C পৃষ্ঠা ২৩
- English Word chalk Bengali definition [চোক্] (noun) (১) [uncountable noun] চুনাপাথর। chalkpit (noun) চুনাপাথরের খনি। (২) [countable noun, uncountable noun] চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি। দ্রষ্টব্যblackboard. (৩) as different as chalk and cheese; as like as chalk (is) to cheese প্রকৃতিগতভাবে ভিন্ন। by a long chalk ঢের ঢের বেশি। (verb transitive) চকখড়ি দিয়ে লেখা, আঁকা, দাগ দেওয়া; চকখড়ি দিয়ে সাদা করা। chalk something up বিবরণ লিপিবদ্ধ করা। chalkout পরিকল্পনা বা ছক তৈরি করা। chalky (adjective) চুনাপাথরবিষয়ক; চুনাপাথরসংবলিত; চুনাপাথরজাতীয়।
- English Word challenge Bengali definition [চ্যালিন্জ্] (noun) (১) শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান। (২) কাউকে থামতে বলে পরিচয় দেওয়ার জন্য প্রহরী কর্তৃক উচ্চারিত নির্দেশ। □ (verb transitive) challenge (to) শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান করা; (বক্তব্য ইত্যাদির সমর্থনে) তথ্য উপস্থাপন করতে বলা। challenger (noun) দ্বন্দ্বযুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদিতে আহ্বানকারী ব্যক্তি।
- English Word chamber Bengali definition [চেইম্বা(র্)] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) ঘর; কক্ষ; বিশেষত শোবার ঘর। chamber of horrors যেখানে ভয়ঙ্কর বস্তুর প্রদর্শনী হয়। chambermaid (বর্তমানে প্রধানত হোটেল ইত্যাদির) শয়নকক্ষের পরিচারিকা। chambermusic স্বল্পসংখ্যক বাদকের জন্য যন্ত্রসংগীত। chamber-pot শয়নকক্ষে ব্যবহৃত মূত্রাধার। (২) (plural) আদালতে প্রেরণীয় নয় এমন মামলার জন্য ব্যবহৃত বিচারকের কক্ষ, (America(n) ব্যতিরেকে) বসবাসের জন্য বা দপ্তর হিসেবে ব্যবহারের জন্য বৃহৎ ভবনের কামরাগুচ্ছ। (৩) প্রায়ই Upper Chamber (উচ্চকক্ষ বা পরিষদ) ও Lower Chamber (নিম্নকক্ষ বা পরিষদ) নামে পরিচিত আইনপ্রণেতাবর্গ (যথা, আমেরিকার সিনেট ও প্রতিনিধি পরিষদ) বা এদের ব্যবহৃত হলঘর। (৪) (বিশেষত বিলেতের Inns of Court- এ অবস্থিত) আইনজীবীদের দপ্তর। (৫) ব্যবসা উপলক্ষে সংগঠিত ব্যক্তিবর্গ: chamber of Commerce. (৬) প্রাণীদেহের বা বৃক্ষগাত্রের অভ্যন্তরে পরিবেষ্টিত স্থান: chamber of the heart.
- English Word chamberlain Bengali definition [চেইম্বালিন্] (noun) (প্রাচীন প্রয়োগ) রাজসংসারের ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তাব্যক্তি; প্রাসাদ সরকার।
- English Word chameleon Bengali definition [কামীলিআন্] (noun) নিজ রং পাল্টাতে সক্ষম গিরগিটি; ভোল পাল্টাতে সক্ষম ব্যক্তি; বহুরূপী।
- English Word chammy-leather Bengali definition [শ্যামি লেদা(র্)] (noun) শ্যামোয়ার চামড়া।
- English Word chamois Bengali definition [শ্যামোআ: America(n) শ্যামি] (noun) ইউরোপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার উঁচু পর্বতমালায় বিচরণকারী ক্ষুদ্র ছাগসদৃশ প্রাণী; কৃষ্ণসার হরিণ।
- English Word chamomile Bengali definition (noun) (America(n))=camomile
- English Word champ 1 Bengali definition [চ্যাম্প্] (verb transitive), (verb intransitive) (১) (ঘোড়া সম্বন্ধে) সশব্দে চিবানো। (২) (লাক্ষণিক) অসহিষ্ণুতা দেখানো; champ with rage.
