Q পৃষ্ঠা ৩
- English Word quartet Bengali definition [কুয়োটেট্] (noun) চারজন গায়কের দ্বারা গীত গান: a string quartet; দুটি বেহালা (একটি ভায়োলা এবং একটি চেল্লো) দ্বারা বাজানো হয় এমন সংগীত।
- English Word quarto Bengali definition [কুয়োটো] (noun) কাগজের একটি শিটকে ২ বার ভাঁজ করলে আট পৃষ্ঠাসংবলিত যে আকার পাওয়া যায়; এই আকারের মুদ্রিত বই (সাধারণত ৯ইঞ্চি x ১২ইঞ্চি)।
- English Word quartz Bengali definition [কুয়োট্স্] (noun) [Uncountable noun] শক্ত খনিজ দ্রব্যবিশেষ (দানাদার সিলিকা) যেমন 'agate' এবং অন্যান্য প্রায়-মূল্যবান (semiprecious) পাথর। quartz clock খুব সূক্ষ্ম ও সঠিক সময়জ্ঞাপনক্ষম ঘড়ি।
- English Word quasar Bengali definition [কুয়েইজা:(র্)] (noun) (জ্যোতির্বিদ্যা) অত্যন্ত দূর থেকে আগত রেডিও অথবা আলোকতরঙ্গের উৎস। দ্রষ্টব্যpulsar.
- English Word quash Bengali definition [কুঅশ্] (verb transitive) বাতিল করা; আইনত অগ্রহণযোগ্য ঘোষণা করা; সমাপ্তি টানা: The verdict of the Lower Court was quashed in the High Court.
- English Word quasi Bengali definition [কুয়েইসাই] (prefix) (noun বা 'adjective-সহ) কিছু মাত্রায়; দৃশ্যত; a quasi passive-verb; a quasi-official status.
- English Word quassia Bengali definition [কুঅশা] (noun) [Uncountable noun] দক্ষিণ আমেরিকার বৃক্ষবিশেষ যার বাকল থেকে খুব তিক্ত ওষুধ তৈরি হয়।
- English Word quatercentenary Bengali definition [কুঅটাসেনটীনারি] (adjective) চার শ বছরপূর্তি: The quatercentenary of Shakespeare’s birth was celebrated in 1 9 6 4.
- English Word quatrain Bengali definition [কুঅট্রেইন্] (noun) চার লাইনের পদ্য (সাধারণত এর অন্ত্যমিল হয় ক খ ক খ)।
- English Word quaver Bengali definition [কুএইভা(র্)] (verb transitive), (verb intransitive) (১) (কণ্ঠস্বর অথবা অন্য কোনো ধ্বনি) কম্পিত হওয়া; কাঁপা: His voice quavered. (২) কম্পিতকণ্ঠে কথা বলা বা পান করা। □ (noun) [Countable noun] (১) কম্পিত ধ্বনি। (২) সংগীতে সুরের কম্পনমাত্রা।
- English Word quay Bengali definition [কী] (noun) পাথর বা লোহার তৈরি জাহাজঘাট বা জেটি।
- English Word queasy Bengali definition [কুঈজি] (adjective) বমনোদ্রেককর; পেট খারাপ করায় এমন। (২) (পাকস্থলী) দুর্বল। (৩) (ব্যক্তি) সহজে অসুস্থ হয় এমন। (৪) (লাক্ষণিক) অতিমাত্রায় রুচিবাগীশ; নীতিবান; নাজুক প্রকৃতির। queasily (adverb) queasiness (noun)
- English Word queen Bengali definition [কুঈন্] (noun) (১) রানি। (২) রাজার স্ত্রী। (৩) queen dowager মৃত রাজার বিধবা পত্নী। queen mother রাজত্বকারী রাজার মাতা; রাজমাতা। (৪) উৎকর্ষে, সৌন্দর্যে সেরা রমণী বা স্থান। beauty queen সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী। (৫) queen ant /bee/wasp মক্ষিরানি, রানি মৌমাছি। (৬) তাস বা দাবা খেলার রানি বা বিবি। (৭) (British/Britain অশিষ্ট) যে সমকামী পুরুষ নারীসুলভ আচরণ করে। □ (verb transitive) queen it (over somebody) রানিসুলভ আচরণ করা; কর্তৃত্ব করা। queenly (adjective), (adverb) রানিসুলভ; রাজকীয়; মহানুভব।
- English Word queer Bengali definition [কুইআ(র্)] (adjective) অদ্ভুত; অস্বাভাবিক: He has a queer way of talking. (২) সন্দেহ উদ্রেককারী: I heard a queer rustling in the bush. (৩) অসুস্থ; ক্ষীণ: I am feeling queer at the moment. (৪) (অশিষ্ট) সমকামী। □ (verb transitive) (অশিষ্ট) নষ্ট করা; খারাপ করে দেওয়া। queerly (adverb) queerness (noun)
- English Word quell Bengali definition [কুএল্] (verb transitive) (কাব্যিক) (বিদ্রোহ, বিরোধিতা) দমন করা।
- English Word quench Bengali definition [কুএন্চ্] (verb transitive) (১) (আগুন ইত্যাদি) নির্বাপিত করা। (২) তৃষ্ণা নিবারণ করা। (৩) আশা ভঙ্গ করা। (৪) পানিতে ডুবিয়ে কোনো গরম জিনিসকে ঠাণ্ডা করা। quenchless (adjective) অনিবার; দুর্নিবার; অনির্বাণ; অতৃপ্ত: a quenchless thirst.
- English Word quern Bengali definition [কুআন্] (noun) হস্তচালিত শস্য ভাঙানোর জাঁতাবিশেষ; মরিচ গুঁড়া করার যন্ত্র।
- English Word querulous Bengali definition [কুএরুলাস্] (adjective) নালিশ করার স্বভাববিশিষ্ট; কলহপ্রিয়। querulously (adverb) querulousness (noun)
- English Word query Bengali definition [কুইআরি] (noun) [Countable noun] (১) প্রশ্ন; জিজ্ঞাসা। (২) প্রশ্নবোধক (?) চিহ্ন। □ (verb transitive) প্রশ্ন করা; সন্দেহমুক্তির জন্য কিছু জানতে চাওয়া। (২) কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করা: He queried about his honesty. (৩) প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া।
- English Word quest Bengali definition [কুএস্ট্] (noun) [Countable noun] সন্ধান; পশ্চাদ্ধাবন; অনুসন্ধান: the quest for knowledge. in quest of (প্রাচীন) খোঁজে; সন্ধানে: They went out in quest of shelter. □ (verb transitive) quest for খোঁজা।