V পৃষ্ঠা ২
- English Word valediction Bengali definition [ভ্যালিডিক্শ্ন্] (noun) [countable noun] বিদায়সম্ভাষণ।
- English Word valedictory Bengali definition [ভ্যালিডিক্টারি] (adjective) বিদায়ী; বিদায়কালীন: a valedictory speech.
- English Word valence 1 Bengali definition [ভেইলান্স্] (noun) (১) [uncountable noun] (রসায়ন) কোনো পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে সংসক্ত হওয়ার বা অন্য পরমাণুর দ্বারা অপসারিত হওয়ার ক্ষমতা; প্রসক্তি। (২) [countable noun] (America(n))=valance.
- English Word valence 2 Bengali definition [ভেইলান্স্] (noun)=valance.
- English Word valency Bengali definition [ভেইলান্সি] (noun) (plural valencies) [countable noun] (রসায়ন) প্রসক্তির (valence 1 দ্রষ্টব্য) একক; যোজ্যতা।
- English Word valentine Bengali definition [ভ্যালান্টাইন্] (noun) প্রেমিক বা প্রেমিকা; ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন দিবসে প্রেমিক বা প্রেমিকার কাছে প্রেরিত সাধারণত বেনামি চিঠি, কার্ড ইত্যাদি।
- English Word valerian Bengali definition [ভালিআরিআন্] (noun) [uncountable noun] উগ্রগন্ধ গোলাপি বা সাদা ফুলের দীর্ঘজীবী উদ্ভিদ; ওষুধরূপে ব্যবহৃত এই উদ্ভিদের শিকড়।
- English Word valet Bengali definition [ভ্যালিট] (noun) প্রভুর পোশাকপরিচ্ছদের যত্ন নেওয়ার ভৃত্য; অনুরূপ দায়িত্বে নিয়োজিত হোটেলকর্মচারী; পরিচারক। □(verb transitive) পোশাকপরিচ্ছদ দেখাশোনার কাজ করা।
- English Word valiant Bengali definition [ভ্যালিআন্ট্] (adjective) সাহসী; বীর; মহাবল; বিক্রমী; পরাক্রমশালী। valiantly (adverb) বীরবিক্রমে।
- English Word valid Bengali definition [ভ্যালিড্] (adjective) (১) (আইন সম্বন্ধীয়) সঠিক আনুষ্ঠানিকতাসহ কৃত বা সম্পাদিত বলে কার্যকর; সিদ্ধপ্রমাণ; বৈধ: a valid claim/marriage. (২) (চুক্তি) আইনসম্মত; বিধিবিহিত; বৈধ: valid for three months. (৩) (যুক্তিতর্ক) সমূল; সপ্রমাণ; সুযুক্তিপূর্ণ; বৈধ: raise valid objections to proposal. validly (adverb) বৈধভাবে। validity [ভ্যালিডাটি] (noun) [uncountable noun] বৈধতা; সপ্রমাণতা। validate [ভ্যালিডেইট্] (verb transitive) বৈধ করা: valid a claim.
- English Word valise Bengali definition [ভালীজ্ America(n) ভালীস্] (noun) ভ্রমণকালে কাপড়চোপড় বহনে চামড়ার ছোট ব্যাগ; সৈনিকদের কিটব্যাগ; পোটলা।
- English Word valitudinarian Bengali definition [ভ্যালিটিউডিনেআরিআন্] (adjective), (noun) দুর্বল স্বাস্থ্য, বিশেষত নিজের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন।
- English Word valley Bengali definition [ভ্যালি] (noun) (plural valleys) দুদিকে পাহাড় বা পর্বতের মাঝের বিস্তীর্ণ এলাকা, যার মাঝখান দিয়ে অনেক সময় নদী বয়ে যায়; উপত্যকা।
- English Word Valour Bengali definition (America(n)= valor) [ভ্যালা(র্)] (noun) [uncountable noun] (বিশেষত যুদ্ধে) সাহস; পরাক্রম; বিক্রম; শৌর্য। valorous [ভ্যালারাস] (adjective) পরাক্রান্ত; বিক্রমশালী; বীরোচিত।
- English Word valuable Bengali definition [ভ্যালিউআব্ল্] (adjective) মূল্যবান; মহার্ঘ; দামি; অতিমূল্যবান: a valuable discovery. □(noun) (সাধারণত plural) মহার্ঘ/মূল্যবান সামগ্রী।
- English Word valuation Bengali definition [ভ্যালিউএইশ্ন্] (noun) (১) [uncountable noun] মূল্যনিরূপণ; মূল্যনির্ণয়; মূল্যায়ন। (২) [countable noun] নির্ধারিত/অবধারিত মূল্য: Dont accept him at his own valuation.
