noun) বড় কড়াই।
- English Word cauliflower Bengali definition [কলিফ্লাওআ(র্) America(n) কোলিফ্লাওআর্] (noun) [countable noun, uncountable noun] ফুলকপি, দ্রষ্টব্য vegetable.