C পৃষ্ঠা ৫১
- English Word col Bengali definition [কল্] (noun) পর্বতমালার মধ্যবর্তী টোল বা সংকীর্ণ পথ।
- English Word cola Bengali definition [কোউলা] (noun)=kola.
- English Word colander, cullender Bengali definition [কালান্ডা(র্)] (noun) (রান্নার কাজে চাল, সবজি ইত্যাদি ধোয়ার পর জল ঝরানোর উদ্দেশ্যে ব্যবহৃত) চালুনি; ঝাঁজরি।
- English Word cold 1 Bengali definition [কোউল্ড্] (adjective) (১) ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ। give somebody the cold shoulder (লাক্ষণিক) কারো সংসর্গ অপছন্দ করা; কাউকে ধমক দিয়ে দাবিয়ে রাখা। cold shoulder (verb transitive) ধমক দিয়ে দাবিয়ে রাখা। have cold feet ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে ভয় পাওয়া বা পিছপা হওয়া। leave one cold কারো মনের উপর দাগ কাটতে বা মন গলাতে ব্যর্থ হওয়া। coldcomfort দুর্বল সান্ত্বনা। coldcream গাত্রত্বক পরিষ্কার বা নরম করতে ব্যবহৃত মলম। coldwar প্রকৃত যুদ্ধ ছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার; অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ ইত্যাদির মাধ্যমে শ্রেষ্ঠত্বের লড়াই; ঠাণ্ডা লড়াই। coldblooded (adjective) (লাক্ষণিক) অনুভূতিহীন; নিষ্ঠুর: coldblooded murder. (২) (লাক্ষণিক) (ক) সৌজন্যহীন; আন্তরিকতাহীন; নিষ্প্রাণ: cold reception.(খ) উত্তেজনাহীন; আবেগহীন। (৩) (রং) নিষ্প্রাণ (যথা ধূসর ও নীল)। coldly (adverb) coldness (noun)
- English Word cold 2 Bengali definition [কোউল্ড্] (noun) (১) [uncountable noun] (the) cold নিম্ন তাপমাত্রা; শৈত্য। (be left) out in the cold (লাক্ষণিক) উপেক্ষিত বা অবহেলিত হওয়া। (২) [uncountable noun] (পদার্থবিদ্যা) পানির হিমাঙ্ক বা তার নিচের তাপমাত্রা। (৩) [countable noun, uncountable noun] সর্দি: catch/have a cold. (৪) cold turkey (অপশব্দ British/Britain) কোনো অপ্রীতিকর ঘটনার সত্যভাষণ বা সত্যতা প্রকাশ। (৫) cold fish (noun) কোনো বিষয়কে অনুমোদিত করার ব্যাপারে নিরুৎসাহ ও বন্ধুত্বশূন্য ভাবপ্রদর্শন।
- English Word colect 2 Bengali definition [কালেক্ট্] (noun) রোমের বা ইংল্যান্ডের গির্জার হ্রস্ব প্রার্থনাবিশেষ।
- English Word coleslaw Bengali definition [কোউলস্লো] (noun) [uncountable noun] কুচিকুচি করে কাটা কাঁচা গাজর ও বাঁধাকপির সালাদ।
- English Word colic Bengali definition [কলিক্] (noun) [uncountable noun] পেটের শূলবেদনা। colicky [কলিকি] (adjective) শূলবেদনাতুল্য; শূলবেদনাযুক্ত।
- English Word colitis Bengali definition [কালাইটিস্] (noun) (চিকিৎসাশাস্ত্র) মলাশয়প্রদাহ।
- English Word collaborate Bengali definition [কাল্যাবারেইট] (verb intransitive) (১) collaborate (on something) (with somebody) সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)। (২) collaborate with (দখলদার শত্রুবাহিনীর সঙ্গে) রাষ্ট্রদ্রোহমূলক সহযোগিতা করা। collaborator [কাল্যাবারেইটা(র্)] (noun) সহযোগী; রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগী। collaboration [কাল্যাবারেইশ্ন্] (noun) [uncountable noun] সহযোগিতা। collaborationist (noun) যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগিতা করে।
- English Word collage Bengali definition [কলা:জ্] (noun) (১) [uncountable noun, countable noun] (কলা) কাগজ, কাপড়, আলোকচিত্র, ধাতু ইত্যাদির টুকরা জোড়া দিয়ে তৈরি বিশেষ ধরনের চিত্র। (২) বিচিত্র বা বিভিন্ন বস্তুর সংমিশ্রণ: The book is an extraordinary collage of science, fiction and the Old Testament.
