S পৃষ্ঠা ২
- English Word sacrilege Bengali definition [স্যাক্রিলিজ্] (noun) [uncountable noun] পবিত্র বিবেচ্য কোনো বস্তুর প্রতি অসম্মানজনক আচরণ বা ঐরূপ বস্তুর ক্ষতিসাধন; ধর্মদ্রোহিতা; অধর্মাচরণ; ভ্রষ্টাচার। sacrilegious [স্যাক্রিলিজাস্] (adjective) ধর্মদৌহিক; ধর্মদ্রোহিতাপূর্ণ।
- English Word sacristan Bengali definition [স্যাক্রিস্টান্] (noun) (Roman Catholic গির্জা) গির্জার ভবনসমূহের তত্ত্বাবধান, কবরখনন, ঘণ্টাবাদন ইত্যাদি দায়িত্বে নিয়োজিত কর্মচারী। দ্রষ্টব্যsexton.
- English Word sacristy Bengali definition [স্যাক্রিস্টি] (noun) (plural sacristies) (Roman Catholic গির্জা) গির্জার যে কক্ষে প্রার্থনাকালীন আনুষ্ঠানিক পরিচ্ছদ ও অন্যান্য উপচার রক্ষিত হয়। দ্রষ্টব্যvestry.
- English Word sacrosanct Bengali definition [স্যাকরোস্যাঙক্ট্] (adjective) পূতপবিত্র বা ধর্মশুদ্ধ বলে সব ক্ষয়ক্ষতি থেকে সংরক্ষিত বা সংরক্ষণীয়; ধর্মপূত; (লাক্ষণিক) অলঙ্ঘ্য।
- English Word sad Bengali definition [স্যাড্] (adjective) (sadder, saddest) (১) অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ। (২) লজ্জাকর; গর্হিত: a sad case of wilful negligence. sadly (adverb) বিষণ্ণভাবে; ম্লানভাবে; লজ্জাকরভাবে। sadness (noun) বিবাদ; বিষণ্ণতা; বিমর্ষতা; কাতরতা। sadden [স্যাড্ন্] (verb transitive), (verb intransitive) বিষণ্ণ করা বা হওয়া।
- English Word saddle Bengali definition [স্যাড্ল্] (noun) (১) জিন; পর্যাণ; ঘোড়ার পিঠের যে অংশে জিন পাতা হয়। in the saddle অশ্বপৃষ্ঠে; (লাক্ষণিক) নিয়ন্ত্রণকারী ভূমিকায়; ক্ষমতার আসনে। saddle-bag (noun) (ক) ঘোড়া বা গাধার পিঠের দুই দিকে ঝোলানো দুটি থলির যেকোনো একটি। (খ) সাইকেলের পিছনে ঝোলানো ছোট থলি। saddle-sore (adjective) (অশ্বারোহী) জিনের ঘর্ষণের দরুন ক্ষতযুক্ত। saddle of mutton/venison ভেড়া, ছাগল বা হরিণের শিরদাঁড়া ও পঞ্জরাস্থিসহ পৃষ্ঠদেশের মাংসখণ্ড। (২) দুদিক উঁচু ও মধ্যভাগে চালু শৈলশিরা; শৈলপর্যাণ। □ (verb transitive) (১) ঘোড়ার পিঠে জিন পরানো। (২) saddle somebody with something গুরুদায়িত্ব অর্পণ করা; বোঝা চাপানো। saddler [স্যাড্লা(র্)] (noun) ঘোড়ার জিন ও অন্যান্য চর্মজাত সামগ্রীর প্রস্তুতকারক; পর্যাণকার। saddlery [স্যাড্লারি] (noun) [countable noun] (plural saddleries) পর্যাণকারের প্রস্তুত সামগ্রী; [uncountable noun] পর্যাণকারের ব্যবসা।
- English Word sadhu Bengali definition [সা:দু] (noun) হিন্দু সাধু।
- English Word sadism Bengali definition [সেইডিজাম্] (noun) [countable noun] (১) যৌনসঙ্গীকে পীড়ন করে যৌন সুখলাভ; ধর্ষকাম। (২) (শিথিলভাবে) অত্যধিক নির্মমতা এবং তাতে আনন্দলাভ। sadist [সেইডিস্ট্] (noun) ধর্ষকামী। sadistic [সাডিস্টিক্] (adjective) ধর্ষকামবিষয়ক, ধর্ষকাম।