- English Word value Bengali definition [ভ্যালিঊ] (noun) (১) [uncountable noun] উপকারিতা; মূল্য; দাম: the value of hard work. (২) [uncountable noun] (অন্যবস্তুর সঙ্গে তুলনামূলকভাবে নির্ণীত) মূল্য: of great/little/some/no value. (৩) [countable noun, uncountable noun] (আর্থিক) মূল্য; দাম। value added tax (সংক্ষেপ VAT) পণ্যের উৎপাদন ও বিপণনের প্রতি স্তরে মূল্যবৃদ্ধির উপর আরোপিত কর; মূল্যযুক্ত কর। (৪) [uncountable noun] (প্রাপ্যদরের সঙ্গে বৈপরীত্যক্রমে) অনুমিত আসল মূল্য: The value of this house is much higher than. what they offered. (৫) [countable noun, uncountable noun] (ক) (সংগীতের স্বরলিপিতে কালজ্ঞাপক সংকেতের দ্বারা নির্দেশিত) পূর্ণ সময়/মূল্য: The pianist gave the note its full value. (খ) (চিত্রশিল্পে) আলোছায়ার সম্বন্ধ। (গ) (ভাষায়) অর্থ; তাৎপর্য; প্রমূল্য; ব্যঞ্জনা: Use a word with all its poetic value. (ঘ) (plural) মান; প্রমূল্য: moral/artistic values. □(verb transitive) (১) দর কষা; মূল্য নির্ণয়/নিরূপণ/অবধারণ করা। (২) মূল্যবান/মহার্ঘ জ্ঞান করা; উচ্চমূল্য দেওয়া; উচ্চধারণা পোষণ করা: value somebody’s advice. valueless (adjective) মূল্যহীন। valuer (noun) সম্পত্তি ইত্যাদির মূল্য নিরূপণ যার পেশা, মূল্য নিরূপক।
- English Word valve Bengali definition [ভ্যালভ্] (noun) (১) বায়ু, তরলপদার্থ, গ্যাস বা ইলেকট্রনের একমুখীপ্রবাহ নিয়ন্ত্রণের যান্ত্রিক কৌশলবিশেষ; কপাটক; কপাটিকা। (২) হৃৎযন্ত্র বা রক্তনালিতে রক্তের একমুখীপ্রবাহ নিশ্চিতকারক প্রত্যঙ্গবিশেষ; কপাটক। (৩) (radio) valve বেতার গ্রাহকযন্ত্রে ব্যবহৃত থার্মিয়নিক নলবিশেষ; ভাল্ভ। দ্রষ্টব্যthermionic. (৪) বাঁশিজাতীয় যন্ত্রে বায়ুস্তম্ভের দৈর্ঘ পরিবর্তন করে ওজন (পিচ) পরিবর্তনের কৌশলবিশেষ; কপাটক। valvular [ভ্যালভিউলা(র্)] (adjective) হৃৎযন্ত্র বা রক্তনালির কপাটকসংক্রান্ত; কাপাটিক: valve disease of the heart.
- English Word vamp 1 Bengali definition [ভ্যাম্প্] (noun) বুট বা জুতার উপরের সম্মুখভাগ; পাদুকামুখ। □(verb transitive), (verb intransitive) (১) নতুন পাদুকামুখ লাগিয়ে (জুতা বা বুট) মেরামত করা। vamp something up (লাক্ষণিক) জোড়াতালি দিয়ে কিছু তৈরি করা: vamp up an article out of old notes. (২) গানের সুর করা; গান বা নাচের সঙ্গে উপস্থিত মতো সুর সঙ্গত করা।
- English Word vamp 2 Bengali definition [ভ্যাম্প্] (noun) মোহিনী নারী, যে তার রূপের ফাঁদে ফেলে পুরুষকে দিয়ে স্বার্থ উদ্ধার করে; ছলনাময়ী।