- English Word collapse Bengali definition [কাল্যাপ্স্] (verb intransitive) (১) পতিত হওয়া; ভেঙে পড়া: The wall collapsed under heavy pressure. (২) দৈহিক শক্তি, মনোবল ইত্যাদি হারানো; ভেঙে পড়া: Just after the injection the patient collapsed; collapse of a bank, collapse of prices, etc. (৩) (যন্ত্রাদি) বন্ধ হওয়া; ভাঁজ হয়ে গুটিয়ে যাওয়া। (৪) (verb transitive) বন্ধ করা; ভাঁজ করে গুটানো। □(noun) পতন; অবসান; বিলুপ্তি; বন্ধকরণ। collapsible, collapsable (adjective) ভেঙে বন্ধ করা যায় এমন: collapsable chair.
- English Word collar Bengali definition [কলা(র্)] (noun) (১) (জামা কোট ইত্যাদির) কলার। collarstud (noun) জামার সঙ্গে কলার এঁটে রাখার বোতাম। (২) গলাবন্ধনী। (৩) কুকুর, ঘোড়া ও অন্যান্য প্রাণীর গলায় বাঁধা চামড়া ইত্যাদির ফিতা। (৪) collarbone (noun) কাঁধ ও বক্ষাস্থি সংযোগকারী অস্থি। (verb transitive) (১) কারো কলার চেপে ধরা; পাকড়াও করা। (২) বিনা অনুমতিতে নিয়ে যাওয়া: Somebody has collared my lighter.
- English Word collate Bengali definition [কালেইট্] (verb transitive) (বই, পাণ্ডুলিপি ইত্যাদির কপি)বিচারের উদ্দেশ্যে সতর্কভাবে তুলনা করা।
- English Word collateral Bengali definition [কাল্যাটারাল্] (adjective) (১) একই উৎসজাতীয় দ্বিতীয় পর্যায়ের; পাশাপাশি, সহগামী, অতিরিক্ত; collateral circumstances; collateral evidence, পরোক্ষ। (২) একই বংশের ভিন্ন পরিবারে জাত। (noun) [uncountable noun]: collateral security, ঋণ আদায় নিশ্চিত করার জন্য অতিরিক্ত জামানত।
- English Word collation Bengali definition [কালেইশ্ন্] (noun) (আনুষ্ঠানিক) নিয়মিত খাবারের সময় ভিন্ন অন্য সময়ের হালকা খাবার। (সাধারণত): cold collation.
- English Word colleague Bengali definition [কিলীগ্] (noun) [countable noun] সহকর্মী।
- English Word collect 1 Bengali definition [কালেক্ট্] (verb transitive), (verb intransitive) (১) collect (up/together) সংগ্রহ করা; একত্র করা; সঞ্চয় করা: He collected all necessary documents. (২) শখ হিসেবে বই, ডাকটিকিট ইত্যাদির নমুনা সংগ্রহ করা: collect stamps. (৩) collect (together) একত্র হওয়া; সমবেত হওয়া। (৪) নিয়ে আসা: collect somebody or something from a place. (৫) (চিন্তাভাবনা, শক্তি ইত্যাদি) গুছিয়ে নেওয়া; আয়ত্তে আনা। □ (adjective), (adverb) (America(n)) (বাণিজ্য) সরবরাহ করার পর বা সেবা পাওয়ার পর পরিশোধনীয়: a collect telegram; telegram sent collect; pay for goods collect. collected (adjective) (বিশেষত কোনো ব্যক্তি সম্বন্ধে) শান্ত; সংহত। collectedly (adverb)
- English Word collection Bengali definition [কালেক্শ্ন্](noun)১ [uncountable noun] সংগ্রহ; [countable noun] সংগ্রহের ঘটনা বা দফা: collection of letters are made twice a day. (২) সংগৃহীত বস্তু: a collection of paintings. (৩) পুঞ্জ; স্তূপ: a collection of rubbish.৪ সভা সমিতি ইত্যাদিতে সংগৃহীত চাঁদা।
- English Word collective Bengali definition [কালেক্টিভ্](adjective)১ যৌথ: collective leadership; collective ownership. collective bargaining (বেতন-মজুরি ইত্যাদি বিষয়ে) কর্তৃপক্ষ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মধ্যে যৌথ দর কষাকষি। collectivefarm (সরকারি মালিকানাধীন এবং শ্রমিকদের দ্বারা সব নাগরিকের কল্যাণে পরিচালিত)যৌথখামার। (২) collectivenoun(ব্যক্তি.)সমষ্টিবাচক বিশেষ্য। collectivize, collectivise [কালেক্টিভাইজ্](verb transitive) (জমি খামার ইত্যাদি প্রসঙ্গে)ব্যক্তি মালিকানা থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে যৌথ মালিকানাধীনে আনা। collectivization, collectivisation [কালেক্টি-ভাইজেইশ্ন্ America(n) কালেক্টিভিজইশ্ন্] (noun)