S পৃষ্ঠা ৫
- English Word samba Bengali definition [স্যাম্বা] (noun) ব্রাজিলে উদ্ভূত নৃত্যবিশেষ, যাতে অনেকে মিলে নাচঘর, মঞ্চ, স্টেডিয়াম, সড়ক বা উন্মুক্ত চত্বরে নাচতে পারে; ঐ নৃত্যের সহগামী সংগীত; সাম্বা।
- English Word same Bengali definition [সেইম্] (adjective), (pronoun) (সর্বদা the same, ব্যতিক্রম নিচে ৬- এ দ্রষ্টব্য) একই; অভিন্ন; He returned the same day. (২) the same ...that; the same as যে .… সেই একই: I bought the same book as he did. দ্রষ্টব্যas 2 (১৩). (৩) (that, where, who ইত্যাদি সাপেক্ষ pronoun দ্বারা সূচিত সাপেক্ষ উপবাক্য সহযোগে verb না থাকলে that- এর স্থলে as ব্যবহৃত হয়) যে ...সেই একই: He is the same person whom I saw yesterday. (৪) (pronoun- রূপে) একই জিনিস: He did the same. be all/just the same to তাতে কিছুই যায় আসে না। (৫) (বাক্যাংশে) come/amount to the same thing পরিণামে/একই কথা হওয়া: You may come today or tomorrow, to come to the same thing. the very same: (গুরুত্ববোধক) হুবহু এক: He did the very same offence again. One and the same অবিকল/হুবহু এক: one and the same person. at the same time (ক) একসঙ্গে; একত্রে; যুগপৎ: He is walking and singing at the same time. (খ) সেইসঙ্গে; তবে: At the same time don’t forget to... (৬) (this, that, these ও those সহ) এই/সেই…একই: He saw his wife off at the airport on that same day he met with an accident. (৭) (pronoun -রূপে; definite article; ছাড়া; শুধু বাণিজ্য. ব্যবহার) একই বস্তু; ঐ : To repairing watch, $6, to oiling same $3. □ (adverb) the same একইভাবে; এক রকম। all the same তবু; তা সত্ত্বেও। sameness (noun) [uncountable noun] একঘেয়েমি; বৈচিত্র্যহীনতা; একরূপতা।
- English Word sampan Bengali definition [স্যাম্প্যান] (noun) স্যাম্পান।
- English Word sample Bengali definition [সা:ম্প্ল্ America(n) স্যাম্প্ল্] (noun) [uncountable noun] নমুনা। up to sample (বাণিজ্য.) (পণ্য) গুণমানে প্রদত্ত নমুনার সমতুল্য; নমুনামাফিক। □ (verb transitive) নমুনা নেওয়া; অংশ পরীক্ষা করে দেখা।
- English Word sampler Bengali definition [সা:মপলা(র্) America(n) স্যাম্পলা(র্)] (noun) সূচিকর্মের দক্ষতা প্রদর্শনের জন্য সূচিশিল্পমণ্ডিত বস্ত্রখণ্ড, যা অনেক সময়ে দেওয়ালে টানিয়ে রাখা হয়।
- English Word samurai Bengali definition [স্যামুরাই] (noun) (১) the samurai সামন্ততান্ত্রিক জাপানের ক্ষত্রিয়কুল। (২) উক্ত বর্ণের সদস্য; সামুরাই।
- English Word sanatorium Bengali definition [স্যানাটোরিআম্] (noun) (America(n) অপিচ' sanatarium [স্যানাটেআরিআম্]) (noun) (দুর্বল, অক্ষম বা সদ্যরোগমুক্ত মানুষের) স্বাস্থ্যনিবাস।
