C পৃষ্ঠা ৫
- English Word Calvary Bengali definition [ক্যাল্ভারি] (noun) জেরুজালেমের উপকণ্ঠে যে পাহাড়ে যিশুখ্রিষ্ট ক্রুশারোপিত হয়েছিলেন; খ্রিস্টের ক্রুশারোপণের খোদাই করা বিগ্রহ; ক্যালভারি।
- English Word calve Bengali definition [কা:ভ America(n) ক্যাভ্] (verb intransitive) বাছুর প্রসব করা।
- English Word Calvinism Bengali definition [ক্যাল্ভিনিজাম্] (noun) ফরাসি প্রটেস্ট্যান্ট ধর্মতাত্ত্বিকে জঁ কালভ্যাঁর (১৫০৯-১৫৬৪) ধর্মীয় মতবাদ; কালভ্যাঁবাদ। calvinist (noun) কালভিনীয়।
- English Word Calypso Bengali definition [কালিপ্সোউ] (noun) (plural Calypsos [কালিপ্সোউজ্]) (ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে বসবাসকারীদের মধ্যে প্রচলিত) চলতি বিষয়ে তাৎক্ষণিকভাবে রচিত বিশেষ শ্রেণির গান; এক ধরনের কবিগান।
- English Word calyx Bengali definition [কেইলিক্স্] (noun) (plural 'calyxes' কিংবা 'calyces' [কেইলিসীজ]) পুষ্পকোরকের বহিরাবরণ; বৃতি।
- English Word cam Bengali definition [ক্যাম্] (noun) চক্রগতিকে ঊর্ধ্ব ও অধঃ কিংবা সম্মুখ-পশ্চাৎ গতিতে রূপান্তরিত করতে চাকা বা ঈষার অভিক্ষিপ্ত অংশ; দন্তক; ক্যাম। camshaft [ক্যাম্শা:ফ্ট্ America(n) ক্যাম্শ্যাফ্ট্] (noun) (গাড়িতে) যে ঈষার সঙ্গে দন্তক সংযুক্ত থাকে; দন্তক ঈষা।
- English Word camaraderie Bengali definition [ক্যামারা:ডারি America(n) ক্যামার্যাডারি] (noun) (ফরাসি) [uncountable noun] সহকর্মী/সতীর্থদের মধ্যে বন্ধুত্ব ও পারষ্পরিক আস্থা; সহমর্মিতা; সৌহার্দ।
- English Word camber Bengali definition [ক্যাম্বা(র্)] (noun) কোনো বক্ররেখার (যেমন কোনো রাস্তার উপরিভাগের) ঊর্ধ্বগামী ঢাল; উত্তল বক্রিমা। □ (verb transitive), (verb intransitive) (কোনো তল সম্বন্ধে) বক্রিমা থাকা/সৃষ্টি করা।
- English Word cambric Bengali definition [কেইম্ব্রিক] (noun) [uncountable noun] উৎকৃষ্ট মিহি কার্পাস বা ক্ষৌম বস্ত্রবিশেষ; নয়নসুখ।
- English Word came Bengali definition come -এর past tense
- English Word camel Bengali definition [ক্যাম্ল্] (noun) উট; উষ্ট্র। cameleer (noun) উষ্ট্রচালক। cameline (adjective) ঔষ্ট্র। camelish (adjective) উষ্ট্রসুলভ; একগুঁয়ে। camel-corps (noun) উষ্ট্রারোহী সেনাদল। camel-hair (noun) উষ্ট্রালোম; শিল্পীদের তুলির উপকরণ হিসেবে কাঠবিড়ালির লেজের লোম; উটের লোমের তৈরি মোটা নরম কাপড়বিশেষ।
- English Word camellia Bengali definition [কামীলিআ] (noun) উজ্জ্বল পাতা এবং সাদা, লাল বা পাটল বর্ণের গোলাপসদৃশ পুষ্পবিশিষ্ট চীন ও জাপান দেশীয় গুল্মবিশেষ; উক্ত ফুল; ক্যামেলিয়া।
- English Word Camembert Bengali definition [ক্যামাম্বেআ(র্)] (noun) (ফরাসি) ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলে উৎপন্ন নবনীসমৃদ্ধ নরম পনিরবিশেষ; কামঁবের।
- English Word cameo Bengali definition [ক্যামিওউ] (noun) (plural cameos [ক্যামিওউজ্]) (১) বিশেষত দ্বিবর্ণবিশিষ্ট মণিবিশেষ, যার উপর মূর্তি খোদাই করে অলংকাররূপে ব্যবহার করা হয়; ক্যামেও। (২) কোনো ব্যক্তি, ঘটনা, স্থান ইত্যাদির সারভূত গুণাবলি-প্রকাশক সংক্ষিপ্ত রচনা বা অভিনয়াংশ; চুম্বকনাট্য।
- English Word camera Bengali definition [ক্যামারা] (noun) (১) ক্যামেরা: film/movie/TV camera. cameraman [ক্যামারাম্যান্] (noun) (plural cameramen) চিত্রগ্রাহক; ক্যামেরাম্যান। (২) in camera (লাক্ষণিক) বিচারকের খাসকামরায়, বিচারালয়ে নয়; একান্তে; রুদ্ধদ্বার।
