D পৃষ্ঠা ১৪
- English Word defendant Bengali definition [ডিফেন্ডান্ট্] (noun) প্রতিবাদী; বিবাদি। দ্রষ্টব্যplaintiff.
- English Word defense Bengali definition [ডিফেন্স্] (America(n)) দ্রষ্টব্য defence.
- English Word defensible Bengali definition [ডিফেন্সাব্ল্] (adjective) রক্ষণীয়; সমর্থনযোগ্য।
- English Word defensive Bengali definition [ডিফেন্সিভ্] (adjective) আত্মরক্ষামূলক; প্রতিরক্ষামূলক: defensive warfare/measures. □ (noun) (সাধারণত) be/act on the defensive আত্মরক্ষামূলক অবস্থানে থাকা; অবস্থান গ্রহণ করা। defensively (adverb) আত্মরক্ষামূলকভাবে।
- English Word defer 1 Bengali definition [ডিফা(র্)] (verb transitive), (deferred, deferring, defers) স্থগিত; মুলতবি রাখা; বিলম্বিত করা: a deferred telegram, দেরিতে সুলভ হারে প্রেরিত তারবার্তা; বিলম্বিত তারবার্তা; a deferred annuity, বিলম্বিত বর্ষলভ্য; to defer one’s departure; payments on deferred terms, কিস্তিতে মূল্য পরিশোধ। দ্রষ্টব্য hire-purchase. deferment (noun) বিলম্বন; স্থগিতকরণ।
- English Word defer 2 Bengali definition [ডিফা(র)] (verb intransitive) (deferred, deferring, defers) defer to (অনেক সময় সম্মান দেখাতে) নতি স্বীকার করা; বশ্যতা স্বীকার করা; মেনে নেওয়া: to defer one’s elders/to somebody’s opinions.
- English Word deference Bengali definition [ডেফারান্স্] (noun) [uncountable noun] অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা: to treat somebody with deference; to show deference to a teacher. in deference to শ্রদ্ধাবশত। deferential [ডেফারেন্শ্ল্] (adjective) শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ। deferentially [ডেফারেন্শালি] (adverb) শ্রদ্ধার সঙ্গে; সশ্রদ্ধভাবে।
- English Word defiance Bengali definition [ডিফাইআন্স্] (noun) [uncountable noun] প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা। in defiance of অবজ্ঞা ভরে; উপেক্ষা করে; বিরুদ্ধাচরণপূর্বক: in defiance of orders.
- English Word defiant Bengali definition [ডিফাইআন্ট্] (adjective) স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য। defiantly (adverb) স্পর্ধাসহকারে; অবজ্ঞার সঙ্গে।
- English Word deficiency Bengali definition [ডিফিশ্ন্সি] (noun) (১) (plural deficiencies) [uncountable noun, countable noun] অভাব; ন্যূনতা; হীনতা: deficiency of food; deficiency diseases, অপুষ্টিজনিত রোগ। (২) [countable noun] প্রয়োজনের তুলনায় কোনোকিছু যে পরিমাণে ন্যূন; ন্যূনতা; অভাব; অল্পতা; কমতি: a deficiency of £ 7. (৩) [countable noun] ত্রুটি; অসম্পূর্ণতা; দোষ: Cosmetics do not always cover up deficiencies of nature.
- English Word deficient Bengali definition [ডিফিশ্ন্ট্] (adjective) হীন; ন্যূন; খাটো: deficient in intelligence; a mentally deficient person, অপরিণতমনস্ক ব্যক্তি।
- English Word deficit Bengali definition [ডেফিসিট্] (noun) [countable noun] ঘাটতি; অভাব। দ্রষ্টব্যsurplus.
- English Word defile 1 Bengali definition [ডিফাইল্] (verb transitive) নোংরা/দূষিত/কলুষিত করা: The waters of lake are defiled by waste from town. defilement (noun) [uncountable noun] দূষণ; কলুষ।
- English Word defile 2 Bengali definition [ডীফাইল্] (noun) গিরিসংকট; গিরিকন্দর। □ (verb transitive) [ডিফাইল্] (সৈন্যদল) এক এক করে সারিবদ্ধভাবে অগ্রসর হওয়া; দণ্ডব্যূহ রচনা করে অগ্রসর হওয়া।
- English Word define Bengali definition [ডিফাইন্] (verb transitive) সংজ্ঞার্থ নির্ণয়/লক্ষণ ব্যাখ্যা করা (যেমন শব্দের)। (২) নির্দিষ্ট করে বলা বা দেখানো; সীমা নির্দেশ করা; নিরূপণ করা: Would you kindly define my duties? The power of the committee are defined by the statutes. definable [ডিফাইনাব্ল্] (adjective) নিরূপণীয়; নির্ধারণীয়।
- English Word definite Bengali definition [ডেফিনাট্] (adjective) সুস্পষ্ট; নির্দিষ্ট; দ্ব্যর্থহীন। definite article (noun) নির্দিষ্ট সন্ধিকা: the. definitely [ডেফিনা্ট্লি] (adverb) (১) সুস্পষ্টভাবে; নিশ্চিতভাবে। (২) (কথ্য, প্রশ্নোত্তরে) হ্যাঁ; অবশ্য; নিশ্চয়ই।
- English Word definition Bengali definition [ডেফিনিশ্ন্] (noun) (১) [uncountable noun] সংজ্ঞার্থ নির্ণয়; লক্ষণ ব্যাখ্যান; [countable noun] সংজ্ঞার্থ; লক্ষণ ব্যাখ্যা। (২) সুস্পষ্টতা; পরিচ্ছন্নতা; (ক্যামেরা ও দূরবীক্ষণে) পরকলার সুস্পষ্টভাবে রূপরেখা দেখানোর শক্তি।
- English Word definitive Bengali definition [ডিফিনাটিভ্] (adjective) নিশ্চায়ক; চূড়ান্ত; নিশ্চিত: a definitive offer/answer. definitively (adverb) চূড়ান্তভাবে; নিশ্চিতভাবে।
- English Word deflate Bengali definition [ডিফ্লেইট্] (verb transitive) (১) বায়ু বা গ্যাস নিষ্কাশন করে (টায়ার, বেলুন ইত্যাদি) ছোট করা; বিস্ফীত করা; (লাক্ষণিক) কারো আত্মম্ভরিতা কমানো; দর্পচূর্ণ করা; বিস্ফীত করা: deflate a pretentious scholar. (২) [ডীফ্লেইট] পণ্যমূল্য হ্রাস করা বা স্থিতিশীল রাখতে মুদ্রা সরবরাহ কমাতে পদক্ষেপ নেওয়া; মুদ্রাস্ফীতি কমানো। deflation [ডিফ্লেইট্এইশ্ন্] (noun) [uncountable noun] বিস্ফীতকরণ; মুদ্রাস্ফীতি হ্রাসকরণ। deflationary [ডীফলেইশ্নারি America(n) ডিফ্লেইশ্নেরি] (adjective) মুদ্রাস্ফীতি হ্রাসকর: deflationary measures.
- English Word deflect Bengali definition [ডিফলেক্ট্] (verb transitive), (verb intransitive) deflect (from) বিভ্রষ্ট/বিচ্যুত/বিমার্গগামী হওয়া বা করা; একপাশে সরে যাওয়া বা সরানো: After hitting the post the ball was deflected from its course. deflection [ডিফ্লেক্শ্ন্] (noun) বিভ্রষ্টতা; বিচ্যুতি; বিমার্গগামিতা।