C পৃষ্ঠা ২৪
- English Word chandler Bengali definition [চা:ন্ড্লা(র্) America(n) চ্যান্ড্লার] (noun) (১) যে ব্যক্তি মোমবাতি, তেল, সাবান, রং; ইত্যাদি তৈরি বা বিক্রি করে। (২) ship’s chandler জাহাজের জন্য প্রয়োজনীয় ক্যাম্বিস কাপড়, দড়ি ও অন্যান্য সামগ্রীর কারবারি।
- English Word change 1 Bengali definition [চেইন্জ্](verb transitive),(verb intransitive) (১) change (from/out of) (to/into); change (for) এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া; স্থান পরিবর্তন করা; পোশাক পরিবর্তন করা: It wont take me five minutes to change, পোশাক পাল্টাতে পাঁচ মিনিটও সময় লাগবে না। I’ve changed my address, বাসা বদল করেছি। The car has changed hands several times, গাড়ি অনেকবার কেনাবেচা হয়েছে, হাতবদল হয়েছে। change (trains) ভ্রমণকালে ট্রেন বদল করা। change up/down (মোটরগাড়ি চালনায়) উঁচু/নিচু গিয়ারে ওঠানামা করা, গিয়ার পাল্টানো। (২) change something (for/into something else) (কিছু) দিয়ে (কিছু) গ্রহণ করা; বিনিময় করা: Can you change this five taka note? পাঁচ টাকার নোট ভাঙিয়ে দিতে পারবে? Shall we change seats? আমরা কি জায়গা/আসন বদল করব? (৩) change (from) (in/to) পরিবর্তন করা বা হওয়া: He has changed my life. সে আমার জীবনটা পাল্টে দিয়েছে। You have changed a lot, অনেক বদলে গেছ। changeover (from) (to) পুরনো পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতি গ্রহণ করা: The country has changed over from military to democratic rule in recent years. change-over (noun) The country has made a change over from military to democratic rule. change one’s mind মন পরিবর্তন করা। change one’s note/tune সুর পাল্টানো। changestep (কুচকাওয়াজকালে) এক পায়ে তাল রেখে চলা। changeable (adjective) যে বা যা পরিবর্তিত হতে পারে; যে বা যা প্রায়ই পরিবর্তিত হয়; পরিবর্তনক্ষম: change behaviours. changeableness (noun)
- English Word change 2 Bengali definition [চেইন্জ্] (noun) (১) [countable noun] পরিবর্তিত বা ভিন্ন অবস্থা; অন্য বস্তুর পরিবর্তে ব্যবহৃত বস্তু; স্থানান্তরে গমন। a change of air/climate ১ হাওয়া পরিবর্তন। ring the changes, দ্রষ্টব্যring 2 (১১)। (২) [uncountable noun] খুচরো টাকা; ফেরত-পাওয়া টাকা। I left my change on the shop counter. get no change out of (somebody) (কথ্য) কোনো সাহায্য, কথা, তথ্য, সুযোগ না-পাওয়া/বের করতে না-পারা। (৩) [countable noun, uncountable noun] পরিবর্তন; পরিবর্তনশীল। for a change বৈচিত্র্যের জন্য; গৎবাঁধা কাজ থেকে ভিন্নতার জন্য। change of life=menopause. changeful [চেইন্জ্ফুল্] (adjective) যে বা যা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে; যে বা যা পরিবর্তিত হতে পারে। changeIess (adjective) পরিবর্তনহীন; অপরিবর্তনীয়।
- English Word changeling Bengali definition [চেইন্জ্লিঙ্] (noun) শৈশবে এক শিশুর বদলে গোপনে রেখে-যাওয়া অন্য শিশু; বিশেষত (পুরনো কথা-কাহিনিতে) পরীদের দ্বারা চুরি-করা শিশুর জায়গায় রেখে যাওয়া অন্য এক কিম্ভূত, কদাকার বা নির্বোধ শিশু।
- English Word channel Bengali definition [চ্যান্ল্] (noun) (১) প্রণালি। (২) প্রাকৃতিক বা কৃত্রিম জলপথ; খাল; তরল পদার্থ নিঃসরণের পথ বা খাত। (৩) কোনো জলপথের গভীরতর অংশ। (৪) (লাক্ষণিক) যে মাধ্যম বা সূত্রে খবর, তথ্য, ধ্যান-ধারণা ইত্যাদি প্রবাহিত হতে পারে; channels of information. through the usual channels (ব্যক্তি, গোষ্ঠী ইত্যাদির ভিতর) যোগাযোগের প্রচলিত সূত্রের মাধ্যমে, যথা, আইন পরিষদে নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে। (৫) বেতার যোগাযোগের (যথা, রেডিও, টিভি) ক্ষেত্রে ব্যবহৃত ধ্বনিতরঙ্গের নির্দিষ্ট মাত্রা। (verb transitive) খাল বা খাত সৃষ্টি করা; পথ কাটা বা পথ করা: The river channels its way through the forest.
- English Word chant Bengali definition [চা:ন্ট্ America(n) চ্যান্ট্] (noun) [countable noun] স্তব, পুনরাবৃত্ত সুর, কথা বা গান; একই সূত্রে বাঁধা মাত্রা বা শব্দগুচ্ছ। দ্রষ্টব্যhymn. chant (verb transitive) গান করা; (প্রার্থনা ইত্যাদি) সুর করে পাওয়া; স্তব করা। chant somebody’s praises (লাক্ষণিক) সারাক্ষণ কারো গুণকীর্তন করা।
- English Word chantey, chanty Bengali definition [চ্যান্টি] (noun) (America(n))=shanty.