- English Word camomile, chamomile Bengali definition [ক্যামামাইল্] (noun) [uncountable noun] ডেইজিসদৃশ পুষ্পবিশিষ্ট সুগন্ধ ওষুধিবিশেষ; ওষুধরূপে ব্যবহৃত উক্ত ওষুধির শুষ্ক পাতা ও ফুল; ক্যামোমিল।
- English Word camouflage Bengali definition [ক্যামুফ্লা:জ্] (noun) [uncountable noun] (১) যা কোনো কিছুর উপস্থিতি বা স্বরূপ-উপলব্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে; কপটবেশ; কূটবেশ: Many animals make use of their colour as a natural camouflage against their enemies. (২) (যুদ্ধে) শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য রং, জাল, গাছের ডাল ইত্যাদির সাহায্যে সৃষ্ট মিথ্যা প্রতিভাস; ধোঁকার টাটি; কূটাবরণ। □ (verb transitive) ধূম্রজাল সৃষ্টি করা; চোখে ধুলা দেওয়া; কূটাবরণের সাহায্যে শত্রুকে প্রতারিত করা; কূটবেশ ধারণ করা।
- English Word camp 1 Bengali definition [ক্যাম্প্] (noun) (১) যে স্থানে লোকে (যেমন অবকাশযাপনকারী, সৈনিক, বয়স্কাউট, অনুসন্ধাতা) তাঁবু বা কুটিরে কিছুকালের জন্য অবস্থান করে; শিবির; ছাউনি: be in a camp; pitch a camp, strike/break up camp, (তাঁবু ইত্যাদি) গুটানো। camp-bed/ campchair/ campstool (noun) ক্যাম্পখাট; ক্যাম্পচেয়ার; ক্যাম্পটুল। camp-fire (noun) খোলা আকাশের নিচে প্রজ্বলিত কাঠ ইত্যাদির আগুন; তাঁবুর আগুন। camp-follower (noun) পণ্য বা সেবা বিক্রির জন্য যে ব্যক্তি (অসৈনিক) কোনো সেনাবাহিনীর অনুসরণ করে; সেনাচর। অপিচ দ্রষ্টব্যconcentration camp. camping-site (noun) যে স্থলে সাধারণত অবকাশযাপনের উদ্দেশ্যে কিছুদিনের জন্য তাঁবু খাটিয়ে বসবাসের অনুমতি দেওয়া হয় এবং যেখানে প্রায়ই প্রক্ষালন ইত্যাদির ব্যবস্থা থাকে; অবকাশযাপন-শিবির। (২) (বিশেষত ধর্ম ও রাজনীতিতে) একই মতাবলম্বী ব্যক্তিবর্গ; শিবির: We’re in the same camp. □ (verb intransitive) camp (out) তাঁবু বা শিবিরে বাস করা; তাঁবু পাড়া/পোঁতা/ফেলা: Are you camping here? go camping তাঁবু ইত্যাদিতে ছুটি কাটানো: They intend to go camping this summer. camper (noun) camping (noun) (ground) [uncountable noun]: a camping holiday শিবিরের অবকাশযাপন।
- English Word camp 2 Bengali definition [ক্যাম্প্] (adjective) (কথ্য) অতিরঞ্জিতভাবে জাঁকালো/ভঙ্গিপ্রধান: camp acting; ইচ্ছাকৃতভাবে এবং কৌতুকজনকভাবে সেকেলে: such camp old blustering plays. কৃত্রিমভাবে মেয়েলি: a camp walk. □ (noun) উক্ত ধরনের অতিরঞ্জন ও কৃত্রিম আচরণ। □ (verb intransitive), (verb transitive) camp (it up) উক্ত প্রকার আচরণ করা।
- English Word campaign Bengali definition [ক্যাম্পেইন্] (noun) [countable noun] সাধারণত একই এলাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে অনেকগুলো সামরিক তৎপরতা; সমরাভিযান; বিশেষ উদ্দেশ্য সাধনে পরিকল্পিত প্রজম্মপরম্পরা অভিযান; প্রচারাভিযান: a political campaign; a campaign to raise funds. □ (verb intransitive) অভিযান পরিচালনা করা; অভিযানে অংশ নেওয়া। □ (noun) campaigner অভিযানকারী: He is an old campaigner, পরিস্থিতি সামাল দেওয়ার প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন; ঝানু/পোড়খাওয়া লোক।