D পৃষ্ঠা ১১
- English Word decision Bengali definition [ডিসিজ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] সিদ্ধান্ত; মীমাংসা; নিষ্পত্তি: give a decision on a case; reach/come to/arrive at/take/make a decision. (২) [uncountable noun] সিদ্ধান্তগ্রহণ এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ক্ষমতা; সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা; সংকল্পবদ্ধতা: He lacks decision.
- English Word decisive Bengali definition [ডিসাইসিভ্] (adjective) নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত: a decisive battle. (২) সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত: He gave a decisive answer. decisively (adverb) সুস্পষ্টভাবে; চূড়ান্তভাবে।
- English Word deck 1 Bengali definition [ডেক্] (noun) (১) জাহাজের কাঠামোর উপরে বা ভিতরে সাধারণত কাষ্ঠফলকনির্মিত যেকোনো তল; নৌতল; ডেক। clear the decks, দ্রষ্টব্যclear 3 (১)। deckcabin (noun) খোলা ডেকের উপরকার প্রকোষ্ঠ; ডক-কেবিন। deckchair (noun) ঘরের বাইরে ব্যবহারের জন্য কাঠ বা ধাতুর কাঠামোর উপর ক্যানভাস দিয়ে তৈরি সংকোচনযোগ্য আসন; ডেকচেয়ার। deckhand জাহাজের ডেকে কর্মরত কর্মী; ডেককর্মী। deck officers (প্রকৌশলীদের বাদ দিয়ে) জাহাজের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা; ডেক-কর্মকর্তা। deck passengers ডেকেই পানাহার ও শয়ন করে এমন যাত্রী (কেবিনের যাত্রী নয়); ডেকযাত্রী। deck quoits [কয়ট্স্] (noun) রিংসহযোগে ডেকের খেলাবিশেষ; চক্রক্রীড়া। (২) ডেকের অনুরূপ কোনো তল, যেমন বাসের তল: the top deck of a bus. (৩) (প্রধানত America(n)) তাসের তাড়া; (বাণিজ্য) বিশেষত কোনো নথি থেকে নেওয়া ছিদ্রযুক্ত কার্ডের সমষ্টি। decker (noun) (যৌগশব্দে) একটি নির্দিষ্ট সংখ্যক তলবিশিষ্ট: a three decker ship, তিনতলা জাহাজ; a single/double decker bus; a double decker/triple decker sandwich, দুই/তিন পরতের স্যান্ডউয়িচ।
- English Word deck 2 Bengali definition [ডেক্] deck (without/out in) খচিত/ভূষিত/সজ্জিত/অলংকৃত করা: streets decked with festoons. She decked out in her finest clothes. (২) (জাহাজ, নৌকা) তলযুক্ত করা।
- English Word deckle-edged Bengali definition [ডেক্ল্এজ্ড্] (adjective) (কোনো কোনো প্রকার কাগজ) আঁছাটা প্রান্তযুক্ত।
- English Word declaim Bengali definition [ডিক্লেইম্] (verb intransitive), (verb transitive) (১) declaim (against) উদ্দীপ্তভাবে কথা বলা; (কথায়) আক্রমণ করা; বিষোদগার করা। (২) বক্তৃতা বা আবৃত্তির ঢংয়ে কথা বলা; (কবিতা ইত্যাদি) বক্তৃতার ঢংয়ে আবৃত্তি করা।
- English Word declamation Bengali definition [ডেক্লামেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] উদ্দীপ্ত ভাষণ; উদ্ভাষণ; অভিভাষণ; উত্তপ্ত বচন। declamatory [ডিক্ল্যামাটারি America(n) ডিক্ল্যামাটোরি] (adjective) অলংকারপূর্ণ ভাষণ বা আবৃত্তিসংক্রান্ত।
- English Word declaration Bengali definition [ডেক্লারেইশ্ন্] (noun) [uncountable noun] ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন; [countable noun] ঘোষণা; প্রজ্ঞাপন: a declaration of war; the Declaration of Independence, (উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশসমূহের) স্বাধীনতা-ঘোষণা (৪ জুলাই, ১৭৭৬); a declaration of income.
