Q পৃষ্ঠা ২
- English Word qualification Bengali definition [কুঅলিফিকেইশ্ন্] (noun) (১) বৈশিষ্ট্যযুক্তকরণ; সংশোধন; সীমিতকরণ; বৈশিষ্ট্য; সংশোধনকারী শর্ত: I accepted his statement with some qualifications. (২) গুণ, যোগ্যতা; পরীক্ষা; পরীক্ষা বা প্রশিক্ষণ, যা মানুষকে যোগ্যতা দান করে; পরীক্ষা বা প্রশিক্ষণের পর প্রাপ্ত ডিগ্রি, ডিপ্লোমা, সনদ ইত্যাদি।
- English Word qualify Bengali definition [কুঅলিফাই] (verb transitive), (verb intransitive) (১) qualify somebody (for something/to do something/as something) কাউকে প্রশিক্ষিত করা; যোগ্য করে তোলা: He is qualified as a teacher of English. (২) অধিকারসম্পন্ন করা; He could not qualify for the commission in the army. (৩) সীমিত করা; অর্থের পরিধি কমিয়ে আনা: The statement ‘All teachers are poor’ is qualified by saying ‘Most of the teachers are poor’. (৪) অর্থকে নিয়ন্ত্রিত করা (ব্যাকরণ): Adjectives qualify nouns. qualified (adjective) (১) যোগ্যতাসম্পন্ন। (২) সীমিত: He gave a qualify approval to the plan. qualifier (noun) (ব্যাকরণ) যে শব্দ অন্য শব্দকে qualify করে, যেমন adjective, adverb
- English Word qualitative Bengali definition [কুঅলিটাটিভ্] (adjective) গুণগত। qualitative analysis, দ্রষ্টব্যquantitative.
- English Word quality Bengali definition [কুঅলাটি] (noun) (১) [Countable noun, Uncountable noun] বৈশিষ্ট্যমূলক গুণ বা ধর্ম: The quality of the article is unsatisfactory. He has many qualities. (২) [Countable noun] বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তি বা বস্তুকে অন্যদের থেকে পৃথক করে: He has the quality of being punctual. (৩) উচ্চ সামাজিক অবস্থান: a lady of quality.
- English Word qualm Bengali definition [কুআ:ম্] (noun) (১) বিবেকের অস্বস্তিবোধ (বিশেষত কোনো কাজ করার সময় কাজটি ভালো না মন্দ এ বিষয়ে দ্বিধাবোধ): He felt no qualms while he stabbed the man. (২) সাময়িক শারীরিক অসুস্থতাবোধ, বিশেষত পাকস্থলীতে।
- English Word quandary Bengali definition [কুঅন্ডারি] (noun) [Countable noun] দ্বিধা; কিংকর্তব্যবিমূঢ়তা: I was in a quandary about what to do.
- English Word quango Bengali definition [কওয়্যাঙ্গো] (noun) সরকারি আশীর্বাদ পাওয়া স্বাধীন প্রশাসনিক সংগঠন: And the control of this will pass to some shady non-elected quango.
- English Word quantify Bengali definition [কুঅন্টিফাই] (verb transitive) সংখ্যায় ব্যক্ত করা; পরিমাণ নির্ধারণ করা। quantification (noun) quantifiable (adjective) পরিমাপযোগ্য।
- English Word quantitative Bengali definition [কুঅন্টিটাটিভ্] (adjective) পরিমাণগত; পরিমাণ, আয়তন, সংখ্যা, মাত্রা ইত্যাদি সংক্রান্ত; মাত্রিক। দ্রষ্টব্যqualitative.
- English Word quantity Bengali definition [কুঅন্টাটি] (noun) (১) [Uncountable noun] কোনো কিছুর পরিমাণ, আকার, আয়তন, ওজন, সংখ্যা ইত্যাদি বৈশিষ্ট্য। (২) [Countable noun] পরিমাণ; সংখ্যা: We have only a small quantity of sugar. (৩) (প্রায়ই plural) মোটা পরিমাণ বা অধিক মাত্রা: The company bought raw jute in quantity/in large quantities. (৪) an unknown quantity (গণিতে) সমীকরণে একটি অজ্ঞাত রাশি (যাকে সাধারণত x দ্বারা বোঝানো হয়)।
- English Word quantum Bengali definition [কুঅন্টাম্] (noun) প্রার্থিত বা প্রয়োজনীয় পরিমাণ। quantum theory (পদার্থবিদ্যা) ইলেকট্রনের শক্তি বিকীর্ণ হয় নিরবচ্ছিন্নভাবে নয়, বরং নির্দিষ্ট মাত্রায় এই তত্ত্ব।
- English Word quantum leap Bengali definition [কুআনটাম্ লীপ্] (noun) কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সহসা অগ্রগতি: For a Bangladeshi statesman, this represented a quantum leap. এটা quantum jump নামেও পরিচিত।
- English Word quarantine Bengali definition [কুঅরান্টীন্] (noun) [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা বা আটক রাখার ব্যবস্থা/এই ব্যবস্থার সময়কাল: The astronauts were put into quarantine after their return. □ (verb transitive) উপরোক্ত ব্যবস্থাধীনে রাখা: The astronauts were quarantined for a week.
