অ পৃষ্ঠা ৮
- Bengali Word অক্লান্ত English definition [অক্লান্তো] (বিশেষণ) ক্লান্তিহীন; অশ্রান্ত। (ক্রিয়া (বিশেষণ)) ক্লান্তিহীনভাবে; ক্রমাগত। অক্লান্তকর্মা (বিশেষণ) পরিশ্রমে অকাতর; অতিশয় পরিশ্রমী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লান্ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অক্লিষ্ট English definition [অক্লিশ্টো] (বিশেষণ) ১ ক্লান্তিশূন্য; শ্রান্তিহীন; অদম্য। ২ নিবৃত্তিহীন; অবিরাম; নিরবচ্ছিন্ন (অক্লিষ্ট যত্ন বা স্নেহ)।৩ অম্লান (অক্লিষ্ট কান্তি বা শোভা)। অক্লিষ্টকর্মা (বিশেষণ) পরিশ্রমে অকাতর; অক্লেশ কর্মসমাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লিষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্লীব English definition [অক্ক্লিব্] (বিশেষণ) ১ পুরুষত্ববিশিষ্ট; বীর্যবান। ২ ধৈর্যশীল; সহিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) অ + ক্লীব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অক্লেশ English definition [অক্ক্লেশ্] (বিশেষ্য) ক্লেশের অভাব। (বিশেষণ) ক্লেশহীন। অক্লেশে (ক্রিয়া (বিশেষণ) অনায়াসে; বিনা পরিশ্রমে; সহজে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লেশ; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অক্ষ English definition [অক্খো] (বিশেষ্য) ১ ক্রীড়াবিশেষ; পাশা (নির্জীব শুষ্ক অক্ষকে শুনিয়ে দিচ্ছে-মনোজ বসু)। ২ (ভূগো.) মেরুকেন্দ্র রেখা; axis। ৩ রুদ্রাক্ষবীজ (হেরিবে তাহার অক্ষরাজিতে তোমারি সে নামমালা-মোঃ মাহফুজ উল্লাহ)। ৪ (ভূগো.) বিষুবরেখা থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব; latitude। ৫ ইন্দ্রিয় (প্রত্যক্ষ বা পরোক্ষ)।৬ চক্ষু (কুম্ভকার চক্র যেন ঘুরে দুই অক্ষ-কাশীরাম দাস)। অক্ষক্রীড়া (বিশেষ্য) পাশাখেলা। অক্ষটি, অক্ষত-পৃথক ভুক্তি। অক্ষপাদ (বিশেষ্য) ন্যায়শাস্ত্র-প্রণেতা; গৌতম ঋষি। অক্ষবাট (বিশেষ্য) ১ কুস্তির আখড়া। ২ পাশা খেলার আড্ডা। অক্ষমালা, অক্ষসূত্র (বিশেষ্য) রুদ্রাক্ষমালা; জপমালা (অক্ষসূত্র কমণ্ডলুধারী –ভারতচন্দ্র রায়গুণাকর)। অক্ষবৃত্ত, অক্ষরেখা (বিশেষ্য) (ভূগো.) বিষুবরেখা থেকে সমদূরবর্তী উত্তর ও দক্ষিণের কল্পিত রেখা; parallel of latitude। অক্ষরেখা ⇒ বৃত্ত। অক্ষহার (বিশেষ্য) জপমালার বীজের হার (অঙ্গে পরিব গৈরিক বাস, গলায় অক্ষহার-জসীম উদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √অক্ষ + অ(অচ্)}
- Bengali Word অক্ষটি English definition ⇒ আখেট
- Bengali Word অক্ষত English definition [অক্খতো] (বিশেষণ) ১ ক্ষতশূন্য; বা আঘাতহীন। ২ নির্দোষ; নিখুঁত। ৩ অখণ্ডিত; অচ্ছিন্ন। (বিশেষ্য) আতপ চাল। অক্ষতদেহ, অক্ষতশরীর (বিশেষ্য) ক্ষতহীন দেহ; নিখুঁত বা অবিকৃত শরীর। (বিশেষণ) ক্ষতহীন দেহ বিশিষ্ট; অবিকৃত অঙ্গবিশিষ্ট। অক্ষতদেহে, অক্ষতশরীরে (ক্রিয়া) (বিশেষণ)। অক্ষতযোনি (বিশেষণ) পুরুষসঙ্গম হয়নি এমন (নারী); কুমারী। অক্ষতশরীর ⇒ দেহ। অক্ষতশরীরে ⇒ দেহে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষত;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষম English definition [অক্খম্] (বিশেষণ) ১ ক্ষমতাহীন; দূর্বল। ২ অসমর্থ; অপটু। ৩ অযোগ্য। অক্ষমা১ (স্ত্রীলিঙ্গ) (নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অক্ষমতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অক্ষমা ১ English definition ⇒ অক্ষম