- English Word declare Bengali definition [ডিক্লেআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open. declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 3 50. declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো। declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা। (২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty. (৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা। (৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare? (৫) (interjection) বিস্ময়সূচক: Well, I declare! আশ্চর্য! declarable [ডিক্লেআরাব্ল্] (adjective) অবশ্যজ্ঞাপনীয়।
- English Word declassify Bengali definition [ডীক্ল্যাসিফাই] (verb transitive) (বিশেষত এযাবৎ গোপনীয় কোনোকিছু) বিশেষ শ্রেণি থেকে অপসারিত করা; বর্গচ্যুত করা; বিগ্রথিত করা; declassify information concerning military strategies. declassification [ডীক্ল্যাসিফিকেইশ্ন্] (noun) বর্গচ্যুতকরণ; বিগ্রথিতকরণ।
- English Word declension Bengali definition [ডিক্লেন্শ্ন্] (noun) (ব্যাকরণ) [uncountable noun] বাক্যে ব্যবহার অনুযায়ী বিশেষ্য, বিশেষণ ও সর্বনামের বিভক্তি পরিবর্তন (যেমন লাতিন ও সংস্কৃত) পদসাধন; শব্দরূপ। দ্রষ্টব্যcase 1 (৩), decline 1 (৪)। [countable noun] বিভিন্ন কারকে যেসব শব্দে একই প্রকার বিভক্তি যুক্ত হয়, তাদের শ্রেণি; শব্দরূপের বর্গ।
- English Word declination Bengali definition [ডেক্লিনেইশ্ন্] (noun) দিগদর্শন যন্ত্রের কাঁটার যথার্থ উত্তর থেকে পূর্ব বা পশ্চিমে বিচ্যুতি; ক্রান্তি।
- English Word decline 1 Bengali definition [ডিক্লাইন্] (verb transitive), (verb intransitive) (১) প্রত্যাখ্যান/অস্বীকার করা; to decline an invitation. He declined to make any comments. (২) ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া: A declining birthrate, অপচীয়মান জন্মহার; declining sales, ক্ষীয়মাণ বিক্রয়; declining years, বার্ধক্য, as his strength declined. . . . (৩) (ব্যাকরণ) শব্দরূপ সাধন করা। দ্রষ্টব্যcase 1 (৩), inflict (১)।
- English Word decline 2 Bengali definition [ডিক্লাইন্] (noun) [countable noun] প্রত্যাখ্যান; অস্বীকৃতি; উত্তরোত্তর শক্তিক্ষয়; পরিক্ষয়; অবক্ষয়; অবচয়: the decline of the Moghul Empire; a decline in prices/property, মূল্যের/অর্থের অপচয়। fall into a decline শক্তি হারানো। on the decline ক্ষীয়মাণ।
- English Word declivity Bengali definition [ডিক্লিভা্টি] (noun) [countable noun] (plural declivities) ঢাল; উতরাই। দ্রষ্টব্যacclivity.
- English Word declutch Bengali definition [ডিক্লাচ্] (verb intransitive) (মোটর গাড়িতে অন্তর্যোজনা বা গিয়ার বদলানোর আগে) ক্লাচ বিযুক্ত করা।
- English Word decoct Bengali definition [ডিক্ক্ট্] (verb) সিদ্ধ করা; সিদ্ধ করে সার পদার্থ বের করে নেওয়া, চোলাই করা: First, decoct the tangerine peel and use the boiling water to infuse the tea. decoction (noun) ক্বাথ।
- English Word decode Bengali definition [ডীকোউড্] (verb transitive) (সংকেতলিপিতে লিখিত কোনোকিছুর) অর্থোদ্ধার করা; সংকেত উদ্ঘাটন করা। দ্রষ্টব্যencode. decoder (noun) (বিশেষত) এক সংকেতলিপিতে লিপিবদ্ধ উপাত্ত অন্য সংকেতলিপিতে রূপান্তরিত করার কৌশল; সংকেতোদ্ঘাটক।
- English Word decolo(u)rize, decolo(u)rise Bengali definition [ডীকালারাইজ] (verb transitive) বিবর্ণ করা; রং মুছে ফেলা। decolourization, decolourisation [ডীকালারাইজেইশ্ন্ America(n) ডীকালারিজেইশ্ন্] (noun) বিবর্ণীকরণ।
- English Word decompose Bengali definition [ডীকামপোউজ্] (verb transitive), (verb intransitive) (১) (পদার্থ, আলো) মূল উপাদানগুলি পৃথক করা বা হওয়া; বিশ্লিষ্ট করা বা হওয়া: Light decomposes when passes through a prism. (২) পচা বা পচানো; ক্ষয় পাওয়া বা করা। decomposition [ডীকম্পাজিশ্ন্] (noun) পৃথক্করণ; পচন।