C পৃষ্ঠা ২৬
- English Word charter Bengali definition [চা:টা(র্)] (noun) (১) শাসক বা সরকার কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতিসংক্রান্ত (লিখিত বা মুদ্রিত) সনদপত্র; সরকারি সনদ; ফরমান। (২) (বিমান, জাহাজ ইত্যাদির) চুক্তিভিত্তিক নিয়োগ: a charterflight. (verb transitive) (১) সনদ প্রদান করা, সুবিধা দান করা। chartered accountant (British/Britain) রাজকীয় সনদপ্রাপ্ত। Institute of Accountants- এর সদস্য। (২) জাহাজ, বিমান ইত্যাদি চুত্তিতে ভাড়া করা বা নিয়োগ করা: a chartered ship. charterparty (noun) (বাণিজ্য) জাহাজের ব্যবহার সম্পর্কে জাহাজ-মালিক ও বণিকের মধ্যে সম্পাদিত চুক্তি।
- English Word charticle Bengali definition [চা:টিক্ল্](noun)('chart' আর 'article' মিলে তৈরি) [countable noun] বাড়তি তথ্য দেয়ার লক্ষ্যে রেখাচিত্র, সংক্ষিপ্ত পাঠ, ছবি আর গ্রাফিক্স দিয়ে তৈরি সংবাদবিষয়ক নিবন্ধ: She pushed the charticle not only as a replacement for boring, info-heavy narratives, but also as companions to in-depth pieces.
- English Word Chartism Bengali definition [চা:টিজাম্](noun) উনিশ শতকের প্রথমার্ধে সমাজ ও শিল্প সংস্কারের দাবিতে সংঘটিত শ্রমিক আন্দোলন। Chartist [চা:টিজাম্ইস্ট্] (noun)
- English Word chartreuse Bengali definition [শা:ট্রোজ্ America(n) শা:ট্রুজ্] (noun) ফরাসি মঠবাসী ভিক্ষুদের তৈরি এক প্রকার মদ।
- English Word charwoman Bengali definition [চা:উঅমান্] (noun) দ্রষ্টব্য char 2.
- English Word chary Bengali definition [চেআরি] (adjective) chary (of) সতর্ক; সাবধানী; হিসাবি: chary of lending books. charily (adverb)
- English Word Charybdis Bengali definition [কারিব্ডিস্] (noun) দ্রষ্টব্য Scylla.
- English Word chase 1 Bengali definition [চেইস্] (verb transitive), (verb intransitive) (১) chase (after) তাড়া করা; ধাওয়া করা। (২) (কথ্য) তাড়াতাড়ি করা; (কারো, কোনো কিছুর পিছনে) ছোটা: The children chased after the magician. (noun) ধাওয়া। give chase (to) পিছনে ছোটা; পশ্চাদ্ধাবন করা। in chase of somebody/something কারো/কোনো কিছুর পিছনে ধাওয়া করে। (go on) a wild goose chase অর্থহীন অভিযান, অনুসন্ধান ইত্যাদিতে নেমে পড়া। chaser (noun) (যৌগিক শব্দে) যে ব্যক্তি বা বস্তু ধাওয়া করে; পশ্চাদ্ধাবক; (কথ্য) কড়া পানীয়ের পর গ্রহণ করা হালকা পানীয়: whisky with beer chasers.
- English Word chase 2 Bengali definition [চেইস্] (verb intransitive) (ধাতু বা অন্য কোনো কঠিন পদার্থের উপর) নকশা খোদাই করা: chasebronze.
- English Word chasm Bengali definition [ক্যাজাম্] (noun) গভীর ফাটল; খাদ; গহ্বর; (লাক্ষণিক) (ব্যক্তি, গোষ্ঠী, জাতি ইত্যাদির ভিতর বিদ্যমান অনুভূতি বা স্বার্থের) দুস্তর ব্যবধান।
- English Word chassis Bengali definition [শ্যাসি] (noun) মোটরগাড়ি, রেডিও বা টিভির তলদেশের কাঠামো।
- English Word chaste Bengali definition [চেইস্ট্] (adjective) (১) কথায়, চিন্তায় ও কাজে সদ্গুণসম্পন্ন; ধর্মপরায়ণ; নিষ্পাপ; (বিশেষত যৌনজীবনে) বহুচারিতা থেকে মুক্ত বা যৌনসংশ্রব থেকে সম্পূর্ণরূপে মুক্ত; কুমার/কুমারী। (২) (রীতি, রুচি) সহজ, সরল, নিরলংকার; শুদ্ধ। chastely (adverb)
- English Word chasten Bengali definition [চেইস্ন্] (verb transitive) (১) সংশোধনের জন্য শাস্তি দেওয়া; দমন বা সংযত করা। (২) সহজ, অলংকারমুক্ত বা শুদ্ধ করা।
- English Word chastise Bengali definition [চ্যাসটাইজ্] (verb transitive) কঠোরভাবে শাস্তি দেওয়া। chastisement (noun) [uncountable noun] শাস্তি।
- English Word chastity Bengali definition [চ্যাস্টাটি] (noun) [uncountable noun] সতীত্ব; কৌমার্য; কুমারীত্ব; শুদ্ধতা।
- English Word chasuble Bengali definition [চ্যাজিউব্ল্] (noun) (গির্জা) বিশেষত খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠানে যাজকের পরিহিত ঢিলা, হাতা-কাটা পরিচ্ছদ।
- English Word chat Bengali definition [চ্যাট্] (noun) [countable noun] খোশগল্প। □ (verb transitive), (verb intransitive) (১) খোশগল্প করা। (২) chat somebody (up) (কথ্য) বন্ধুত্ব পেতে বা নিছক আমোদের জন্য কারো সঙ্গে গল্প করা। chatty (adjective) chat up (verb transitive) (কথ্য) আন্তরিকতাহীন ভাব দেখানো, ঢলাঢলি করা; গায়ে পড়ে ভাব জমানো; ছিনালি করা: Contestants constantly try to chat up crew members.
- English Word château Bengali definition [শ্যাটোউ] (noun) ফরাসি দেশীয় দুর্গ; ফ্রান্সের গ্রামাঞ্চলের সামন্ত ভবন।
- English Word chatroom Bengali definition [চ্যাট্রুম] (noun) চ্যাটরুম; যা একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের অংশ বা অনলাইন সার্ভিসের অংশ, যেখানে অক্ষর টাইপ করার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট অথবা যেকোনো বিষয়ে নিজেরা আলাপচারিতায় মেতে উঠতে পারে। বিকল্প বানান chat room: Never provide your personal information to strangers in a chat room.
- English Word chattel Bengali definition [চ্যাট্ল্] (noun) (আইন সম্বন্ধীয়) ব্যক্তিগত অস্থায়ী সম্পত্তি।