C পৃষ্ঠা ৫২
- English Word collector Bengali definition [কালেক্টা(র্)] (noun) সংগ্রহকারী ব্যক্তি; সংগ্রাহক। collector’s item/ piece সংগ্রাহকরা খোঁজেন এমন দুষ্প্রাপ্য বস্তু।
- English Word colleen Bengali definition [কলীন্] (noun) (আইরিশ) অল্পবয়স্ক মেয়ে।
- English Word college Bengali definition [কলিজ্] (noun) [countable noun, uncountable noun] (১) মহাবিদ্যালয়; কলেজ; বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠান: The Oxford and Cambridge colleges. (২) [countable noun] একই উদ্দেশ্য ও পেশার ব্যক্তিদের সংঘ: the college of physicians. collegiate [কালীজিআট্] (adjective) কলেজসংক্রান্ত; কলেজতুল্য; কলেজছাত্রের ন্যায়: collegiate life.
- English Word collide Bengali definition [কালাইড্] (verb intransitive) (১) collide (with) পরস্পর সংঘৃষ্ট হওয়া; ধাক্কা খাওয়া। (২) পরস্পরবিরোধী হওয়া।
- English Word collie Bengali definition [কলি] (noun) (স্কটল্যান্ডে) মেষপালের প্রহরার কাজে দক্ষ লোমশ কুকুরবিশেষ।
- English Word collier Bengali definition [কলিআ(র্)] (noun) (১) কয়লাখনির শ্রমিক। (২) কয়লাবাহী জাহাজ।
- English Word colliery Bengali definition [কলিআরি] (noun) কয়লাখনি (এতৎসংলগ্ন এলাকা ও ভবনাদিসহ)।
- English Word collision Bengali definition [কালিজ্ন্] (noun) [uncountable noun] সংঘর্ষ; ধাক্কা; সংঘর্ষের ঘটনা। be in/come into collision (with) সংঘৃষ্ট হওয়া; সংঘর্ষ হওয়া; (লাক্ষণিক) বিরোধ।
- English Word collocate Bengali definition [কলাকেইট্] (verb intransitive),(verb transitive) (১) collocate (with) (শব্দ) ভাষার বৈশিষ্ট্য হিসেবে সম্পর্কিত হওয়া বা মিলে যাওয়া। (২) একত্র স্থাপন করা বা বিন্যস্ত করা। collocation [কালাকেইশ্ন্] (noun) (শব্দাদির) একত্র বিন্যাস বা পাশাপাশি অবস্থান।
- English Word colloquial Bengali definition [কালোউক্যুইআল্] (adjective) কথোপকথনে ব্যবহৃত; কথ্য। colloquially (adverb) colloquialism (noun) [countable noun] কথ্য শব্দ।
- English Word colluquy Bengali definition [কলাক্যই] (noun) (plural colluquies) [countable noun, uncountable noun] (আনুষ্ঠানিক) কথোপকথন।
- English Word collusion Bengali definition [কালূজ্ন্] (noun) ষড়যন্ত্রাদির উদ্দেশ্যে গোপন চুক্তি বা সহযোগিতা। collusive [কালূসিভ্] (adverb)
- English Word collywobbles Bengali definition [কলিওঅব্ল্জ্] (noun) (কথ্য) পেটের ব্যথা; মৃদু শঙ্কিত ভাব।
- English Word colon 1 Bengali definition [কোউলান্] (noun) মলাশয়।
- English Word colon 2 Bengali definition [কোউলান্] (noun) লেখায় ও মুদ্রণে অব্যবহিত পরবর্তী বিষয়ের প্রতি দৃষ্টি-আকর্ষণের জন্য ব্যবহৃত যতিচিহ্নবিশেষ; (:) কোলন।
- English Word colonel Bengali definition [কান্ল্] (noun) সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পরবর্তী উচ্চতর পদমর্যাদার সেনাপতি; কর্নেল।
- English Word colonial Bengali definition [কালোউনিআল] (adjective) (১) উপনিবেশসম্পর্কিত; ঔপনিবেশিক। (২) (বিশেষত America(n)) বিপ্লবের সময়ের ও তৎপরবর্তী উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশের স্থাপত্যরীতির ন্যায়। □ (noun) উপনিবেশের অধিবাসী; বিশেষত উপনিবেশ স্থাপনকারীদের বংশধর। colonialism (noun) [uncountable noun] ঔপনিবেশিকতাবাদ; অন্য দেশকে উপনিবেশ হিসেবে রাখার মতবাদ। colonist (noun) ঔপনিবেশিকতাবাদের সমর্থক।
- English Word colonist Bengali definition [কলানিস্ট্] (noun) উপনিবেশ স্থাপনের পর সেখানে বসবাসকারী ব্যক্তি; ঔপনিবেশিক।
- English Word colonize, colonise Bengali definition [কলানাইজ্] (verb transitive) (কোনো স্থানে) উপনিবেশ স্থাপন করা; উপনিবেশে পরিণত করা: France colonized many countries in North Africa. colonization, colonisation [কলানাইজেইশ্ন্ America(n) কলানিজেইশ্ন্] (noun) [uncountable noun] উপনিবেশ স্থাপন। colonizer (noun) উপনিবেশ স্থাপনে সহায়তাকারী ব্যক্তি।
- English Word colonnade Bengali definition [কলানেইড্] (noun) (সাধারণত) সমব্যবধানে স্থাপিত স্তম্ভের সারি। colonnaded (adjective) স্তম্ভসারিতে সজ্জিত।