C পৃষ্ঠা ৯
- English Word cap Bengali definition [ক্যাপ্] (noun) (১) টুপি; ফুটবল দল ইত্যাদির সদস্যদের প্রদত্ত কিংবা পদমর্যাদাসূচক বিশেষ টুপি: a cardinal’s cap, কার্ডিনালের মস্তকাবরণ; চেটালো উপরিভাগ এবং প্রলম্বক (ট্যাসেল) যুক্ত শিক্ষাজাগতিক শিরঃপরিচ্ছদ। wearing his cap and gown. (২) সেবিকাদের এবং অতীতে বৃদ্ধাদের গৃহমধ্যে পরিধেয় শিরোবস্ত্র। (৩) টুপিসদৃশ আবরণ (যেমন দুধের বোতলের); পিধান। (৪) percussion cap কাগজ ইত্যাদির মোড়কে রক্ষিত আস্ফোটক (ডেটনেটর) হিসেবে স্বল্পপরিমাণ বারুদ; প্রতিঘাত পিধান। (৫) (বাক্যাংশ) cap and bells সেকালে ভাঁড়দের পরিধেয় ঘণ্টিযুক্ত টুপিবিশেষ। if the cap fits মন্তব্যটি নিজের সম্পর্কে প্রযোজ্য মনে হলে। cap in hand সবিনয়ে; বিনম্রভাবে। set one’s cab at somebody (তরুণী বা মহিলা) পাণিপ্রার্থী হিসেবে কাউকে আকৃষ্ট করার চেষ্টা করা; কারো উপর (বিবাহের উদ্দেশ্যে) তাক করা। □ (verb transitive) (capped, capping, caps) (১) টুপি পরা; উপরিভাগ আবৃত করা। (২) (অন্যে যা বলেছে বা করেছে তার চেয়ে) ভালো কিছু করা বা বলা। cap a story/joke অধিকতর কৌতুককর কোনো গল্প/কৌতুক বলা। (৩) (ফুটবল দল ইত্যাদির সদস্যরূপে কোনো খেলোয়াড়কে) সম্মানসূচক টুপি দেওয়া : He was capped by the captain for his extraordinary performance. (স্কটিশ বিশ্ববিদ্যালয়ে) উপাধি দেওয়া।
- English Word cap-a-pie Bengali definition [ক্যাপ্ আপী] (adverb) (অস্ত্রসজ্জা) আপাদমস্তক; আনখশির।
- English Word capability Bengali definition [কেইপাবিলাটি] (noun) (১) [uncountable noun] কোনো কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য; বিকাশযোগ্যতা: nuclear capability, পারমাণবিক সামর্থ্য। (২) (plural capabilities) অবিকশিত চিত্তবৃত্তি; বিকাশক্ষম গুণাবলি; সুপ্ত সম্ভাবনা: great capabilities.
- English Word capable Bengali definition [কেইপাব্ল্] (adjective) (১) শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ: a very capable doctor/nurse/teacher. (২) capable of (ক) (ব্যক্তি) শক্তি-ক্ষমতাবিশিষ্ট: I know what you are capable of. (৩) (বস্তু, পরিস্থিতি ইত্যাদি) সম্ভাবনা আছে এমন; উন্মুখ: The system is capable of change for the better. capably (adverb) যোগ্যতা/দক্ষতার সঙ্গে।
- English Word capacious Bengali definition [কাপেইশাস্] (adjective) সুপরিসর; প্রশস্ত; বিশাল; ধারণক্ষমতাসম্পন্ন: a capacious memory. capaciousness (noun) বিশালতা; ধারণক্ষমতা।
- English Word capacity Bengali definition [কাপ্যাসাটি] (noun) (১) [uncountable noun] (এবং indefinite article- সহ) ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান: The theatre has a seating capacity of 200. She has a great capacity for happiness. (২) [countable noun] (plural capacities) পদমর্যাদা; চারিত্র্য। in one’s capacity as ক্ষমতাবলে; হিসেবে: He took this action in his capacity as an MP.
- English Word caparison Bengali definition [কাপ্যারিসান্] (noun) অশ্বের বস্ত্রাবরণ; সাজসজ্জা। □ (verb transitive) ঘোড়াকে বস্ত্রাবৃত করা; দামি পোশাক-পরিচ্ছদ পরানো।
- English Word cape 1 Bengali definition [কেইপ্] (noun) ঢিলা, আস্তিনহীন (ঊর্ধ্বাঙ্গের জামাবিশেষ); প্রাবার।
- English Word cape 2 Bengali definition [কেইপ্] (noun) অন্তরীপ। The cape of Good Hope উত্তমাশা অন্তরীপ; Cape Province কেইপ প্রদেশ।
- English Word caper 1 Bengali definition [কেইপা(র্)] (verb intransitive) (খেলাচ্ছলে) লাফানো; তিড়িংবিড়িং করা। □ (noun) cut a caper / capers (খেলাচ্ছলে) নেচে বেড়ানো; মূর্খের মতো বা উদ্ভট আচরণ।
- English Word caper 2 Bengali definition [কেইপা(র্)] (noun) কণ্টকগুল্ম; (plural) বিশেষ ধরনের চাটনি বানানোর জন্য ঐ গুলোর সংরক্ষিত মুকুল; caper sauce.
