V পৃষ্ঠা ৩
- English Word vampire Bengali definition [ভ্যাম্পাইআ(র্)] (noun) (১) (রূপকথায়) পুনর্জীবনপ্রাপ্ত শব, যা রাতে সমাধিত্যাগ করে ঘুমন্ত মানুষের রক্তপান করে; নির্মম অনিষ্টপরায়ণ ব্যক্তি, যে অন্যকে লুণ্ঠন করে; রক্তপ; রক্তচোষা। (২) vampire (bat) রক্তচোষা বাদুড়।
- English Word van 1 Bengali definition [ভ্যান্] (noun) (১) পণ্যপরিবহন ও সরবরাহে আচ্ছাদিত বা ছাদযুক্ত মোটরযান; ভ্যান। (২) (British/Britain) পণ্যপরিবহনে ছাদযুক্ত রেলকোচ; ভ্যান: the luggage van.
- English Word van 2 Bengali definition [ভ্যান্] (noun) (১) যুদ্ধরত সেনাবাহিনী বা নৌবহরের সম্মুখভাগ বা নেতৃত্বদানকারী অংশ; সেনামুখ। (২)=vanguard.
- English Word vanadium Bengali definition [ভ্যানেইডিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) ইস্পাতের সংকরে ব্যবহৃত কঠিন সাদাটে ধাতব মৌলবিশেষ (প্রতীক V); ভ্যানাডিয়ম।
- English Word vandal Bengali definition [ভ্যান্ড্ল্] (noun) যে খেয়ালের বশে শিল্পকর্ম, রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পত্তি, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি বিনষ্ট করে; ধ্বংসোন্মাদ; বর্বর। vandalism [ভ্যান্ডালিজাম্] (noun) [uncountable noun] ধ্বংসোন্মাদনা; নির্বিচার ধ্বংসাত্মকতা। vandalize, vandalise [ভ্যান্ডালাইজ্] (verb transitive) খেয়ালের বশে নির্বিচারে ধ্বংস করা; ধ্বংসযজ্ঞ চালানো।
- English Word vane Bengali definition [ভেইন্] (noun) ভবনশীর্ষে বায়ুর দিকনির্দেশক তীর বা কাঁটা; হাওয়া নিশান; ২ বিমানের সঞ্চালক পাখার ফলক উইন্ডমিলের ডানা কিংবা বায়ু বা জলচালিত অন্য কোনো চ্যাপ্টা পৃষ্ঠ; ফলা; পিঠ।
- English Word vanguard Bengali definition [ভ্যান্গা:ড্] (noun) (১) অতর্কিত হামলার বিরুদ্ধে রক্ষণব্যবস্থা হিসেবে সেনাদল প্রভৃতির অগ্রগামী অংশ। (২) মিছিল বা (লাক্ষণিক) আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ; পুরোগামী দল; অগ্রণীদল: in the vanguard of democratic movement.
- English Word vanilla Bengali definition [ভানিলা] (noun) (১) [countable noun] সুগন্ধ পুষ্পবিশিষ্ট উদ্ভিদবিশেষ; ঐ উদ্ভিদের শুঁটি; ভ্যানিলা। (২) [uncountable noun] ভ্যানিলার শুঁটি থেকে প্রাপ্ত কিংবা কৃত্রিমভাবে উৎপন্ন সুগন্ধদ্রব্য যা খাদ্যের সঙ্গে ব্যবহার করা হয়; ভ্যানিলা।
- English Word vanish Bengali definition [ভ্যানিশ্] (verb intransitive) হঠাৎ অদৃশ্য হওয়া; বিলুপ্ত/অপসৃত হওয়া; মিলিয়ে যাওয়া। vanish into thin air হাওয়া হয়ে যাওয়া। vanishing cream (noun) ত্বকে দ্রুত পোষিত হয়, এমন প্রসাধক অনুলেপনী; ভ্যানিশিং ক্রিম। vanishing point (noun) (পরিপ্রেক্ষিত) যে বিন্দুতে একই সমতলের সব সমান্তরালরেখা মিলেছে বলে প্রতীয়মান হয়; অপসরণবিন্দু।
- English Word vanity Bengali definition [ভ্যানাটি] (noun) (১) (plural vanities) [uncountable noun] আত্মশ্লাঘা; দেমাগ; অহমিকা; অহংকার; অসার দম্ভ: tickle somebody’s vanity, কারো অহমিকায় সুড়সুড়ি দেওয়া। vanitybag/case (noun(s)) ছোট আয়না, প্রসাধনসামগ্রী ইত্যাদি রাখার ক্ষুদ্র থলে; প্রসাধনপেটিকা। (২) [uncountable noun] অসারতা; অন্তঃসারশূন্যতা: The vanity of wealth and fame. [countable noun] তুচ্ছ বস্তু; অকিঞ্চিৎকর দ্রব্য; বাজে কাজ।
