Q পৃষ্ঠা ৫
- English Word quietism Bengali definition [কুআইইটিজাম্] (noun) নিরাসক্তভাবে দুঃখ ও সুখকে গ্রহণ করার মানসিক ক্ষমতা; চিত্তের প্রশান্তির সঙ্গে জীবনযাপন (ধর্মীয় মরমিবাদের একটি রূপ)। quietist (noun) উক্ত মতবাদের অনুসারী।
- English Word quietude Bengali definition [কুআইইট্যিঊড্] (noun) (সাহিত্যিক) নিস্তব্ধতা; প্রশান্তি।
- English Word quietus Bengali definition [কুআইঈটাস্] (noun) (আনুষ্ঠানিক) ঋণ পরিশোধ; জীবন থেকে মুক্তি; মৃত্যু; বিলোপ।
- English Word quiff Bengali definition [কুইফ্] (noun) কপালের উপর চুলের গোছা।
- English Word quill Bengali definition [কুইল্] (noun) (১) quill (feather) পাখা বা লেজের বড় পালক; এ রকম পালকের ফাঁপা অংশ যা আগেকার দিনে কলম হিসেবে ব্যবহৃত হতো: a quill pen. (২) শজারুর কাঁটা।
- English Word quilt Bengali definition [কুইল্ট্] (noun) কাঁথা, লেপ, তোশক ইত্যাদি। □ (verb transitive) ভিতরে ফোম বা তুলা দিয়ে দুই পাট কাপড়কে কাঁথার মতো সেলাই করা: a quilted jacket.
- English Word quin Bengali definition [কুইন] (noun) quintuplet- এর কথ্য সংক্ষিপ্ত রূপ।
- English Word quince Bengali definition [কুইন্স্] (noun) আচার, জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত নাশপাতিজাতীয় ফলের গাছবিশেষ।
- English Word quincentenary Bengali definition [কুইন্সেন্টীআরি] (adjective), (noun) পাঁচ শ বছর পূর্তি; পঞ্চশতবার্ষিকী।
- English Word quinine Bengali definition [কুইনীন্ America(n) কুআইনাইন্] (noun) সিনকোনা গাছের ছাল থেকে তৈরি তিক্ত ওষুধবিশেষ- ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত।
- English Word quinsy Bengali definition [কুইন্জি] (noun) গলার প্রদাহ; যার ফলে টনসিল থেকে পুঁজ বের হয়।
- English Word quintal Bengali definition [কুইন্ট্ল্] (noun) ওজনের একক; ১০০ কিলোগ্রাম।
- English Word quintastic Bengali definition [কুইনটেস্টিক্] (noun) [Countable noun] (অনানুষ্ঠানিক) (বিশেষণ 'fantastic' আর উপসর্গ 'quin' মিলে তৈরি) যার বয়স ৫০ অথবা তারও বেশি, অথচ যিনি এখনো সেক্সি, স্মার্ট, প্রাণবন্ত আর সফল রয়ে গেছেন: In August 20 1 1 President Barack Obama became a quintastic.
- English Word quintessence Bengali definition [কুইন্টেস্ন্স্] (noun) (১) উৎকৃষ্ট নিদর্শন; প্রতিমূর্তি: He is a quintessence politeness. (২) সারাংশ; মূলসার।
- English Word quintet Bengali definition [কুইন্টেট্] (noun) পাঁচজনের দলীয় সংগীত; পাঁচটি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় এমন সংগীত।
- English Word quintuplet Bengali definition [কুইন্ট্যিঊপ্লেট্ America(n) কুইনটূপ্লিট্] (noun) এক সঙ্গে জন্মগ্রহণ করেছে এমন পাঁচটি শিশু বা শাবকের একটি।
- English Word quip Bengali definition [কুইপ্] (noun) চতুর, বুদ্ধিদীপ্ত, সরস মন্তব্য। □ (verb transitive) সরস, বুদ্ধিদীপ্ত মন্তব্য করা।
- English Word quire Bengali definition [কুআইআ(র্)] (noun) (২৪) তা লেখার কাগজ; ১ দিস্তা।
- English Word quirk Bengali definition [কুআক্] (noun) মুদ্রাদোষ; কোনো অদ্ভুত অভ্যাস।
- English Word quisling Bengali definition [কুইজ্লিঙ্] (noun) বিদেশি দখলদার শক্তির সঙ্গে সহযোগিতাকারী ব্যক্তি; দালাল (তুলনীয় বাংলা ভাষায়-মীরজাফর); দেশদ্রোহী; বিশ্বাসঘাতক।