C পৃষ্ঠা ৮
- English Word canonize Bengali definition [ক্যানানাইজ্] (verb transitive) (Roman Catholic ধর্মসঙ্ঘ) সিদ্ধ [দ্রষ্টব্যsaint (৩)] বলে, ধর্মীয় অধিকারবলে ঘোষণা করা; (কথ্য) স্থায়ীভাবে ক্ষমতা দান করা। canonization [ক্যানানাইজেইশ্ন্ America(n) ক্যানানিজেইশ্ন্] (noun) সিদ্ধ ঘোষণা; স্থায়ী ক্ষমতাপ্রদান।
- English Word canoodle Bengali definition [ক্যানূড্ল্] (verb) নিবিড়ভাবে জড়িয়ে ধরা; আলিঙ্গন করা; আদর বা সোহাগ করা: Mother loves to canoodle her child. canoodling (noun) আলিঙ্গন, জড়াজড়ি: cheerful room with balcony seating perfect for spying or canoodle.
- English Word canopy Bengali definition [ক্যানাপি] (noun) (plural canopies) চাঁদোয়া; চন্দ্রাতপ; শামিয়ানা; বিমানে ককপিটের উপরের আচ্ছাদন; (লাক্ষণিক) মাথার উপর যেকোনো আচ্ছাদন: the canopy of the heavens, আকাশ: a canopy of leaves, পল্লববিতান।
- English Word cant 1 Bengali definition [ক্যান্ট্] (noun) [uncountable noun] (১) কপটবাক্য (বিশেষত কপট ধার্মিকতাসূচক); ভণ্ডোক্তি; ভণ্ডামি। (২) কোনো শ্রেণি বা সম্প্রদায়ের বিশেষ বুলি বা শব্দ; অবভাষা; বিভাষা: thieves’ cant; (attributive(ly)) a cant phrase.
- English Word cant 2 Bengali definition [ক্যান্ট্] (noun) ঢালু বা কাত করা অবস্থা। □ (verb transitive), (verb intransitive) কাত করা/হওয়া: cant a boat for repairs.
- English Word cantaloup, cantaloupe Bengali definition [ক্যানটালূপ্] (noun) ফুটি বা খরমুজ।
- English Word cantankerous Bengali definition [ক্যানট্যাঙ্কারাস্] (adjective) বদমেজাজি; কলহপ্রিয়।
- English Word cantata Bengali definition [ক্যান্টা:টা] (noun) মূল গায়ক এবং দোহারগণ পরিবেশিত নাটকীয় কাহিনিনির্ভর এক ধরনের সংক্ষিপ্ত গান; গীতিকা। দ্রষ্টব্যoretorio, opera.
- English Word canteen Bengali definition [ক্যান্টীন্] (noun) (১) (বিশেষত কারখানা, অফিস, সৈন্যাবাসে) যে স্থলে খাদ্য ও পানীয় বিক্রি হয় এবং কিনে খাওয়া হয়; ক্যান্টিন। (২) তৈজসপত্র ও ছুরি-কাঁটা রাখার বাক্স বা ভাণ্ড: a canteen of cutlery, ছুরি-কাঁটার বাক্স। সৈন্যদের পানাহারের পাত্র।
- English Word canter Bengali definition [ক্যান্টা(র্)] (noun) (ঘোড়া) গতিবিশেষ; চার পায়ে ঘোড়ার দ্রুততম গতির চেয়ে কিছুটা কম গতি; রেচিত; অর্ধবল্গিত: The horse was running at a canter. □ (verb transitive), (verb intransitive) অর্ধবল্গিতগতিতে ঘোড়া ছোটানা।
- English Word canticle Bengali definition [ক্যান্টিক্ল্] (noun) (বিশেষত বাইবেল থেকে) স্তুতিগীত।
- English Word cantilever Bengali definition [ক্যান্টিলীভা(র্)] (noun) (ঝুলবারান্দা ইত্যাদি ধারণ করতে) দেওয়ান বা ভিত্তিমূল থেকে প্রসারিত দীর্ঘ, প্রশস্ত বাহুসদৃশ বন্ধনী; বহির্বাহু। cantilever bridge স্তম্ভের সঙ্গে যুক্ত বহির্বাহুর উপর নির্মিত সেতু; বহির্বাহু সেতু।
- English Word canto Bengali definition [ক্যান্টোউ] (noun) (plural cantos) [ক্যান্টোউজ্]) দীর্ঘ কবিতার (যেমন মহাকাব্যের) সর্গ বা কাণ্ড।
- English Word canton Bengali definition [ক্যান্টন্] (noun) কোনো দেশের (বিশেষত সুইট্জারল্যান্ডের) প্রশাসনিক উপবিভাগবিশেষ।
- English Word cantonment Bengali definition [ক্যান্টূন্মান্ট্ America(n) ক্যান্টোউন্মান্ট্] (noun) সেনানিবাস; সেনাছাউনি।
- English Word cantor Bengali definition [ক্যান্টো(র্)] (noun) গির্জার মুখ্য গায়ক।
- English Word canuck Bengali definition [কানুক্] (noun) (America(n) অপশব্দ) (ফরাসি) কানাডীয়।
- English Word canvas Bengali definition [ক্যান্ভাস্] (noun) [uncountable noun] তাঁবু, পাল, থলে ইত্যাদি এবং তৈলচিত্রের পট হিসেবে ব্যবহৃত মজবুত, মোটা কাপড়বিশেষ; টাট; [countable noun] তৈলচিত্রের জন্য উক্ত বস্ত্রের খণ্ড; তৈলচিত্র। under canvas (ক) (সৈনিক, স্কাউট প্রভৃতি সম্বন্ধে) তাঁবুতে বসবাসরত; তাঁবুবাসী। (খ) (জাহাজ সম্বন্ধে) মুক্ত পালের; পালতোলা।
- English Word canvass Bengali definition [ক্যান্ভাস্] (verb transitive), (verb intransitive) (১) canvass (for) ভোট, পণ্য সরবরাহের ফরমাশ, চাঁদা ইত্যাদি সংগ্রহের প্রত্যাশায় কিংবা কোনো প্রশ্নে সাধারণের মতামত জানতে দ্বারে দ্বারে ঘোরা; যাচ্ঞা করে ফেরা; প্রচারণা চালানো: Are you canvassing for the local candidate? (২) পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা; আলোচনার মাধ্যমে পরীক্ষা করা: canvass views/opinions. □ (noun) canvassing যাচ্ঞা; প্রচারণা।
- English Word canyon, cañon Bengali definition [ক্যানিয়ান্] (noun) (সাধারণত মধ্য দিয়ে প্রবাহিত নদীসহ) গভীর গিরিখাত।