- English Word vanquish Bengali definition [ভ্যাঙ্কোয়িশ্] (verb transitive) (সাহিত্যিক) পরাস্ত/হারানো।
- English Word vantage Bengali definition [ভা্:ন্টিজ্ America(n) ভ্যান্টিজ্] (noun) (তুলনামূলক) সুবিধা; রোক: vantage-ground; point of vantage, রোকের জায়গা। vantage-point (noun) (সাহিত্যিক বা লাক্ষণিক) যে স্থান থেকে কোনোকিছু উত্তমরূপে দৃষ্টিগোচর হয়; অনুকূল/রোকের অবস্থান। দ্রষ্টব্যcoign. (২) (টেনিসে) ডিউসের পরে অর্জিত প্রথম পয়েন্ট।
- English Word vape Bengali definition [ভেইপ্] (noun) [countable noun] (plural vapes, vaporizer শব্দের সংক্ষেপ)। ই-সিগারেট থেকে নির্গত ধোঁয়া। ধূমপান ছেড়ে দিতে মানুষকে উৎসাহিত করতে এই ভেপ শব্দটি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। শব্দটি প্রথম ব্যবহার করেন লেখক রোব স্টেপনি; I find if you vape the same flavour every day your tastebuds go on strike. □(noun) vapor যিনি ই-সিগারেট থেকে ধোঁয়া নির্গত করেন।
- English Word vapid Bengali definition [ভ্যাপিড্] (adjective) নীরস; বিস্বাদ; বিরস; নিস্তেজ; নিস্প্রাণ: vapid conversation. vapidly (adverb) বিরসভাবে। vapidness (noun) vapidity [ভাপিডাটি] (noun) [uncountable noun] নীরসতা; বিরসতা; (plural vapidities) বিস্বাদ/বিরস মন্তব্য।
- English Word vaporize, vaporise Bengali definition [ভেইপারাইজ্] (verb transitive), (verb intransitive) বাষ্পীভূত করা বা হওয়া। vaporization, vaporisation [ভেইপারাইজেইশ্ন্ America(n) ভেইপারিজেইশ্ন্] (noun) বাষ্পীভবন।
- English Word vaporous Bengali definition [ভেইপারাস্] (adjective) (১) বাষ্পপূর্ণ; বাষ্পাচ্ছন্ন; বাষ্পীয়। (২) (লাক্ষণিক) কল্পনাবিলাসী; অসার; অন্তঃসারশূন্য; বাষ্পীয়।
- English Word vapour Bengali definition (America(n)= vapor) [ভেইপা(র)] (noun) (১) [uncountable noun] বাষ্প; ভাপ; উদ্ভাপ: vapour-bath (noun) বাষ্পাস্নান; বাষ্পস্নানের জন্য পরিবেষ্টিত স্থান বা যন্ত্র vapourtrails, দ্রষ্টব্যtrail (১). (২) [countable noun] অসার বস্তু; কাল্পনিক বস্তু; উদ্ভাপ: the vapours of a disordered mind. (৩) the vapours (পুরাতনী) বিষাদ।
- English Word variable Bengali definition [ভারিআব্ল্] (adjective) পরিবর্তনশীল; পরিবর্তনীয়; অনিয়ত; অস্থির: variable standards; variable costs, (হিসাব.) যে ব্যয় উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী বাড়ে বা কমে: a variable temper/mood. □(noun) [countable noun] পরিবর্তনশীল বস্তু বা পরিমাণ; যে নিয়ামক (পরীক্ষণকালে) পরিবর্তিত হতে পারে; চলক। variably [ভারিআব্লি] (adverb) অনিয়তভাবে। variableness, variability [ভেআরিআবিলাটি] (noun(s)) পরিবর্তিত; অনবস্থতা।
- English Word variance Bengali definition [ভেআরিআন্স্] (noun) [uncountable noun] অমিল; অনৈক্য; বিরোধ; মতবিরোধ; অবনিবনা। at variance (with) মতের মিল নেই এমন অবস্থায়; বিবদমান: They are at variance among themselves. The two brothers have been at variance for quite sometime, তাদের মধ্যে বনিবনা নেই।
- English Word variant Bengali definition [ভেআরিআন্ট্] (adjective) ভিন্ন; বিভিন্ন; বিকল্প: variant text of a poem. □(noun) একই বস্তুর (যেমন বানানের) ভিন্ন রূপ; একই রচনার ভিন্ন পাঠ; বানানভেদ; পাঠভেদ; রূপভেদ।