S পৃষ্ঠা ৪
- English Word sallow Bengali definition [স্যালোউ] (adjective) (sallower, sallowest) (মানুষের ত্বক বা মুখবর্ণ) পাণ্ডু ; পাংশুবর্ণ; ফ্যাকাসে। □ (verb transitive), (verb intransitive) ফ্যাকাসে করা বা হওয়া।
- English Word sally Bengali definition [স্যালি] (noun) (plural sallies) [countable noun] (১) শত্রুপরিবেষ্টিত সৈন্যদের আকস্মিক বেগে নির্গমন; অভিনিষ্ক্রমণ: make a successful sally. (২) প্রাণবন্ত, সরস মন্তব্য, বিশেষত কোনো ব্যক্তি বা বস্তুর উপর সকৌতুক আক্রমণ; বুদ্ধিবিলাস। □ (verb intransitive) (১) অভিনিষ্ক্রমণ করা: sally out against the besiegers. (২) sally out/forth ভ্রমণ বা পদচারণার জন্য নিষ্ক্রান্ত হওয়া।
- English Word salmon Bengali definition [স্যামান্] (noun) [countable noun, uncountable noun] (plural অপরিবর্তিত) বৃহৎ উপাদেয় মৎস্যবিশেষ; এর মাংসের গোলাপি-কমলা রং। salmon trout (বিভিন্ন জাতের) স্যামনসদৃশ মাছ, বিশেষত (বিভিন্ন ধরনের) রুইজাতীয় মাছ।
- English Word salon Bengali definition [স্যালন্ America(n) সালন্] (noun) (বিশেষত প্যারিসে) কেতাদুরস্ত বিদগ্ধ কোনো মহিলার বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়মিত সমাবেশ; এতদুদ্দেশ্যে ব্যবহৃত অভ্যর্থনাকক্ষ; সাল। (২) the Salon ফ্রান্সের কোনো শহরে জীবিত শিল্পীদের বার্ষিক চিত্রপ্রদর্শনী। (৩) ফ্যাশন ইত্যাদি সংক্রান্ত পরিসেবা দানের নিমিত্ত প্রতিষ্ঠান: a beauty-salon. (৩) চুল ছাঁটানোর দোকান; নাপিতের দোকান।
- English Word saloon Bengali definition [সালূন্] (noun) (১) জাহাজ, হোটেল ইত্যাদিতে সামাজিক ব্যবহারের জন্য কক্ষ; সেলুন: the ship’s dining saloon. saloon bar সরাই বা পানশালায় সবচেয়ে আরামদায়ক পানকক্ষ। দ্রষ্টব্যpublic ভুক্তিতে public bar. (২) নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করতে সাধারণের জন্য উন্মুক্ত কক্ষ: a billiards/hairdressing saloon. (৩) (America(n)) যে স্থানে সুরাজাতীয় পানীয় ক্রয় ও পান করা যায় (British/Britain= pub). (৪) (saloon)-car (British/Britain)' ৪-৭ জন আরোহীর জন্য সম্পূর্ণ আবৃত উপবেশনস্থানসহ মোটর কার (America(n)= sedan)।
- English Word salsify Bengali definition [স্যাল্সিফাই] (noun) [uncountable noun] তরকারি হিসেবে ভোজ্য দীর্ঘ, শাঁসালো মূলবিশেষ।
- English Word salt Bengali definition [সাল্ট্] (noun) (১) [uncountable noun] (প্রায়ই common salt) লবণ। not/hardly worth one’s salt প্রাপ্ত বেতনের যোগ্য নয়। take (a statement, etc) with a grain/pinch of salt পুরাপুরি সত্য কি না সে বিষয়ে কিছুটা সংশয় বোধ করা। the salt of the earth শ্রেষ্ঠ/কৃতী/বরেণ্য নাগরিকগণ; দেশের বা সমাজের রত্ন। (২) (রসায়ন) কোনো ধাতু ও অম্লের রাসায়নিক যৌগ; লবণ। (৩) a salt; an old salt ঝানু নাবিক। (৪) (plural) কোষ্ঠশুদ্ধিতে ব্যবহৃত ওষুধ; a dose of (Epsom) salts. like the dose of salts (অপশব্দ) অতি দ্রুত; চোখের নিমেষে। অপিচ দ্রষ্টব্যsmell 2 (৪) ভুক্তিতে smeling-salts. (৫) (লাক্ষণিক) এমন কিছু যা উৎসাহ-উদ্দীপনা বা স্বাদগন্ধ যুক্ত করে: Humour is the salt of life. (৬) (যৌগশব্দ) salt-cellar (noun) নিমকদান। salt-lick (noun) যে স্থানে পশুরা লবণাক্ত মাটি চাটতে আসে। salt-pan (noun) সাগরের কাছাকাছি (স্বাভাবিক বা কৃত্রিম) অবতল স্থান, যেখানে সমুদ্রের পানি বাষ্পীভূত করে লবণ সংগ্রহ করা হয়; লবণের কুয়া। salt-shaker (noun) (America(n)) খাওয়ার সময়ে লবণ ব্যবহার করার জন্য (উপরে ছিদ্রযুক্ত) ক্ষুদ্র পাত্র। salt-water (adjective) লবণ-পানির; সামুদ্রিক। salt-works (noun) (singular বা plural) লবণের কারখানা। □ (verb transitive) (খাবারে) লবণ দেওয়া। salt something (down) লবণ দিয়ে (খাদ্য) সংরক্ষণ করা; নোনা করা। salt something away (কথ্য) ভবিষ্যতের জন্য অর্থ জমানো। □ (adjective) (১) লবণাক্ত; নোনা: salt beef. (২) (ভূমি) লবণাক্ত: salt marshes. salty adjective (saltier, saltiest) নোনতা; লোনা; লবণাক্ত। saltiness (noun) লবণাক্ততা।