- English Word sadomasochism Bengali definition [সেইডোম্যাসাকিজাম্] (noun) [uncountable noun] একত্রে পরিলক্ষিত বা বিবেচিত ধর্ষকাম ও মর্ষকাম । sadomasochist [সেইডোম্যাসাকিস্ট্] (noun) ধর্ষকামী ও মর্ষকামী ব্যক্তি।
- English Word safari Bengali definition [সাফা:রি] (noun) [countable noun, uncountable noun] বিশেষত পূর্ব ও মধ্য আফ্রিকার শিকারের উদ্দেশ্যে স্থলপথে অভিযাত্রা; সাফারি; (অর্থ প্রসারণে) (ছুটি যাপনকারী লোকদের জন্য) শিকারের জন্য সংরক্ষিত এলাকা ইত্যাদিতে সংগঠিত সফর।
- English Word safe 1 Bengali definition [সেইফ্] (adjective) (safer, safest) (১) safe (from) নিরাপদ; বিপম্মুক্ত: safe from attack. (২) অক্ষত; অনাময়; বির্বিঘ্ন। safe and sound নিরাপদে ও অক্ষতশরীরে। (৩) ক্ষতি বা বিপদের আশঙ্কা নেই এমন; নিরাপদ: These sweets are safe for children. (৪) (স্থান, ইত্যাদি) নিরাপত্তা দেয় এমন; নিরাপদ। ৫ সতর্ক; সাবধানী; বিচক্ষণ: a safe statesman. be on the safe side প্রয়োজনের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা। (৬) নিশ্চিত: He is safe to get the job. (৭) (যৌগশব্দ) safe-conduct (noun) (বিশেষত যুদ্ধের সময়ে) গ্রেফতার বা ক্ষতিগ্রস্ত না-হয়ে কোনো এলাকা দর্শন বা অতিক্রম করার অধিকার; নিরাপদ সঞ্চারণ। safe-deposit (America(n)= safe-deposit) (noun) মূল্যবান দ্রব্যসামগ্রী হেফাজতে রাখতে পৃথকভাবে ভাড়া করা যায় এমন দুর্ভেদ্য প্রকোষ্ঠ ও সিন্দুকসংবলিত ভবন; নিরাপদ রক্ষণাগার। safeguard (noun) যে বস্তু, অবস্থা, পরিস্থিতি ইত্যাদি নিরাপত্তা দিতে পারে; রক্ষাকবচ। □ (verb transitive) safe guard (against) নিরাপত্তাবিধান করা; রক্ষা করা: safeguard one’s savings against inflation. safe-keeping (noun) [uncountable noun] হেফাজত; নিরাপদ সংরক্ষণ। safely (adverb) নিরাপদে; নির্বিঘ্নে। safeness (noun) নিরাপত্তা।
- English Word safe 2 Bengali definition [সেইফ্] (noun) (১) সিন্দুক। (২) মাছি ইত্যাদি থেকে নিরাপদে খাদ্যদ্রব্যাদি রাখার আলমারি: a meat safe, খাবারের আলমারি।
- English Word safety Bengali definition [সেইফ্টি] (noun) [uncountable noun] (১) নিরাপত্তা: play for safety, খেলায় ঝুঁকি এড়িয়ে চলা। Safety First নিরাপত্তা সর্বাগ্রে (নিরাপত্তার গুরুত্বসূচক আদর্শবাণী)। road safety সড়কপথের নিরাপত্তা। (২) (যৌগশব্দ) safety-belt, দ্রষ্টব্য seat-belt. safetybolt/safety-catch/ safety-lock (noun(s)) সম্ভাব্য বিপদ থেকে নিরাপত্তা বিধায়ক কৌশল (যেমন দৈবক্রমে বন্দুকের গুলিনিক্ষেপ কিংবা যথাযথ চাবি