- English Word chaos Bengali definition [কেইঅস্] (noun) [uncountable noun] নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি। chaotic [কেইঅটিক্] (adjective) নৈরাজ্যিক; বিশৃঙ্খল; বিভ্রান্তিকর। chaotically [কেইঅটিক্লি] (adverb)
- English Word chap 1 Bengali definition [চ্যাপ্] (verb transitive), (verb intransitive) (১) (চামড়া) খসখসে হওয়া; ফেটে যাওয়া। (২) খসখসে করা বা ফাটল ধরানো। (noun) বিশেষত চামড়ার ফাটল।
- English Word chap 2 Bengali definition [চ্যাপ্] (noun) (অপিচ) chop (plural) বিশেষত জীবজন্তুর চোয়াল; গাল।
- English Word chap 3 Bengali definition [চ্যাপ্] (noun) (১) (কথ্য) লোক; ছেলে; বেটা। (২) (কথ্য) ব্যক্তি, বন্ধু: Volunteering is something that a chap does on his own.
- English Word chapel Bengali definition [চ্যাপ্ল্] (noun) (১) সাধারণত বড় পরিবার, স্কুল, কারাগার ইত্যাদিতে খ্রিষ্টীয় উপাসনার জন্য রক্ষিত স্থান। (২) গির্জার অভ্যন্তরে ব্যক্তিগত উপাসনার জন্য ব্যবহৃত বেদিযুক্ত ক্ষুদ্র স্থান, যা সাধারণত উৎসর্গিত হয়ে থাকে, যথা: Lady’s Chapel, খ্রিষ্টমাতা মেরিকে উৎসর্গিত চ্যাপল। দ্রষ্টব্যchurch. (৩) (British/Britain; বিলীয়মান ব্যবহার) ইংল্যান্ডের প্রতিষ্ঠিত ধর্মমতের (Anglican Church/Church of England) বাইরে অস্থানকারীদের ব্যবহৃত উপাসনালয়: The Methodist chapel. chapelgoer [চ্যাপ্ল্গোউআ(র্)] (noun) (ইংল্যান্ডে) ভিন্নমতাবলম্বী খ্রিষ্টান। (৪) চ্যাপলে অনুষ্ঠিত উপাসনা। (৫) ছাপাখানায় সংগঠিত ট্রেড ইউনিয়ন সদস্যবৃন্দ।
- English Word chaperon Bengali definition [শ্যাপারোউন্] (noun) সামাজিক অনুষ্ঠানে বালিকা বা অবিবাহিত তরুণীর বিবাহিত বা বয়স্ক অভিভাবিকা। (verb transitive) এরূপ অভিভাবিকার দায়িত্ব পালন করা।
- English Word chapfallen Bengali definition [চ্যাপ্ফোলান্] (adjective) চোয়াল বসে গেছে বা নেই এমন; (আলংকারিক অর্থ) বিষণ্ণ; হতাশ।
- English Word chapkan Bengali definition [চাপ্কান্] (noun) উপমহাদেশের পুরুষদের পরিহিত এক ধরনের লম্বা কোর্তা; আচকান। দ্রষ্টব্যachkan.
- English Word chaplain Bengali definition [চ্যাপ্লিন্] (noun) বিশেষত নৌ, সেনা বা বিমানবাহিনীর অথবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব উপাসনালয়ে কর্তব্যরত ধর্মযাজক। দ্রষ্টব্যpadre. chaplaincy [চ্যাপ্লিন্সি](noun) এরূপ ধর্মযাজকের দায়িত্ব, এলাকা বা বাসগৃহ।
- English Word chaplet Bengali definition [চ্যাপ্লিট্] (noun) (ফুল, পাতা, মণিমুক্তা প্রভৃতি দিয়ে তৈরি) মাথার মালা; শিরোমাল্য; তসবি; জপমালা।
- English Word chapter Bengali definition [চ্যাপ্টা(র্)] (noun) (১) অধ্যায়; পরিচ্ছেদ। chapter of accidents একের পর এক ঘটে যাওয়া দুর্ভাগ্যের সমাহার; দুর্ভাগ্যের অধ্যায়। chapter and verse কোনো বক্তব্যের সমর্থনে উপস্থাপিত যথাযথ নজির। (২) নির্দিষ্ট কালপর্ব; পর্যায়কাল; পর্যায়; বিশেষ ঘটনা দ্বারা সূচিত কাল-অধ্যায়: the most barren chapter in the history of Bengali Literature. (৩) কোনো প্রধান গির্জা বা মঠের সব সদস্যযাজকের সাধারণ সম্মেলন বা সভা। chapter-house (noun) এরূপ সম্মেলনের জন্য ব্যবহৃত ভবন।
- English Word char 1 Bengali definition [চা:র্)] (verb transitive), (verb intransitive) ( কোনো কিছুর উপরিভাগ) পুড়ে কালো হওয়া বা পুড়িয়ে কালো করা।
- English Word char 2 Bengali definition [চা:র্)] (verb intransitive) ঠিকা কাজ করা। charlady, charwoman (noun) ঠিকা ঝি।