- English Word champ 2 Bengali definition [চ্যাম্প্] (noun) champion (২)- এর কথ্য সংক্ষেপ।
- English Word champagne Bengali definition [শ্যাম্পেইন] (noun) ফরাসি মদ্যবিশেষ।
- English Word champion Bengali definition [চ্যাম্পিআন্] (noun) (১) যে ব্যক্তি অপরের সমর্থনে বা কোনো অভীষ্টের জন্য যুদ্ধ করে, তর্কে নামে যা কথা বলে: a champion of democracy. (২) প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তি, দল ইত্যাদি। □ (adjective), (adverb) (কথ্য) চমৎকার(ভাবে)। □ (verb transitive) সমর্থন করা; রক্ষা করা। championship [চ্যাম্পিআন্শিপ] (noun) [uncountable noun] (কারো বা কোনো কিছুর) পক্ষ সমর্থন; [countable noun] বিজয়ীর আসন; বিজয় মুকুট; বিজয়ী নির্ধারণী প্রতিযোগিতা।
- English Word chance 1 Bengali definition [চান্স্ America(n) চ্যান্স্] (১) [uncountable noun] দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য কারণ ছাড়া যা ঘটে; দৈব ঘটনা; ভাগ্য; কপাল। by chance দৈবক্রমে; দৈবাৎ। game of chance ভাগ্যের খেলা। take one’s chance ঝুঁকি নেওয়া। (২) [countable noun, uncountable noun] সম্ভাবনা: I have no chance of winning. on the (off) chance that/of doing something এই সম্ভাবনা মনে রেখে; এই আশায়: Though we’re ill-prepared, we’ll play on the chance that we may win the game. (৩) [countable noun] সুযোগ: the chance of a lifetime. stand a good/fair chance (of..) (কোনো কিছুর) যথেষ্ট সম্ভাবনা বা আশা থাকা। the main chance অর্থ উপার্জনের সুযোগ। (৪) (attributive(ly)) দৈবাৎ ঘটিত (১): a chance meeting.
- English Word chance 2 Bengali definition [চা:নস্ America(n) চ্যান্স্] (verb intransitive), (verb transitive) (১) chance on/upon দৈবাৎ পাওয়া বা লেখা হওয়া। (it-এর পরে থাকলে) দৈবাৎ ঘটা: It chanced that they were out when the roof gave in. (২) ঝুঁকি নেওয়া; বিশেষত chance it; chance one’s arm (কথ্য) ব্যর্থতার আশঙ্কা সত্ত্বেও সাফল্যের আশায় ঝুঁকি নেওয়া।
- English Word chancel Bengali definition [চা:ন্স্ল্ America(n) চ্যানস্ল্] (noun) বেদি ঘিরে গির্জার পূর্বাংশ, যে অংশটি যাজক ও গির্জার গায়কবৃন্দ ব্যবহার করেন। দ্রষ্টব্যchurch.
- English Word chancellery Bengali definition [চা:ন্সাল্রি America(n) চ্যান্স্ল্রি] (noun) (১) মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, দূতাবাসের মুখ্যসচিব বা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ, দফতর বা বাসভবন। (২) দূতাবাসের বাণিজ্যকেন্দ্র; বাণিজ্যদূতের দফতর।
- English Word chancellor Bengali definition [চা:ন্সালা(র্) America(n) চ্যান্স্লার্] (noun) (১) (কতিপয় দেশে, যথা, জার্মানিতে) রাজ্যের প্রধানমন্ত্রী। (২) (কতিপয় বিশ্ববিদ্যালয়ের) খেতাবি প্রধান বা সভাপতি, আচার্য (নির্বাহী দায়িত্ব উপাচার্য পালন করে থাকেন)। (৩) (British/Britain) দূতাবাসের মুখ্যসচিব। (৪) বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা।
- English Word chancery Bengali definition [চা:ন্সারি America(n) চ্যান্স্রি] (noun) (১) (British/Britain) প্রধান বিচারালয়ে প্রধান বিচারপতির দফতর। ward in chancery (মাতাপিতার মৃত্যুহেতু) প্রধান বিচারপতির তত্ত্বাবধানে আনীত অপ্রাপ্তবয়স্ক সন্তান। (২) (British/Britain) সাধারণ আইনে নিষ্পত্তি হয় না, এমন মামলার বিচার যে আদালতে সম্পন্ন হয়। (৩) সরকারি নথির দফতর। (৪) বাণিজ্যদূতের দফতর।
- English Word chancy Bengali definition [চা:ন্সি America(n) চ্যান্সি] (adjective) (কথ্য) ঝুঁকিপূর্ণ; অনিশ্চিত।
- English Word chandelier Bengali definition [শ্যান্ডালিআ(র্)] (noun) (সাধারণত ঘরের ছাদ থেকে ঝুলন্ত) অলংকৃত বাতির ঝাড়; ঝাড়বাতি। chandelier earrings [শ্যান্ডালিআ(র্) ইআরিংস] (noun) (সাধারণত plural) কানের লতি বরাবর ঝুলে থাকা লম্বা অথচ হালকা কানের দুল: long chandelier cascade down her neck.