C পৃষ্ঠা ৫০
- English Word cognate Bengali definition [কগ্নেইট্] (adjective) (১) cognate (with) একই মূল থেকে উদ্ভূত; সমোদ্ভব: cognate languages. (২) পরস্পরসম্পর্কিত। (noun) শব্দ ইত্যাদি যা অন্য একটির সঙ্গে সম্পর্কিত।
- English Word cognition Bengali definition [কগ্নিশ্ন্] (noun) [uncountable noun] (দর্শন) অবধারণ; বোধ।
- English Word cognizance Bengali definition [কগ্নিজান্স্] (noun) [uncountable noun] (১) (আইন সম্বন্ধীয়) (কোনো কিছু সম্বন্ধে) অবগতি; সচেতন জ্ঞান। take cognizance of আনুষ্ঠানিকভাবে অবহিত হওয়া। (২) কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকার। fall within/go beyond one’s cognizance কারো এক্তিয়ারের মধ্যে থাকা/এক্তিয়ার বহির্ভূত হওয়া। cognizant [কগ্নিজান্ট্] (adjective) cognizance of জ্ঞাত; অবগত।
- English Word cohabit Bengali definition [কোউহ্যাবিট্] (verb intransitive) (আনুষ্ঠানিক) (সাধারণত অবিবাহিত নারী-পুরুষ সম্বন্ধে) একত্র বাস করা। cohavitation [কোউহ্যাবিটেইশ্ন্] (noun)
- English Word cohere Bengali definition [কোউহিআ(র্)] (verb intransitive) (আনুষ্ঠানিক) একত্র এঁটে থাকা; সংযুক্ত হওয়া বা থাকা; (যুক্তি) সঙ্গতিপূর্ণ হওয়া।
- English Word coherence Bengali definition [কোউহিআরান্স্] (noun) coherency, (noun) coherent [কোউহিআরান্ট] (adjective) একত্র আসঞ্জনশীল। (২) সঙ্গতিপূর্ণ; প্রাঞ্জল। coherently (adverb)
- English Word cohesion Bengali definition [কোউহীজ্ন্] (noun) (১) একত্র এঁটে থাকার অবস্থা বা প্রবণতা; আসঞ্জন; যে শক্তিবলে অণুসমূহ পরস্পর আসঞ্জিত বা দৃঢ়ভাবে একত্র লেগে থাকে। cohesive [কোউহীসিভ্] (adjective) আসঞ্জনশীল; আসঞ্জনপ্রবণ।
- English Word cohort Bengali definition [কোউহোট্] (noun) (১) প্রাচীন রোমান সেনাবাহিনীর এক-দশমাংশ। (২) (একত্র অবস্থিত ব্যক্তিদের) দল।
- English Word coiffeur Bengali definition [কোআফা(র্)](noun) (ফরাসি) (অপরের) কেশবিন্যাসকারী।
- English Word coiffure Bengali definition [কোআফিউআ(র্)] (noun) কেশবিন্যাসরীতি।
- English Word coil Bengali definition [কয়ল্] (verb transitive), (verb intransitive) কুণ্ডলী করা বা হওয়া; গোলাকারভাবে গুটাতে থাকা। (noun) (১) কুণ্ডলী। (২) তড়িৎপ্রবাহ পরিবাহী কুণ্ডলীকৃত তার। (৩) (কথ্য) জরায়ু-অভ্যন্তরে স্থাপনীয় কুণ্ডলী আকৃতির গর্ভনিরোধক বস্তুবিশেষ।
- English Word coin Bengali definition [কয়ন্] (noun) [countable noun, uncountable noun] মুদ্রা। the other side of the coin (লাক্ষণিক) বিষয়ের অন্যদিক; মুদ্রার অপরপিঠ। pay a man back in the same/his own coin (লাক্ষণিক) দুই ব্যক্তিকে নিজের ফাঁদে ফেলা; কারো খারাপ আচরণের সমুচিত জবাব দেওয়া। □ (verb transitive) মুদ্রা তৈরি করা; উদ্ভাবন করা (বিশেষত নতুন কোনো শব্দ)। coin money দ্রুত অর্থোপার্জন করা। coinage [কয়নিজ্] (noun) (১) মুদ্রা প্রস্তুতকরণ; টঙ্কন। (২) [uncountable noun] নতুন শব্দ উদ্ভাবন; উদ্ভাবিত শব্দ। coiner (noun) জাল মুদ্রা প্রস্তুতকারী।
- English Word coincide Bengali definition [কোউইন্সাইড্] (verb intransitive) (১) coincide (with) অধিকৃত স্থান বা রূপরেখার দিক থেকে মিলে যাওয়া। (২) (ঘটনাদি) যুগপৎ সংঘটিত হওয়া। (৩) (ধারণাদি) সামঞ্জস্যপূর্ণ হওয়া; মিলে যাওয়া: My tastes coincide with those of my wife.
- English Word coincidence Bengali definition [কোউইন্সিডান্স্] (noun) [uncountable noun] সমস্থানিকতা; সমকালীনতা; মিল; হঠাৎ যুগপৎ সংগঠন; আকস্মিক যোগাযোগ; কাকতালীয় ঘটনা বা বিষয়: What a coincide! coincident (adjective) সমস্থানিক; সমকালীন; সদৃশ; মিলযুক্ত। coincidental (adjective) মিলধর্মী।
- English Word coir Bengali definition [কয়আ(র্)](noun) নারিকেল ছোবড়ার আঁশ।
- English Word coition Bengali definition [কোউইশ্ন্] (noun) =coitus.
- English Word coitus Bengali definition [কোউইটাস্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) যৌনমিলন; রতিক্রিয়া।
- English Word coke 1 Bengali definition [কোউক্] (noun) [uncountable noun] তাপে পাথুরে কয়লা থেকে গ্যাস বের করে নেওয়ার পর যে হালকা অমসৃণ পদার্থ অবশিষ্ট থাকে; কোক-কয়লা। (verb transitive) কোক-কয়লাতে রূপান্তর করা।
- English Word Coke 2 Bengali definition [কোউক্] (noun) (কথ্য) Coca-cola -এর সংক্ষিপ্ত রূপ।
- English Word coke 3 Bengali definition [কোউক্] (noun) (অপশব্দ) কোকেন।