C পৃষ্ঠা ২০
- English Word Celt Bengali definition [কেল্ট্ America(n) সেল্ট্] অ্যাংলো-স্যাক্সনদের আগে ব্রিটেনে বসতিস্থাপনকারী সর্বশেষ উদ্বাস্তুগোষ্ঠী; (শিথিলভাবে) এখনকার আইরিশ ওয়েল্শ, গেলিক বা ব্রেট্ন সম্প্রদায়ের লোক। Celtic (noun), (adjective) কেল্ট সম্প্রদায়বিষয়ক বা তাদের ভাষা।
- English Word cement Bengali definition [সিমেন্ট] (noun) (১) [uncountable noun] নির্মাণকাজে ব্যবহৃত চুন ও কাদা দিয়ে তৈরি ধূসর রঙের আসঞ্জনশীল চূর্ণ; সিমেন্ট। দ্রষ্টব্যconcrete. cement-mixer (noun) কংক্রিট তৈরিতে অন্য উপাদানের সঙ্গে সিমেন্ট মিশানোর যন্ত্রের ঘুরন্ত পিপা। (২) জোড়া দেওয়া বা ছিদ্র (যথা দাঁতের ছিদ্র) ভরাট করতে ব্যবহৃত সিমেন্টের মতো যেকোনো পদার্থ। □ (verb transitive) সিমেন্ট লাগানো; সিমেন্ট দিয়ে জোড়া দেওয়া; (লাক্ষণিক) শক্তিশালী করা; দৃঢ়ভাবে মিলিত করা: cement a friendship.
- English Word cemetery Bengali definition [সেমাট্রি America(n) সেমাটেরি] (noun) সমাধিক্ষেত্র; গোরস্তান।
- English Word cenotaph Bengali definition [সেনাটা:ফ্ America(n) সেনাট্যাফ্] (noun) অন্যত্র সমাহিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্মৃতিস্তম্ভ।
- English Word censer Bengali definition [সেন্সা(র্)] (noun) (গির্জায় ব্যবহৃত) ধূপাধার।
- English Word censor Bengali definition [সেনসা(র্)] (noun) (১) যে সরকারি কর্মকর্তা চিঠিপত্র, বই, সাময়িকী, নাটক, ছায়াছবি ইত্যাদি পরীক্ষা করেন এবং নীতিবিগর্হিত বা কোনোভাবে আপত্তিকর বা যুদ্ধের সময় শত্রুপক্ষের সহায়ক হতে পারে এমন অংশ থাকলে তা কেটে বাদ দেন। (২) প্রাচীন রোমে যে রাজকীয় কর্মকর্তা আদমশুমারি প্রস্তুত করতেন এবং জনসাধারণের নৈতিক চরিত্রের তত্ত্বাবধান করতেন। (verb transitive) (পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া; এরূপ কাজের সরকারি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করা। censorship [সেনসার্শিপ্] (noun) এরূপ কর্মকর্তার কাজ বা দায়িত্ব।
- English Word censorious Bengali definition [সেন্সোরিআস্] (adjective) ত্রুটিসন্ধানী; সমালোচনামুখর।
- English Word censure Bengali definition [সেন্শা(র্)] (verb transitive) censure somebody (for) কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: censure somebody for negligence. □ (noun) [uncountable noun] তিরস্কার; আপত্তি; [countable noun] সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- English Word census Bengali definition [সেনসাস্] (noun) সরকারি আদমশুমারি বা লোকগণনা।
- English Word cent Bengali definition [সেন্ট্] (noun) মার্কিন ডলার ও অন্য বহু মেট্রিক এককবিশিষ্ট মুদ্রার এক শতাংশ; এক শতাংশ মূল্যবিশিষ্ট ধাতব মুদ্রা। percent (%) শতকরা। (agree, etc) one hundred percent শতকরা একশ ভাগ; সম্পূর্ণ (রাজি হওয়া)। cent percent (adverb) (অনানুষ্ঠানিক) সর্বমোট; শতকরা একশ ভাগ।
- English Word centaur Bengali definition [সেন্টোর্] (noun) (গ্রিকপুরাণ) কল্পিত জীব, যার দেহের অর্ধভাগ মানুষের মতো এবং অর্ধভাগ ঘোড়ার মতো। দ্রষ্টব্যMinotaur.
- English Word centenarian Bengali definition [সেন্টিনেআরিআন্] (adjective) (যে ব্যক্তির বয়স) শত বা ততোধিক বছর; শতায়ু।
- English Word centenary Bengali definition [সেনটীনারি America(n) সেনটানেরি] (adjective), (noun) শতবার্ষিক; শতবার্ষিক উৎসব; শতবার্ষিকী।
- English Word center Bengali definition [সেন্টা(র্)](noun)(America(n)=centre
- English Word centi Bengali definition [সেন্টি] (prefix) শতাংশ। দ্রষ্টব্য পরি. ৫।
- English Word centigrade Bengali definition [সেন্টিগ্রেইড্] (adjective) যে তাপমাত্রায় পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের তাপমাত্রিক ব্যবধান একশ ডিগ্রিতে বিভক্ত; শত ডিগ্রিবিশিষ্ট। দ্রষ্টব্যFahrenheit এবং পরি. ৫।
- English Word centime Bengali definition [সন্টীম্] (noun) ফরাসি বা সুইচ ফ্রাংকের শতাংশ।
- English Word centipede Bengali definition [সেন্টিপীড্] (noun) (বিছা, কেন্নো, কেঁচো প্রভৃতি) বহু গ্রন্থি ও পদবিশিষ্ট ক্ষুদ্র প্রাণী।
- English Word central Bengali definition [সেনট্রাল্] (adjective) (১) কেন্দ্রীয়; কেন্দ্রী। central heating কোনো কেন্দ্রীয় উৎস থেকে পাইপবাহিত বাষ্প, গরম বাতাস বা গরম পানির সাহায্যে ভবন গরম রাখার ব্যবস্থা। central processor, central processing unit (কম্পিউটার) কম্পিউটারের যে অংশ যন্ত্রের গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং গৃহীত কার্যক্রমের নির্দেশাবলি বহন করে। (২) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ: the central idea of a poem. the central government (noun) কেন্দ্রীয় সরকার। □ (noun) (America(n)) টেলিফোন এক্সচেঞ্জ। centraly [সেন্ট্রালি] (adverb)
- English Word centralize Bengali definition [সেন্ট্রালাইজ্] (verb transitive), (verb intransitive) কেন্দ্রীভূত করা; কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন করা বা হওয়া। centralization (noun) [সেন্ট্রালাইজেইশ্ন্ America(n) [সেন্ট্রালিইজেইশ্ন্] (noun)