- English Word sanctify Bengali definition [স্যাঙ্ক্টিফাই] (verb transitive) (past tense, past participle sanctified) পবিত্র করা; পবিত্র বলে আলাদা করে রাখা। sanctification [স্যাঙ্ক্টিফিকেইশ্ন্] (noun) পবিত্রীকরণ।
- English Word sanctimonious Bengali definition [স্যাঙ্ক্টিমোউনিআস্] (adjective) লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক। sanctimoniously (adverb) ধার্মিকতার ভান করে।
- English Word sanction Bengali definition [স্যাঙ্ক্শ্ন্] (noun) (১) [uncountable noun] কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি। (২) [uncountable noun] (আচরণ ইত্যাদির পিছনে) লোকাচার বা ঐতিহ্যের অনুমোদন বা উৎসাহ। (৩) [countable noun] আইন বা কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা বজায় রাখা বা ফিরিয়ে আনার লক্ষ্যে শাস্তি, বিশেষত যা আন্তর্জাতিক আইন ভঙ্গকারী কোনো দেশের বিরুদ্ধে একত্রে অনেকগুলি দেশ কর্তৃক প্রযুক্ত হয়; নিগ্রহ: apply arms/economic sanctions against an aggressor country. (৪) [countable noun] কোনো বিধি ইত্যাদি পালন করার হেতু; প্রবর্তন: the moral sanction. □ (verb transitive) অনুমোদন/মঞ্জুর করা; সম্মত হওয়া; শাস্তিস্বরূপ বলবৎ করা।
- English Word sanctity Bengali definition [স্যাঙ্ক্টাটি] (noun) (plural sanctities) (১) [uncountable noun] পবিত্রতা; সাধুতা; ধর্মপ্রাণতা। (২) (plural) পবিত্র দায়িত্বকর্তব্য, অনুভূতি ইত্যাদি: the sanctities of the home.
- English Word sanctuary Bengali definition [স্যাঙ্ক্চুআরি America(n) স্যাঙ্ক্চুএরি] (noun) (plural sanctuaries) (১) পবিত্র স্থান, বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা; পুণ্যস্থান। (২) দ্রষ্টব্যchancel. (৩) পবিত্র স্থান (যেমন গির্জার বেদি), যেখানে পূর্বকালে আইন বা পাওনাদারদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কেউ আশ্রয় নিলে গির্জার আইন অনুযায়ী নিরাপত্তা ভোগ করতে পারত; অভয়স্থল। (৪) গ্রেফতার থেকে অভয় বা পরিত্রাণ (লাভের অধিকার বা আশ্বাস): to seek/take/be offered sanctuary. (৫) আশ্রয়স্থল; শরণস্থল: a sanctuary of political refugees. (৬) যে এলাকায় পাখি বা পশু হত্যা, পাখির বাসা নষ্ট করা ইত্যাদি আইনত নিষিদ্ধ; অভয়ারণ্য।
- English Word sanctum Bengali definition [স্যাঙক্টাম্] (noun) (১) পবিত্র স্থান। (২) ব্যক্তির একান্ত নিজস্ব ঘর বা পাঠকক্ষ; খাসকামরা।
- English Word sand Bengali definition [স্যান্ড্] (Noun) (১) [uncountable noun] বালি; বালুকা; সিকতা: mix sand and cement to make concrete. (২) (প্রায়ই plural) (সমুদ্রতট বা মরুভূমিতে) বিস্তৃত বালুকারাশি: children playing on the sand(s). (৩) (plural) The sands are running out (বালিঘড়ি থেকে নির্গত বালির সঙ্গে সম্বন্ধক্রমে) সময় ফুরিয়ে যাচ্ছে। (৪) (যৌগশব্দ) sandbag (noun) (রক্ষাব্যবস্থার অংশ) বালির বস্তা। sandbank (noun) বালুতট