Q পৃষ্ঠা ৪
- English Word question 1 Bengali definition [কুএস্চান্] (noun) (১) প্রশ্নবোধক বাক্য; প্রশ্ন। question mark প্রশ্নবোধক চিহ্ন (?)। question-time পার্লামেন্টে প্রশ্নোত্তরের সময়ে যখন মন্ত্রিগণ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। (২) সমস্যা; আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়: To be or not to be that is the question. His joining the cabinet is now only a question of time. in question (প্রশ্ন বা সমস্যা) বিচারাধীন: Where is the man in question? out of the question অসম্ভব; প্রশ্নই ওঠে না: Going out in this bad weather is out of the question. be some/no question of প্রশ্ন ওঠে না: There is no question of my being the chairman of the committee. beg the question. দ্রষ্টব্যbeg 2 come into question আলোচনায় ওঠা: If my joining the Army comes into question, I’ll refuse without hesitation. put the question (সভায়) কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার আহ্বান জানানো। (৩) [Uncountable noun] সন্দেহ; আপত্তি: There cannot be any question about his sincerity. beyond question প্রশ্নাতীত: His honesty is beyond question. call something in question কোনো বিষয়ে প্রশ্ন, সন্দেহ বা আপত্তি উত্থাপন করা: His faithfulness was called in question.
- English Word question 2 Bengali definition [কুএস্চান্] (verb transitive) (১) প্রশ্ন করা; জেরা করা: He was question ed by the police officer. (২) সন্দেহ প্রকাশ করা: The people questioned their leader's integrity. questionable সন্দেহভাজন; প্রশ্নসাপেক্ষ: She is a woman of questionable morality. questionably (adverb) questioner (noun) প্রশ্নকর্তা। questioningly (adverb) জিজ্ঞাসুভাবে।
- English Word questionnaire Bengali definition [কুএস্চানেআ(র্)] (noun) প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
- English Word quetzal Bengali definition [কুএট্সল্ America(n) কেট্স্যাল্] (noun) মধ্য আমেরিকার একটি সুন্দর পাখি; গুয়াতেমালার মুদ্রার নাম।
- English Word queue Bengali definition [ক্যিঊ] (noun) (১) অপেক্ষমাণ মানুষ, জন্তু প্রভৃতির সারি; লাইন; সিনেমার টিকিট ক্রয়, বাসে ওঠা প্রভৃতি কাজের জন্য নিজ নিজ পালা আসার প্রতীক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষ: A lot of people were standing in a queue to get into the bus. jump the queue, দ্রষ্টব্যjump 2(৬). (২) যানবাহনের সারি (ট্রাফিক আলোর সামনে দাঁড়ানো)। (৩) চুলের বেণি। □ (verb transitive) queue (up (for something) সারিবদ্ধভাবে বা লাইনে দাঁড়ানো।
- English Word qui-hi, qui-hye Bengali definition [কোআই-হাই] (interjection) (চাকর বা আশপাশের অনির্দিষ্ট কাউকে ডাকা) কে আছে?: I heard a feeble qui-hi from a distant sofa.
- English Word quibble Bengali definition [কুইব্ল্] (noun) [Countable noun] যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ; দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো। □ (verb intransitive) queue over কথার মারপ্যাঁচ ব্যবহার করা; তুচ্ছ খুঁটিনাটি নিয়ে তর্ক করা: We must not queue over the trifles. quibbler (noun) quibbling (adjective)
- English Word quiche Bengali definition [কীশ্] (noun) সুগন্ধি পুর দেওয়া কেকবিশেষ।
- English Word quick Bengali definition [কুইক্] (adjective) (১) দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন: He is a quick worker. People like quick food at lunch. (in) quick time সৈন্যদের মার্চ করার স্বাভাবিক গতি (ঘণ্টায় ৪ মাইল)। quick march দ্রুত মার্চ করা। quick-freeze (verb transitive) খাদ্যদ্রব্য দ্রুত হিমায়িতকরণ। (২) প্রাণবন্ত; উজ্জ্বল; চটপটে; উপস্থিতবুদ্ধিসম্পন্ন: He is quick to understand mathematical problems. He is a quick worker. a quick temper সহজে রাগ করার স্বভাব। (৩) (প্রাচীন প্রয়োগ) জীবিত: the quick and the dead. □(noun) [Uncountable noun] নখের নিচের সংবেদনশীল মাংস। cut/touch somebody to the quick কারো অনুভূতিতে গভীর আঘাত হানা। □ (adverb) He wants to be famous quick. quickly (adverb) quickness (noun)
- English Word quicken Bengali definition [কুইকান্] (verb transitive), (verb intransitive) (১) ত্বরান্বিত করা: We quickened our pace in order to reach there in time. (২) প্রাণবন্ত; কর্মচঞ্চল করা; শক্তিমান করা: My pulse quickened at the news.
- English Word quickie Bengali definition [কুইকি] (noun) (কথ্য) দ্রুত সম্পন্ন কোনো কাজ; তাড়াহুড়া করে বানানো চলচ্চিত্র।
- English Word quicklime Bengali definition [কুইক্লাইম্] (noun) কলি চুন।
- English Word quicksand Bengali definition [কুইক্ স্যান্ড্] (noun) চোরাবালি।
- English Word quicksilver Bengali definition [কুইক্সিল্ভা(র্)] (noun) [Uncountable noun] পারদ।
- English Word quid 1 Bengali definition [কুইড্] (noun) খইনি; চিবানোর জন্য তামাক পাতা।
- English Word quid 2 Bengali definition [কুইড্] (noun) (British/Britain অশিষ্ট) পাউন্ড।
- English Word quid pro quo Bengali definition [কুইড প্রোউ কুওউ] (noun) (লাতিন) কোনো কিছুর বিনিময়ে প্রদত্ত অন্য কিছু।
- English Word quiddity Bengali definition [ক্যুইডিটি] (noun) সারাংশ; বাকছল, শ্লেষ: Every person and everything has a certain quiddity.
- English Word quiescent Bengali definition [কুআইএস্ন্ট্] (adjective) শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়। quiescently (adverb) quiescence (noun)
- English Word quiet Bengali definition [কুআইআট্] (adjective) (১) শান্ত; নীরব: The sea is quiet now. He came to the door in quiet footsteps. (২) ভদ্র; নম্র; He is a quiet person. (৩) বর্ণাধিক্যহীন; শান্ত রংবিশিষ্ট। (৪) গোপন; He is harbouring quiet resentment in his mind. keep something quiet গোপন রাখা। on the quiet গোপনে; চুপিচুপি। □ (noun) [Uncountable noun] শান্তভাব; নম্রভাব: I like the quiet of the country-side. □ (verb transitive), (verb intransitive) (সচরাচর quiet en) শান্ত হওয়া/করা: The mother tried to quiet the crying child. quietly (adverb) quietness (noun)