V পৃষ্ঠা ৫
- English Word vast Bengali definition [ভা:স্ট্ America(n) ভ্যাস্ট্] (adjective) বিশাল; বিস্তৃত; বিস্তীর্ণ; বিপুল: vast sums of money; the vast tracts of farmland in N America. vastly (adverb) বিশালভাবে। vastness (noun) বিশালতা; বিপুলতা।
- English Word vat Bengali definition [ভ্যাট্] (noun) বিশেষত চেলাই, উৎসেচনক্রিয়া, রঞ্জন ও (চামড়া) তাম্রীকরণে ব্যবহৃত তরল পদার্থ ধারণ করার চৌবাচ্চা বা পাত্র; ভাঁটি।
- English Word Vatican Bengali definition [ভ্যাটিকান্] (noun) the Vatican রোমস্থ পোপের বাসস্থান; পোপের সরকারের কেন্দ্রস্থল; ভ্যাটিকান।
- English Word vaticinate Bengali definition [ভ্যাটিসিনেইট্] (verb) ভবিষ্যদ্বাণী করা: He vaticinated a period of peace for the continent. vaticination (noun) ভবিষ্যদ্বাণী।
- English Word vaudeville Bengali definition [ভোদাভিল্] (noun) [uncountable noun] (America(n))= variety(৫).
- English Word vault 1 Bengali definition [ভোল্ট্] (noun) (১) ধনুকাকৃতি ছাদ বা খিলান; ভাটাল; খিলানপঙ্ক্তি। (২) (মদ, মূল্যবান সামগ্রী ইত্যাদির) ভাণ্ডার বা সমাধিস্থল হিসেবে ভূগর্ভস্থ কক্ষ; পাতালকুঠরি: keep one’s jewels in the vault at the bank. (৩) খিলানসদৃশ আচ্ছাদন: (কাব্যিক) the vault of heaven আকাশ। vaulted (adjective) খিলানযুক্ত; খিলানাকৃতি: a vaulted roof/chamber.
- English Word vault 2 Bengali definition [ভোল্ট্] (verb intransitive), (verb transitive) কোনোকিছুর উপরে ভর রেখে কিংবা দণ্ডের সাহায্যে এক চোটে লাফ দেওয়া; উল্লম্ফন করা: vault (over) a fence. vaulting-horse (noun) উল্লম্ফন অনুশীলনের জন্য যন্ত্রবিশেষ। vaulter (noun) উল্লম্ফনকারী ব্যক্তি; উল্লম্ফনবিদ।
- English Word vaunt Bengali definition [ভোন্ট্] (verb intransitive), (verb transitive), (noun) (সাহিত্যিক) জাঁক/দম্ভ/বড়াই/আস্ফালন (করা)। vaunter (noun) জেঁকো; দাম্ভিক, দম্ভক। vauntingly (adverb) দম্ভ/জাঁকের সঙ্গে।
- English Word veal Bengali definition [ভীল্] (noun) [uncountable noun] (খাদ্যরূপে) বাছুরের মাংস; বৎসমাংস।
- English Word veer Bengali definition [ভিআ(র্)] (verb intransitive) (বিশেষত বায়ু) (লাক্ষণিক মতামত ও কথাবার্তা) দিক পরিবর্তন করা; ভিন্ন দিকে চলা; মোড় ফেরা।
- English Word vegeattion Bengali definition [ভেজিটেইশ্ন্] (noun) [uncountable noun] সাধারণ ও সমষ্টিগতভাবে উদ্ভিদ; উদ্ভিদজগৎ; গাছপালা: The island has a luxuriant vegeattion.