বা বালুচর। sandbar (noun) (নদীর মোহনা বা সাগরে বালির চড়া। sandblast (verb transitive) কোনো কিছু পরিষ্কার করার জন্য যেমন বাড়ির প্রস্তরনির্মিত অংশ) কিংবা ধাতু বা কাচে নকশা উৎকীর্ণ করার জন্য প্রবল বেগে বালিবর্ষণ করা; বালুবিস্ফোরিত করা। sandbay (noun) (কেবল) as happy as a sandbay মহাখুশি। sanddune (noun) বালিয়াড়ি। sandfly (noun) (plural sandflies) সাগরতটে সহজলক্ষ ডাঁশসদৃশ মাছি; বেলেমাছি। sand-glass (noun) সময় পরিমাপক বালুপূর্ণ কাচের আধারবিশেষ; বালিঘড়ি। sand-paper (noun) [uncountable noun] শিরিশ (কাগজ)। □ (verb transitive) শিরিস দিয়ে ঘষে মসৃণ করা। sandpiper (noun) নদীর ধারে স্যাঁতসেঁতে বালুময় স্থানে বিচরণশীল ক্ষুদ্র পাখিবিশেষ; গাংশালিক। sand-pit (noun) শিশুদের খেলার জন্য বালুকাপূর্ণ ছাদহীন পরিবেষ্টিত স্থান; বালুপ্রাঙ্গণ। sand-shoes (noun) (plural) বালুময় সমুদ্রতটে হাঁটার জন্য রাবার বা শণের তলাযুক্ত ক্যানভাসের জুতা; বালির জুতা। sand-stone (noun) বেলেপাথর। sand-storm (noun) (মরুভূমিতে) বালুঝড়। □ (verb transitive) বালু দিয়ে ঢাকা বা ঘষা; বালি ছিটানো। sandy (adjective) (sandier, sandiest) (১) বালুকাবৃত; বালুময়; সিকতাময়: a sandy bottom. (২) (চুল ইত্যাদি) হলুদাভ লাল; কটা। □ (noun) (কথ্য) ঐরূপ চুলওয়ালা লোককে প্রদত্ত ডাকনাম।
- English Word sandal Bengali definition [স্যানড্ল্] (noun) স্যান্ডেল; চটি। sandaled [স্যান্ড্ল্ড্] (adjective) চটিপরিহিত।
- English Word sandalwood Bengali definition [স্যানড্ল্ঊড্] (noun) [uncountable noun] চন্দনকাঠ।
- English Word sandwich Bengali definition [স্যান্ওয়িজ্ America(n) স্যান্ওয়িচ্] (noun) [countable noun] মধ্যখানে মাংস ইত্যাদি দেওয়া দুই খণ্ড মাখনমাখা রুটি; স্যান্ডউইজ। sandwichman [স্যান্ডউইজম্যান্] (noun) (plural sandwichmen) বুকে ও পিঠে দুটি বিজ্ঞাপনফলক ঝুলিয়ে যে ব্যক্তি পথে পথে ঘুরে বেড়ায়। sandwich-board (noun) উপর্যুক্ত ফলকের যেকোনো একটি। sandwich-course পর্যায়ক্রমিক তত্ত্বীয় ও ব্যবহারিক পঠনপাঠন সংবলিত প্রশিক্ষণ কার্যক্রম। □ (verb transitive) sandwich (between) দুটি বস্তু বা ব্যক্তির মাঝখানে স্থাপন করা।
- English Word sandwich generation Bengali definition [স্যান্ড্উয়িচ জেনারেইশ্ন্] (noun) দায়িত্বের চাপে চিড়েচেপ্টা মধ্যবয়সী প্রজন্ম; ছেলেমেয়ের পাশাপাশি বুড়ো মা-বাবার দেখাশোনার ভার যাদের ঘাড়ে; স্যান্ডউয়িচ প্রজন্ম: He is a member of the so-called sandwich generation.
- English Word sane Bengali definition [সেইন্] (adjective) (saner, sanest) (১) প্রকৃতিস্থ; সুস্থমস্তিষ্ক; মানসিকভাবে সুস্থ। (২) সুস্থ; সুষম; সুযুক্তিপূর্ণ: a sane policy; sane judgement. sanely (adverb) সুস্থভাবে।
- English Word sang Bengali definition [স্যাঙ্] sing - এর past tense