- English Word saltpetre Bengali definition (America(n)= saltpeter) salt [সল্ট্ পীটা(র)] (noun) বারুদ তৈরিতে, খাদ্য সংরক্ষণে ও ওষুধ হিসেবে ব্যবহৃত নোনতা সাদা গুঁড়া; সোরা; যবক্ষার।
- English Word salubrious Bengali definition [স্যালূব্রিআস্] (adjective) (বিশেষত জলবায়ু) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ।
- English Word salutary Bengali definition [স্যাল্যিউট্রি America(n) স্যাল্যিউটেরি] (adjective) (শরীর ও মনের জন্য) কল্যাণকর; কল্যাণবহ; হিতকর।
- English Word salutation Bengali definition [স্যাল্যিউটেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] (প্রণাম, চুম্বন ইত্যাদির মাধ্যমে) প্রীতিসম্ভাষণ; অভিবাদন।
- English Word salute Bengali definition [সালূট্] (noun) (১) অভিবাদন: fire a salute of ten guns, অভিবাদন জানাতে দশবার কামান দাগা; stand at the salute, সামরিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করতে ডানহাত কপালে তুলে দাঁড়ানো। take the salute কুচকাওয়াজসহকারে অভিবাদনরত সেনাদলের অভিবাদন গ্রহণ করা। (২) প্রীতিসম্ভাষণ; অভিবাদন; সালাম। □ (verb transitive), (verb intransitive) অভিবাদন/প্রীতিসম্ভাষণ করা: The soldier saluted smartly.
- English Word salvage Bengali definition [স্যাল্ভিজ্] (noun) [uncountable noun] (১) (অগ্নিকাণ্ড, জাহাজডুবি ইত্যাদি বিপর্যয়জনিত ক্ষতি থেকে) সম্পত্তি রক্ষা; উদ্ধারকার্য: a salvage company, উদ্ধারকার্যে নিয়োজিত কোম্পানি। (২) উদ্ধারকৃত সম্পত্তি। (৩) উদ্ধারকার্যের পারিশ্রমিক। (৪) প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার্য বর্জ্যপদার্থ (উদ্ধার); উদ্ধারকার্য: collect used cans for salvage. □ (verb transitive) (অগ্নিকাণ্ড, জাহাজডুবি ইত্যাদি থেকে) সম্পত্তি উদ্ধার করা।
- English Word salvation Bengali definition [স্যালভেইশ্ন্] (noun) [uncountable noun] (১) পাপ ও পাপের পরিণাম থেকে উদ্ধার এবং এইরূপে উদ্ধারপ্রাপ্ত অবস্থা; পরিত্রাণ; মোক্ষ; নাজাত; পাপমোচন। Salvation Army আধা-সামরিক আদর্শে সংগঠিত খ্রিষ্টান ধর্মীয় ও মিশনারি সংগঠন। (২) ক্ষয়ক্ষতি, বিপর্যয় ইত্যাদি থেকে যা রক্ষা করে: Timely intervention of the Government has been the salvation of the troubled company. work out one’s own salvation নিজ প্রচেষ্টায় পরিত্রাণের পথ খুঁজে পাওয়া।
- English Word salve Bengali definition [স্যাল্ভ্ America(n) স্যাভ্] (noun) (১) [countable noun, uncountable noun] ঘা, ক্ষত ও পোড়া ঘায়ে ব্যবহৃত তৈলাক্ত ভেষজ পদার্থ; মলম; অঞ্জন; প্রলেপ; অভ্যঞ্জন: lip-salve. (২) (লাক্ষণিক) যা আহত অনুভূতিকে উপশমিত করে কিংবা অস্বস্তির বিবেককে শান্ত করে; শান্তিপ্রলেপ। □ (verb transitive) উপশমিত/প্রশমিত করা; অভ্যঞ্জন/প্রলেপ লাগানো; অভ্যঞ্জনস্বরূপ হওয়া: salve one’s conscience.
- English Word salver Bengali definition [স্যালভা(র্)] (noun) ধাতুনির্মিত ট্রে।
- English Word salvo Bengali definition [স্যাল্ভো] (noun) plurals, salvoes) [স্যাল্ভোদ্] (১) (অভিবাদনের জন্য) অনেক কামানের যুগপৎ গোলাবর্ষণ; তোপধ্বনি। (২) মুহুর্মুহু করতালি।
- English Word salwar Bengali definition [সাল্ওআর্] (অপিচ shalwar [শাল্ওআর্]) (noun) [uncountable noun] গোড়ালির কাছে চাপা বিশেষ ধরনের পাজামা; সালোয়ার। salwar-suit (noun) মহিলাদের পরার জন্য সালোয়ার, কামিজ ও ওড়নার সমন্বয়ে তৈরি পোশাকের সেট।
- English Word Samaritan Bengali definition [সাম্যারিটান্] (noun) Good Samaritan (বাইবেলোক্ত কাহিনি থেকে) যে ব্যক্তি দুস্থ মানুষের জন্য করুণা বোধ করে এবং তার সাহায্যে এগিয়ে আসে; উত্তম সামারিটান।
- English Word samarium Bengali definition [সামেইরিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) ভঙ্গুর ধাতব মৌল (প্রতীক Sm)।