- English Word vegetable Bengali definition [ভেজ্টাব্ল্] (adjective) উদ্ভিদ সম্বন্ধীয়; উদ্ভিজ্জ: the vegetable kingdom, উদ্ভিদজগৎ; vegetable oils, উদ্ভিজ্জ তেল। □(noun) [countable noun] গাছগাছড়া; উদ্ভিদ; শাকসবজি।
- English Word vegetarian Bengali definition [ভেজিটেআরিআন্] (noun) উদ্ভিদভোজী; নিরামিষাশী: (attributive(ly)) a vegetarian diet, নিরামিষাশীর খাদ্য। vegetarianism [ভেজিটেআরিআন্ইজাম্] (noun) নিরামিষাহার ও এর সমর্থক মতবাদ; নিরামিষ ভোজন।
- English Word vegetate Bengali definition [ভেজিটেইট্] (verb intransitive) (মানসিক প্রযত্ন বা বুদ্ধিবৃত্তিক ঔৎসুক্য বাদে) উদ্ভিদের মতো জীবনধারণ করা; (নিশ্চেষ্টভাবে) নীরস জীবনযাপন করা। vegetative [ভেজিটিভ] (adjective) উদ্ভিদের মতো বর্ধমান; উদ্ভিদের মতো বর্ধনকর; উদ্ভিদের মতো নিষ্ক্রিয়; বোধশক্তিহীন।
- English Word vehement Bengali definition [ভীআমান্ট্] (adjective) (১) (অনুভূতি) প্রবল; প্রচণ্ড; উদ্দাম; ব্যগ্র; উৎকট; (ব্যক্তি, ব্যক্তির কথা, আচরণ ইত্যাদি) আবেগোদ্দীপ্ত; উগ্র; উদ্দাম; উদগ্র; উৎকট: a man of vehement characer; vehement desires/passions. (২) উচ্চণ্ড; প্রবল; প্রচণ্ড: a vehement wind. vehemently (adverb) প্রবলভাবে ইত্যাদি। vehemence [ভীআমান্স্] (noun) প্রবলতা; প্রচণ্ডতা; উদগ্রতা; উগ্রতা ইত্যাদি।
- English Word vehicle Bengali definition [ভীইক্ল্] (noun) [countable noun] (১) যান; যানবাহন। (২) মাধ্যম; বাহন: vehicle of thought. vehicular [ভিহিকিউলা(র্)] (adjective) যানবাহনসংক্রান্ত: vehicle traffic, যানবাহন চলাচল।
- English Word veil Bengali definition [ভেইল্] (noun) [countable noun] (১) অবগুণ্ঠন; মুখাবরণ নেকাব: She deigned to lower her veil. take the veil সন্ন্যাসিনীব্রত গ্রহণ করা। (২) (লাক্ষণিক) যা লুকিয়ে রাখে বা আড়াল করে; ছদ্মবেশ; যবনিকা; অবগুণ্ঠন: a veil of mist; commit a crime under the veil of political movment. draw a veil over something কোনো বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা; চেপে যাওয়া; অবগুণ্ঠন টেনে দেওয়া: Our interlocutor drew a veil over the rest of the story. □(verb transitive) নেকাব/অবগুণ্ঠন পরা; অবগুণ্ঠিত করা; (লাক্ষণিক) ঢাকা/গোপন করা। veiling (noun) [uncountable noun] নেকাব তৈরি করার হালকা বস্ত্র।
- English Word vein Bengali definition [ভেইন্] (noun) (১) শরীরের সব অংশ থেকে হৃৎপিণ্ডে রক্তবহনকারী নালি; শিরা; রগ। দ্রষ্টব্যartery (১). (২) (ক) গাছের পাতা বা কোনো-কোনো পতঙ্গের পাখায় শিরাসদৃশ রেখা। (খ) কোনো-কোনো শ্রেণির পাথরে (যেমন মর্মর পাথরে) রঙিন রেখা বা দাগ; শিরা। (গ) (লাক্ষণিক) মিশ্রণ: a vein melancholy. (৩) খনিজ বা আকরিকে পূর্ণ শিলায় চিড়/ফাটল; ধাতুশিরা: a vein of gold. (৪) মেজাজ; মানসিক অবস্থা/গতিক: in a humorous/melancholy/imaginative vein. veined [ভেইন্ড্] (adjective) শিরাযুক্ত; শিরাল: veined marble.
- English Word veld Bengali definition [ভেল্ট্] (noun) [uncountable noun] দক্ষিণ আফ্রিকার মরুভূমির সমতল, নিষ্পাদপ তৃণভূমি; ভেল্ট। দ্রষ্টব্যpampas, prairie, savannah, steppe.
- English Word velleity Bengali definition [ভেলীইটি] (noun) নিম্নমাত্রার বা দুর্বল ইচ্ছাবৃত্তি, যা কর্মে প্রবৃত্ত করে না; ইচ্ছাভাস।