- Bengali Word অক্ষমা ২ English definition [অক্খমা] (বিশেষ্য) ১ ক্রোধ; ক্ষমাশূন্যতা। ২ অসহিষ্ণুতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষমা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষর English definition [অক্খোর্] (বিশেষণ) বর্ণ; হরফ; letter । (বিশেষ্য) ১(ছন্দ.) একবারে উচ্চারণযোগ্য শব্দের ক্ষুদ্রতম অংশ syllable। ২ সিসা নির্মিত হরফ; type। অক্ষরজীবী (বিন্), অক্ষরজীবিক, অক্ষরজীবক (বিশেষ্য) লিপিকর; লেখক; মুদ্রাকর। অক্ষরডম্বর (বিশেষণ) অক্ষরের আড়ম্বরযুক্ত বা ঘটাপূর্ণ (বাণভট্টের হর্ষচরিত অক্ষরডম্বর হলেও কেবলমাত্র ধ্বনিসার নয়-প্রথম চৌধুরী)। অক্ষরপরিচয় (বিশেষ্য) ১ বর্ণজ্ঞান। ২ পাঠারম্ভ। ৩ (আলঙ্কারিক) সামান্যতম জ্ঞান। অক্ষরবিন্যাস শ্রেণিবদ্ধভাবে অক্ষর সাজানো বা লিখন; বর্ণসংস্থাপন। অক্ষরমালা (বিশেষ্য) বর্ণমালা। অক্ষরে অক্ষরে (ক্রিয়া (বিশেষণ) যথাযথভাবে; অবিকল; হুবহু; ঠিক ঠিক। অক্ষরান্তরীকরণ (বিশেষ্য) এক ভাষার শব্দকে অন্য ভাষায় অক্ষরে প্রকাশ করা; প্রতিবর্ণীকরণ; অনুলিখন; transliteration।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √ক্ষর্+অ((অচ্)}
- Bengali Word অক্ষাংশ English definition [অক্খাঙ্শো] (বিশেষ্য) (ভূগো.) বিষুবরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্ব; latitude। {(তৎসম বা সংস্কৃত) অক্ষ+অংশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষার English definition [অক্খার্] (বিশেষ্য) যা ক্ষার নয়; যাতে alkali(সোডা চুন ইত্যাদি) নাই। অক্ষারলবণ (বিশেষ্য) সৈন্ধবাদি লবণ; rocksalt। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষি English definition [ওক্খি] (বিশেষ্য) চোখ; আঁখি (চকিত রহিল অক্ষি পালক পাসরি-কচৌ)। অক্ষিকাচ (বিশেষ্য) পরকলা; lens। অক্ষিকোটর (বিশেষ্য) চোখের খোল; orbit; socket of the eye। অক্ষিগত (বিশেষণ) দৃষ্টিগোচর। অক্ষিগোলক (বিশেষ্য) চোখের অভ্যন্তরস্থ সমস্ত গোলাকার অংশ; eyeball। অক্ষিতারকা (বিশেষ্য) চোখের তারা। অক্ষিপক্ষ্ম, অক্ষিলোম (বিশেষ্য) চোখের পাতার লোম; eyelash। অক্ষিপট (বিশেষ্য) (প্রাণী.) অক্ষিগোলকের পশ্চাদ্ভাগস্থ অতি সূক্ষ্ম ঝিল্লি বা পর্দা; retina। অক্ষিপটল (বিশেষ্য) চোখের পাতা eyelid। অক্ষিপুট (বিশেষ্য) চোখের পাতা; eyelid । অক্ষিলোম⇒পক্ষ্ম। {(তৎসম বা সংস্কৃত) অক্ষ্ + ই}
- Bengali Word অক্ষিণ্ন English definition [অক্খিন্ন] (বিশেষণ) ক্ষুণ্ন বা ব্যথিত হয়নি এমন; অদুঃখিত; অক্ষুব্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষিণ্ন; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অক্ষুণ্ন English definition [অক্খুন্ন] (বিশেষণ) ১ ক্ষুণ্ন হয়নি এমন; অক্ষুণ্নগতি; মনস্তাপশূন্য। ২ অব্যাহত; অপ্রতিহত (অক্ষুণ্নগতি)। ৩ অখণ্ড; অচ্ছিন্ন(অক্ষুণ্নপ্রতাপ)। ৪ অটুট (অক্ষুণ্ন মনোবল)। ৫ অবিকৃত (অক্ষুণ্ন সতীত্ব)। ৬ অস্পষ্ট। ৭ বলবৎ; বজায় (শক্তি অক্ষুণ্ন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষুণ্ন; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অক্ষুব্ধ, অক্ষুভিত English definition [অক্খুব্ধো, অক্খুভিতো] (বিশেষণ) ১ নিস্তরঙ্গ; শান্ত (অক্ষুব্ধ সাগর)। ২ অব্যাকুল; ধীর (অক্ষুব্ধ হৃদয়)। অক্ষুব্ধ চিত্ত (বিশেষণ) অব্যাকুল হৃদয়; অচঞ্চল চিত্ত। অক্ষুব্ধ চিত্তে (ক্রিয়া (বিশেষণ))অব্যাকুল চিত্তে; দুঃখিত না হয়ে (সমস্ত কথা শ্রবণ করিয়া অক্ষুব্ধচিত্তে বলিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষুব্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষেমা English definition [অক্খেমা] (বিশেষ্য) ১ খিটখিটে ভাব; অধৈর্য (অষ্টমাসে রামা, মনেতে অক্ষেমা, ঘন মুখে উঠে হাই-ক্ষেমানন্দ দাস)। ২ বিষণ্নতা; বিরসভাব (তোমার অক্ষেমা দেখি চিত্ত স্থির নাই-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষেম> +আ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষোভ English definition [অক্খোভ্] (বিশেষণ) ক্ষোভরহিত; অকাতর। (বিশেষ্য) ক্ষোভের অভাব; শান্তভাব। অক্ষোভে (ক্রিয়া) (বিশেষণ)। অক্ষোভিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষোভ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অক্ষোভ্য English definition [অক্খোব্ভো] (বিশেষণ) ১ অবিক্ষুব্ধ; শান্ত (অক্ষোভ্য…জলধি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।২ যার জন্য ক্ষোভ করা উচিত নয় আক্ষেপের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষোভি+য(যৎ);(বহুব্রীহি সমাস)}