ছাড়া দরজা খোলা রুখতে), নিরাপত্তা খিল/গুড়কা। safety-curtain (noun) রঙ্গমঞ্চে মঞ্চ ও দর্শকদের মধ্যে নামানোর উপযোগী অগ্নিরোধী যবনিকা; নিরাপত্তাপট। safety glass (noun) যে কাচ কাটে না বা ভাঙে না। safety-lamp (noun) খনি-শ্রমিকদের বাতি, যার শিখা এমনভাবে সংরক্ষণ করা হয় যে তা বিপজ্জনক কোনো গ্যাসে আগুন ধরাতে পারে না; নিরাপদ বাতি। safety-match (noun) নিরাপদ দিয়াশলাই (যা বাক্সের পার্শ্বস্থা একটি বিশেষ পিঠে ঘষা না-খেলে জ্বলে না। safety-pin (noun) যে পিনের অগ্রভাগটি আবৃত থাকে; সেফটি পিন। safety-razor (noun) যে ক্ষুরের ফলকটি এমনভাবে রক্ষিত থাকে যে তাতে ত্বক কেটে যাওয়ার ভয় থাকে না; নিরাপদ ক্ষুর। safety-valve (noun) (ক) (বাষ্পচালিত বয়লার ইত্যাদিতে) ক্ষুদ্র কপাট, যা চাপ বেশি বৃদ্ধি গেলে তা মোক্ষণ করে; নিরাপত্তা-কপাটিকা। (খ) (লাক্ষণিক) ক্রোধ, উত্তেজনা ইত্যাদি অনুভূতি নিরাপদে মোক্ষণ করবার উপায়। sit on the safety-valve অবদমননীতি অনুসরণ করা।
- English Word saffron Bengali definition [সাফ্রান্] (noun) জাফরান।
- English Word sag Bengali definition [স্যাগ্] (verb intransitive) (sagged, sagging, sags) (১) চাপে বা ভারবশত মাঝ বরাবর বসে যাওয়া বা বেঁকে যাওয়া; পড়ে যাওয়া; sagging price. (২) অসমভাবে ঝুলে পড়া: an old woman s sagging cheeks. □ (noun) [countable noun] বক্রতা বা বক্রতার মাত্রা: a bad sag in the seat of the chair, থোড়ল।
- English Word saga Bengali definition [সা:গা] (noun) [countable noun] (১) আইসল্যান্ডীয় বা নরওয়েজীয় বীরদের মধ্যযুগীয় বীরত্বগাথা। (২) সুদীর্ঘ কাহিনি পরম্পরা, যেমন কোনো পরিবার, সামাজিক গোষ্ঠী ইত্যাদি সম্বন্ধে পরস্পরসম্পর্কিত অনেকগুলি পুস্তক (বিশেষত উপন্যাস): the Forsyte Saga. (৩) (কথা) একটি ঘটনাবহুল অভিজ্ঞতার দীর্ঘ বিবরণ: the saga of his travel in the Himalayas.
- English Word sagacious Bengali definition [সাগেইশাস্] (adjective) সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।
- English Word sage 1 Bengali definition [সেইজ্] (noun) জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী। □ (adjective) জ্ঞানী; প্রাজ্ঞ; জ্ঞানবৃদ্ধ; জ্ঞানজ্যেষ্ঠ (প্রায়ই বক্রোক্তি) প্রাজ্ঞদর্শন। sagaly (adverb) প্রাজ্ঞোচিতভাবে।
- English Word sage 2 Bengali definition [সেইজ্] (noun) [uncountable noun] খাবারের স্বাদগন্ধ বাড়াতে ব্যবহৃত অনুজ্জ্বল ধূসর-হরিৎ পত্রবিশিষ্ট উদ্ভিদবিশেষ: sage and onions, আস্ত হাঁস, রাজহাঁস ইত্যাদির ভিতরে ব্যবহৃত পুর। sage-green (noun), (adjective) অনুজ্জ্বল ধূসরহরিৎ (বর্ণ)।
- English Word Sagittarius Bengali definition [স্যাজিটেআরিআস্] (noun) ধনুরাশি।