- English Word capillary Bengali definition [কাপিলারি America(n) ক্যাপালেরি] (noun) (plural capillaries) কৈশিক নালি; (attributive(ly)) capillary attraction কৈশিক আকর্ষণ।
- English Word capital 1 Bengali definition [ক্যাপিট্ল্] (noun) (attributive(ly)) (১) রাজধানী। (২) (বর্ণমালার বর্ণ) বড় ছাঁদের (বর্ণ)। (৩) স্তম্ভের ঊর্ধ্বভাগ; স্তম্ভশীর্ষ। □ (adjective) (১) প্রাণদণ্ডার্হ; capital offences. (২) (প্রাচীন কথ্য) অত্যুৎকৃষ্ট; খাসা; চমৎকার: He gave a capital performance.
- English Word capital 2 Bengali definition [ক্যাপিট্ল্] (noun) [uncountable noun] পুঁজি; মূলধন। capital expenditure (noun) যন্ত্রপাতি ক্রয়, ইমারত প্রভৃতি খাতে ব্যয়িত অর্থ; মূলধনীয় ব্যয়। capitalgain বিনিয়োগকৃত অর্থ কিংবা সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা; মূলধনীয় মুনাফা। capital gains tax (noun) যেকোনো মূলধনীয় মুনাফার উপর দেয় কর; মূলধনীয় মুনাফাকর। capital goods (noun) অন্য পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্য; মূলধনীয় পণ্য। capital intensive (adjective) (শিল্পোৎপাদন পদ্ধতি) বিপুল অঙ্কের অর্থের বিনিয়োগ আবশ্যক এমন; পুঁজিঘন। দ্রষ্টব্যlabour intensive. capitalevy (noun) দেশের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি থেকে রাষ্ট্র কর্তৃক অংশবিশেষ প্রতিগ্রহণ; সম্পত্তি শুল্ক। capital transfer (noun) বড় অঙ্কের অর্থ অন্য কোনো ব্যক্তিকে প্রদান; পুঁজি হস্তান্তর। capital transfer tax (noun) দানের মূল্য দাতার জীবদ্দশায় বা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট অঙ্ক অতিক্রম করলে পুঁজি হস্তান্তরের উপর দেয় কর; পুঁজি হস্তান্তর কর। fixed capital যন্ত্রপাতি, ইমারত ইত্যাদি; স্থাবর পুঁজি। floating capital অস্থাবর পুঁজি (= মূলধনীয় পণ্য)I a capital of মূল্যের পুঁজি। make capital of something পুঁজি করা।
- English Word capitalism Bengali definition [ক্যাপিটালিজাম্] (noun) [uncountable noun] পুঁজিতন্ত্র; পুঁজিবাদ। দ্রষ্টব্যsocialism. capitalist (noun) (১) পুঁজিপতি। (২) পুঁজিবাদী; পুঁজিতান্ত্রিক। □ (adjective) পুঁজিবাদী; পুঁজিতান্ত্রিক: a capitalist economy. capitalistic (adjective) পুঁজিতান্ত্রিক।
- English Word capitalize Bengali definition [ক্যাপিটালাইজ্] (verb transitive), (verb intransitive) (১) বড় ছাঁদের অক্ষরে লেখা বা ছাপানো। (২) পুঁজিতে রূপান্তরিত করা; (লাক্ষণিক) সুযোগ-সুবিধা গ্রহণ করা; নিজের সুবিধার জন্য ব্যবহার করা; পুঁজি করা। (৩) capitalize on লাভবান হওয়া; (থেকে) মুনাফা হাসিল করা: capitalize on the mistakes of a rival. capitalization [ক্যাপিটালাইজেইশ্ন্ America(n) ক্যাপিটালিজেইশ্ন্] (noun) পুঁজিতে রূপান্তরকরণ।
- English Word capitation Bengali definition [ক্যাপিটেইশ্ন্] (noun) মাথাপিছু সমান অঙ্কের কর, শুল্ক, অনুদান (গণনা); মাথাপিছু কর (গণনা)। capitationfee (noun) কর (সাধারণত plural) বেসরকারি কলেজে ভর্তির নির্ধারিত ফিস।
- English Word capitol Bengali definition [ক্যাপিট্ল্] (noun) মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন।
- English Word capitulate Bengali definition [কাপিচুলেইট্] (verb transitive) (নির্ধারিত শর্তে) আত্মসমর্পণ করা। capitulation [কাপিচুলেইশ্ন্] (noun) [uncountable noun] (নির্ধারিত শর্তে) আত্মসমর্পণ।
- English Word capon Bengali definition [কেইপান্ America(n) কেইপন্] (noun) খাসি মোরগ; ছিন্নমুষ্ক কুক্কুট।