S পৃষ্ঠা ৬
- English Word sang froid Bengali definition [সঙ্ ফ্রেয়া:] (noun) [uncountable noun] (ফরাসি) বিপদের মুখে বা জরুরি অবস্থায় মানসিক স্থৈর্য; অবিচলচিত্ততা; অবৈকল্য।
- English Word sanguinary Bengali definition [স্যাঙ্গুইনারি America(n) স্যাঙ্গুইনেরি] (adjective) (আনুষ্ঠানিক, প্রাচীন প্রয়োগ) (১) রক্তাক্ত; রক্তপাতবহুল; রক্তক্ষয়ী; a sanguinary battle. (২) রক্তপাতপ্রিয়; রক্তলোলুপ: a sanguinary ruler.
- English Word sanguine Bengali definition [স্যাঙ্গুইন্] (adjective) (আনুষ্ঠানিক) (১) আশাবাদী: sanguine of success. (২) গায়ের বা মুখের রং লাল এমন; রক্তিম।
- English Word sanitarium Bengali definition [স্যানিটেআরিআম্] (noun) (America(n)) স্বাস্থ্যনিবাস; স্বাস্থ্যকর স্থান।
- English Word sanitary Bengali definition [স্যানিট্রি America(n) স্যানিটেরি] (adjective) (১) পরিচ্ছন্ন; জীবাণুমুক্ত: poor sanitary conditions in a camp, ক্যাম্পে পরিচ্ছন্নতা বিধানের দুর্ব্যবস্থা। (২) স্বাস্থ্যরক্ষা বিষয়ক: a sanitary inspector, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক। sanitary towel/pad ঋতুস্রাবের সময়ে ব্যবহৃত শোষক প্যাড।
- English Word sanitation Bengali definition [স্যানিটেইশ্ন্] (noun) [uncountable noun] জনসাধারণের স্বাস্থ্যরক্ষার, বিশেষত দক্ষ মলনিষ্কাশনের ব্যবস্থা; স্বাস্থ্যবিধান; অনাময় ব্যবস্থা।
- English Word sanity Bengali definition [স্যানাটি] (noun) [uncountable noun] (১) মানসিক স্বাস্থ্য/সুস্থতা। (২) বিচারবুদ্ধির সুস্থতা।
- English Word sank Bengali definition [স্যাঙ্ক্] sink 2- এর past tense
- English Word sans Bengali definition [স্যান্জ্] (preposition(al)) (কথ্য) ছাড়া; বিহীন: Sans teeth, sans eyes, sans taste, sans everything.
- English Word Sanskrit Bengali definition [স্যান্স্ক্রিট] (noun) [uncountable noun] ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাচীন ভারতীয় ভাষাসমূহের একটি; সংস্কৃত। Sanskritic [স্যাঙ্স্ক্রিটিক্] (adjective) সংস্কৃত ভাষাসম্পর্কিত; সংস্কৃতবিষয়ক। Sanskritist [স্যাঙ্সক্রিটিস্ট্] (noun) সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞ; সংস্কৃতজ্ঞ। Sanskritization [স্যাঙ্স্ক্রিটাইজেশ্ন্] (noun) উচ্চতর মর্যাদায় উন্নীত করার পদ্ধতি; সংস্কৃতায়ন।
- English Word Santa Claus Bengali definition [স্যানটা ক্লোজ্] (noun) (অপিচ Father Christmas) বড়দিনের রাতে শিশুদের মোজার মধ্যে তাদের জন্য উপহার রেখে যান বলে কথিত ব্যক্তি।
- English Word Santhal Bengali definition [সান্তাল্] (noun) বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যায় বসবাসরত উপজাতিবিশেষ; সাঁওতাল।
- English Word sap 1 Bengali definition [স্যাপ্] (verb transitive) (sapped, sapping, saps) দুর্বল করা; প্রাণশক্তি/জীবনীশক্তি নিঃশেষ করে ফেলা: sapped by disease/an unhealthy climate.
- English Word sap 2 Bengali definition [স্যাপ্] (noun) [countable noun] (সুরক্ষিত সামরিক অবস্থানে কিংবা পূর্বকালে কোনো অবরুদ্ধ নগরীতে) শত্রুর কাছে পৌঁছতে তৈরি সুড়ঙ্গ বা আবৃত পরিখা; গুপ্তপরিখা। sap-head (noun) শত্রুর সবচেয়ে নিকটবর্তী পরিখামুখ। □ (verb transitive), (verb intransitive) গুপ্তপরিখা খনন করা; নিচে খনন করে (দেওয়াল ইত্যাদি) নাজুক করা; (লাক্ষণিক) (কারো বিশ্বাস, আত্মপ্রত্যয় ইত্যাদি) ধ্বংস বা দুর্বল করা। sapper (noun) (গুপ্তপরিখা খননে কিংবা (আধুনিক প্রয়োগ) প্রকৌশলীর দায়িত্বে যেমন রাস্তা ও ভবন নির্মাণে) নিযুক্ত সৈনিক।
- English Word sap 3 Bengali definition [স্যাপ্] (noun) (সেকেলে অপশব্দ) বোকা লোক; বেকুব: The poor sap never knew his wife was cheating him.
- English Word sap 4 Bengali definition [স্যাপ্] (noun) [uncountable noun] (১) উদ্ভিদশরীরের যে রস তার সব অঙ্গে খাদ্য বয়ে নিয়ে যায়; প্রাণরস। sap-wood [স্যাপওয়ুড্] (noun) কাঠের নরম বহির্বতী স্তর; অসার কাঠ। (২) (লাক্ষণিক) প্রাণশক্তি; প্রাণরস; জীবনীশক্তি। sapless (adjective) নীরস; প্রাণরসহীন; প্রাণশক্তিহীন; শুষ্ক। sapling [স্যাপ্লিঙ্] (noun) চারা (গাছ); (লাক্ষণিক) তরুণ। sappy (adjective) (sappier, sappiest) প্রাণশক্তিতে ভরপুর; প্রাণরসপূর্ণ; প্রাণোদ্দীপ্ত।
- English Word sapient Bengali definition [সেইপিআন্ট্] (adjective) (সাহিত্যিক) জ্ঞানী; প্রাজ্ঞ। sapiently (adverb) প্রজ্ঞার সঙ্গে। sapience [সেইপিআন্স্] (noun) (প্রায়ই বক্রোক্তি) প্রজ্ঞা; বিজ্ঞতা।
- English Word sapiosexual Bengali definition [সেপিওসেকশুআল্] (noun) (১) কারো প্রতি আকৃষ্ট (সাধারণত যৌন) হওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে যে প্রধান কারণ হিসেবে বিবেচনা করে: You are a sapiosexual if you believe the brain is the most important sex organ. (২) যে সব কটি মেয়ে বুদ্ধিজীবীদের (সাধারণত শিক্ষক) প্রতি আকৃষ্ট হয়।
- English Word saponaceous Bengali definition [স্যাপোনেইশাস্] (adjective) সাবানতুল্য, সাবানপূর্ণ: Its root is saponaceous, and is pounded into a pulp and used instead of soap by the natives. saponify (verb) সাবানে পরিণত করা বা হওয়া। saponaceousness (noun)
- English Word sapphire Bengali definition [স্যাফাইআ(র্)] (noun) (১) [countable noun] স্বচ্ছ; উজ্জ্বল নীল রত্নবিশেষ; নীলমণি; ইন্দ্রনীল; নীলা; নীলকান্তমণি। (২) উজ্জ্বল নীল বর্ণ।