V পৃষ্ঠা ৪
- English Word variation Bengali definition [ভেআরিএইশ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] ভেদ; বিভেদন; ভিন্নতা; বিভিন্নতা; ভিন্নতার মাত্রা: variation(s) of pressure/temperature. (২) [countable noun] (সংগীতে) কোনো সহজ সুরের ভিন্নতর (এবং সাধারণত জটিলতর) রূপে পুনরাবৃত্তি; রূপভেদ; প্রকারভেদ: variations on a theme by Mozart. (৩) [uncountable noun, countable noun] (জীববিদ্যা) নতুন অবস্থা, পরিবেশ ইত্যাদির দরুন শারীরিক গঠন বা রূপের পরিবর্তন; প্রকরণ।
- English Word varicoloured Bengali definition (America(n)= varicolored) [ভেআরিকালাড্] (adjective) বিচিত্রবর্ণ; কর্বুরিত।
- English Word varicose Bengali definition [ভ্যারিকোস্] (adjective) (বিশেষত) varicose vein স্থায়ীভাবে ফোলা শিরা; প্রস্ফীত শিরা।
- English Word varied Bengali definition [ভেআরিড্] (adjective) (১) বিভিন্ন; বিবিধ: varied opinions. (২) বিচিত্র; বহু বিচিত্র: a varied career.
- English Word variegated Bengali definition [ভেআরিগেইটিড্] (adjective) বিভিন্ন রঙের এলোমেলো ছোপযুক্ত; চিত্রবিচিত্র: variegated leaves. variegation [ভেআরিগেইশ্ন্] (noun) চিত্রবিচিত্রতা।
- English Word variety Bengali definition [ভারাইআটি] (noun) (plural varieties) (১) [uncountable noun] বৈচিত্র্য; বিচিত্রতা: a life full of variety. (২) (কেবল singular) বিভিন্ন বস্তুর সংখ্যা বা পরিধি: for a variety of reasons, নানাবিধ/বিচিত্র কারণে; a large variety of commodities, বিচিত্র পণ্যসম্ভার। (৩) [countable noun] (জীববিদ্যা) প্রজাতির উপবিভাগ; প্রকার। (৪) [countable noun] বৃহত্তর বর্গের অন্তর্গত অন্যান্য বস্তু থেকে কিছুটা ভিন্ন ধরন বা শ্রেণি; প্রকারভেদ: rate varieties of roses. (৫) [uncountable noun] নৃত্য; গীত, শারীরিক কসরত, নাটিকা ইত্যাদি সংবলিত বিত্তবিনোদনমূলক অনুষ্ঠান; বিচিত্রানুষ্ঠান; a variety entertainment. (America(n)= vaudeville).
- English Word variform Bengali definition [ভেআরিফোম্ America(n) ভ্যারিফোম্] (adjective) বিচিত্ররূপ; বিবিধাকার।
- English Word variola Bengali definition [ভারাইআলা] (noun) বসন্তরোগ; মসূরিকা।
- English Word variorum Bengali definition [ভেআরিওরাম্] (adjective) (কেবল) variorumedition বিভিন্ন টীকাকারের টীকাসংবলিত/সটীক সংস্করণ: a variorum edition of a Shakespeare play.
- English Word various Bengali definition [ভেআরিআস্] (adjective) (সাধারণত attributive(ly)) বিভিন্ন; ভিন্ন ভিন্ন: of various reasons. variously (adverb) নানারূপে; বিভিন্ন রূপে।
- English Word varix Bengali definition [ভেআরিক্স্] (noun) অস্বাভাবিক রকম স্ফীত ও প্রলম্বিত শিরা।
- English Word varmint Bengali definition [ভা(র)মিন্ট্] (noun) (১) জঘন্য ব্যক্তি বা প্রাণী: Varmint critters never fail to amaze me. (২) পাতিশিয়াল (অশিষ্ট প্রয়োগ)।
- English Word varnish Bengali definition [ভা:নিশ্] (noun) [countable noun, uncountable noun] বিশেষত কাঠ বা ধাতুনির্মিত জিনিসপত্র উজ্জ্বল ও মসৃণ করার আঠালো প্রলেপবিশেষ; বার্নিশ। □(verb transitive) বার্নিশ করা।
- English Word varsity Bengali definition [ভাসাটি] (noun) university- র কথ্যসংক্ষেপ; ভার্সিটি।
- English Word vary Bengali definition [ভেআরি] (verb intransitive), (verb transitive) (past tense, past participle varied) ভিন্ন/অন্যরূপ হওয়া বা করা; পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া; বদলানো; অদলবদল/হেরফের করা: to vary in weight.
- English Word vascular Bengali definition [ভ্যাস্কিউলা (র্)] (adjective) (রক্ত, রস ও লসিকাবাহী) নালি সম্বন্ধীয়; নালিঘটিত; নালিময়: vascular tissue.
- English Word vase Bengali definition [ভা:জ্ America(n) ভেইস্] (noun) [countable noun] ফুল রাখা কিংবা অলংকার হিসেবে কাচ, মাটি ইত্যাদির আধার; পুষ্পাধার; ভাজন।
- English Word vasectomy Bengali definition [ভাসেক্টামি] (noun) (plural vasectomies) (পুরুষের) বন্ধ্যকরণের জন্য সহজ অস্ত্রোপচারবিশেষ এতে শুক্রকীটবাহী নালিকা অংশত বা সম্পূর্ণ কেটে ফেলা হয়; নালিচ্ছেদ।
- English Word vaseline Bengali definition [ভ্যাসালীন্] (noun) [uncountable noun] (Proprietary name) প্রায় স্বাদগন্ধহীন পেট্রলিয়ম জেলিবিশেষ, যা মলম বা পিচ্ছিলকারক পদার্থরূপে হিসেবে ব্যবহৃত হয়; ভেসলিন।
- English Word vassal Bengali definition [ভ্যাস্ল্] (noun) (১) (ইতিহাস) রাজা বা উপরওয়ালার প্রতি বশ্যতা ও আনুগত্যের শর্তে জমি ভোগকারী প্রজা; জায়গিরদার। (২) অনুগত দাস; ক্রীতদাস। vassalage (noun) জায়গিরদারি; দাসত্ব; অধীনত্ব।