- English Word quark Bengali definition [কুআ:ক্] (noun) (পদার্থবিদ্যা) প্রাথমিক কণাবিশেষ।
- English Word quarrel Bengali definition [কুঅরাল্ America(n) কুয়োরাল্] (noun) [Countable noun] (১) ঝগড়া; কলহ; বিবাদ: The husband and the wife had a quarrel. (২) প্রতিবাদ, অভিযোগ বা রাগের কারণ: He had no quarrel with his neighbour. pick a quarrel (with somebody) ঝগড়া বাধানো। □ (verb intransitive) (১) quarrel (with somebody) (about something) ঝগড়া করা। (২) quarrel with মতবিরোধ প্রকাশ করা; অভিযোগ করা। quarrelsome (adjective) ঝগড়াটে; বদরাগী।
- English Word quarry 1 Bengali definition [কুঅরি America(n) কুয়োরি] (noun) শিকারির লক্ষ্যবস্তু কোনো প্রাণী বা পাখি; যেকোনো উদ্দিষ্ট লক্ষ্য বা বস্তু।
- English Word quarry 2 Bengali definition [কুঅরি America(n) কুয়োরি] (noun) যে স্থান থেকে বাড়িঘর বা রাস্তাঘাট বানানোর কাজে ব্যবহৃত পাথর, স্লেট ইত্যাদি আহরণ করা হয়। □ (verb transitive), (verb intransitive) (১) উপরে বর্ণিত স্থান থেকে উক্ত দ্রব্যাদি আহরণ করা; (লাক্ষণিক) পুরনো পুঁথিপত্র, রেকর্ড থেকে তথ্য উদ্ধার করা। (২) তথ্য উদ্ধারের কাজে নিয়োজিত হওয়া: He was quarrying in the archives. quarr yman (noun) এ ধরনের কাজে নিয়োজিত ব্যক্তি।
- English Word quart Bengali definition [কুয়োট্] (noun) (২) পাইন্ট বা প্রায় ১. (১৪) মিটারের সমান পরিমাপ: Put a quart into a pint pot, ছোট আধারে বড় জিনিস আঁটানোর ব্যর্থ চেষ্টা; অসম্ভব প্রয়াস।
- English Word quarter Bengali definition [কুয়োটা(র্)] (noun) (১) এক-চতুর্থাংশ; চার ভাগের এক ভাগ: a quarter of an hour (১৫ মিনিট). The apple was divided into quarters. a bad quarter of an hour. (১) স্বল্পক্ষণস্থায়ী কিন্তু অসুখকর অভিজ্ঞতা। (২) পৌনে বা সোয়া ঘণ্টা (ঘণ্টা থেকে ১৫ মিনিট কম বা বেশি): He came at quarter past three. (৩) তিন মাস: Have you paid the electric bill for the first quarter? (৪) (America(n) সিকি ডলার; ২৫ সেন্ট। (৫) মাংসের রান: a quarter of beef. (৬) দিক; এলাকা; সরবরাহের সূত্র: People came running from all quarters. From what quarter did you get the news? ৭ কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায় বাস করে এমন এলাকা: He rented a house in the Chinese quarter of Kolkata. (৮) চান্দ্র মাসের এক-চতুর্থাংশ। (৯) (plural) আবাস; (সামরিক) সেনাছাউনি। head quarters, দ্রষ্টব্যhead (২০). Married quarters বিবাহিত সৈনিক প্রভৃতি যে আবাসস্থলে থাকে: single quarters, অবিবাহিত সৈনিক প্রভৃতির আবাসস্থান। (১০) at close quarters খুব কাছ থেকে (দেখা)। (১১) (plural) (বিশেষত যুদ্ধের জন্য) জাহাজে নৌসেনাদের অবস্থান গ্রহণ: The naval officers and the navy men took up their quarters. (১২) ask for quarter /give quarter শত্রুকে ক্ষমা; আত্মসমর্পণকৃত শত্রুকে জীবনভিক্ষা দেওয়া। (১৩) (নৌচালনবিদ্যা) জাহাজের পার্শ্বদেশের পশ্চাদ্ভাগ। quarterdeck উপরের ডেকের অংশবিশেষ। (১৪) (British/Britain) (২৮) পাউন্ড। (১৫) যুদ্ধে ব্যবহৃত ঢালের এক-চতুর্থাংশ। (১৬) (যৌগশব্দ)quarter-final (noun) (ক্রীড়া) চারটি প্রতিযোগিতা বা ম্যাচের একটি- যার বিজয়ী দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। quarter-light (noun) মোটরগাড়ির জানালার ত্রিভুজাকৃতি অংশ যা খুলে দিলে বাতাস চলাচল করতে পারে। quarter-master (noun) (সামরিক) (সংক্ষেপে QM) কোনো ব্যাটালিয়নের রসদের ভারপ্রাপ্ত অফিসার। quartermaster-general (QMG) (noun) সমগ্র বাহিনীর রসদ সরবরাহের দায়িত্বে নিয়োজিত অফিসার। □ (verb transitive) (১) চার ভাগে বিভক্ত করা (প্রাচীনকালে) বিশ্বাসঘাতকের দেহকে টুকরা টুকরা করা: The prisoner was hanged and then quartered. (২) সৈন্যদলের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।
- English Word quarterly Bengali definition [কুয়োটালি] (adjective), (adverb) তিন মাস পরপর ঘটে এমন; ত্রৈমাসিক: quarterly payments. □ (noun) ত্রৈমাসিক পত্রিকা।