অ পৃষ্ঠা ৫
- Bengali Word অকামিক English definition (ব্র.)[অকামিক] অব্যয় ১ হঠাৎ (বিধিক যখনে ভেল অকামিক-বিদ্যাপতি)। ২ অকারণ (অকামিক জাগি ঠৈলি সানন্দা-বিদ্যাপতি)।
- Bengali Word অকাম্য English definition ⇒ অকাম ১
- Bengali Word অকার English definition [অকার্] (বিশেষ্য) ‘অ’ – বর্ণ বা ধ্বনি (উল্লেখ্য: অ বর্ণের আলাদা কোনো কার চিহ্ন নেই)। অকারান্ত (বিশেষণ) অন্তে ‘অ’ ধ্বনিযুক্ত; হসন্তান্ত ধ্বনি নয় এমন। {অ+কার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকারণ English definition [অকারোন্] (বিশেষণ) ১ অহেতুক; কারণবিহীন (শুধু অকারণ পুলকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যর্থ; বিফল; বৃথা (তুমি বিনে অকারণ জীবন যৌবন-দৌলত উজির বাহরাম খান)। (ক্রিয়া (বিশেষণ) ১ অনর্থক; শুধু শুধু। অকারণে ক্রি (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ+কারণ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকারত English definition [অকারত] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) অনর্থক; অহেতুক; বৃথা (হামজা বলে সব অকারত-সৈয়দ হামজা)। {অ+(ফারসি) কার+ত}
- Bengali Word অকার্য English definition [অকার্জো] (বিশেষ্য) অকাজ; কুকাজ; বাজে কাজ। (বিশেষণ) অকর্তব্য; অকরণীয় (তাহা বস্তুত অকার্য-রাজশেখর বসু (পরশু))। অকার্যকর (বিশেষণ) ১ কুকর্মকারী। ২ বৃথা; নিষ্ফল। অকার্যকরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কার্য; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকাল English definition [অকাল্] (বিশেষ্য) ১ অসময়; অপরিণত কাল। ২ দুর্ভিক্ষ (এ দেশে অকাল নাই-ঘনরাম চক্রবর্তী)। ৩ (জ্যোবি)অপ্রশস্তকাল; যে কাল শুভ কাজের উপযোগী নয় (ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষণ) অসময়োচিত (তেঁই শুখাইল জলপূর্ণ আলবাল অকাল নিদাঘে-মাইকেল মধুসূদন দত্ত)। অকালে (ক্রিয়া (বিশেষণ))অসময়ে; অনুপযুক্ত কালে। অকাল অপক্ব (বিশেষণ) (আলঙ্কারিক) বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকারকুষ্মাণ্ড (বিশেষ্য) অকালে উৎপন্ন কুমড়া। ২ (আলঙ্কারিক) মূর্খ; অকর্মণ্য; অপদার্থ। অকালজ, অকালজাত (বিশেষণ) নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জন্মেছে এমন; অকালে উৎপন্ন। অকালপক্ব (বিশেষণ) ১ অকালে পাকা। ২ (আলঙ্কারিক) ইঁচড়ে পাকা; বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার। অকালপক্বতা বি। অকালবার্ধক্য (বিশেষ্য) অসময়ে আগত বৃদ্ধাবস্থা। অকালবৃদ্ধ (বিশেষণ) যথাসময়ের পূর্বেই বার্ধক্যে উপনীত (থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকালবোধন (বিশেষ্য) অসময়ে আহবান। ২ (আলঙ্কারিক) অসময়ে কোনো কাজ সম্পাদন। অকালমৃত্যু (বিশেষ্য) পরিণত বয়সের পূর্বে মৃত্যু। অকালসন্ধ্যা (বিশেষ্য) অসময়ে আগত সময়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) (অপ্রশস্ত)+কাল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকালী English definition ⇒ আকালী
- Bengali Word অকাল্পনিক English definition [অকাল্পোনিক্] (বিশেষণ) কল্পনাপ্রসূত নয়; বাস্তব (সে যে অকাল্পনিক, সে যে সত্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ+কাল্পনিক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকায় English definition [অকায়্] (বিশেষণ) কায়াহীন; দেহহীন (অকায়, অকঙ্কাল কলকাতা ছায়াময়-বুদ্ধদেব বসু)। (বিশেষ্য) ১ রাহুগ্রহ। ২ পরমাত্মা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ&)+কায়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকিঞ্চন English definition [অকিন্চন্, অকিন্চোন] (বিশেষণ) ১ কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র (নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তুচ্ছ; নগণ্য (কৃপা প্রভু, কর অকিঞ্চনে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ ইতর; মূঢ়; অধম (আমি অতি হেয় ও অকিঞ্চন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। অকিঞ্চনতা, অকিঞ্চনত্ব বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কিঞ্চন;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকিঞ্চিৎ, অকিঞ্চিৎকর English definition [অকিন্চিত্, অকিন্চিত্কর] (বিশেষণ) নগণ্য; তুচ্ছ (সংসার অতি অকিঞ্চিৎকর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অকিঞ্চিতকরতা (বিশেষ্য) সামান্য অবস্থা; নগণ্য ভাব(এতকালের অকিঞ্চিৎকরতা থেকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কিঞ্চিত,+কর}
- Bengali Word অকীর্তি English definition [অকির্তি] (বিশেষ্য) অখ্যাতি; নিন্দা; দুর্নাম। অকীর্তিকর (বিশেষণ)। অকীর্তিত, অকীর্ত (বিশেষণ) প্রচারিত হয়নি এমন; অঘোষিত; অজানা (অন্য কন্যা চিত্র করে একথা অকীর্ত-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কীর্তি;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকু, অকুআত English definition [অকু, অকুয়াত্] (বিশেষ্য) ঘটনা; দুর্ঘটনা; অপরাধমূলক কার্য; হাঙ্গামা। অকুস্থল, অকুস্থান (বিশেষ্য) ১ দুর্ঘটনাস্থল; যে স্থলে অপরাধমূলক কার্য সংঘটিত হয়েছে (তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে-সেমু)। ২ ঘটনাস্থল (আরো দ’একজন কৌতূহলী কথা শুনছে, অকুস্থল দেখছে-শওকত ওসমান)। {(আরবি)আত+বকুয়াত্ বহুব}
- Bengali Word অকুটিল English definition [অকুটিল] (বিশেষণ) সরল; অকপট। অকুটিলতা বি। অকুটিলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুটিল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকুতোভয় English definition [অকুতোভয়্] (বিশেষণ) কোথাও ভয় নেই এমন; নির্ভীক; অসমসাহসিক। অকুতোভয়া (স্ত্রীলিঙ্গ)। অকুতোভয়তা (বিশেষ্য) ভয়শূন্যতা; অসমসাহসিকতা (কার্যদক্ষতা ও অকুতোভয়তা প্রভৃতির প্রভূত পরিচয় প্রদান করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুতঃ+ভয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকুন্ঠ, অকুন্ঠিত English definition [অকুন্ঠো, অকুন্ঠিতো] (বিশেষণ) ১ অকাতর; অসঙ্কুচিত। ২ অব্যাহত; অপ্রতিহত (অকুন্ঠিত মর্যাদায় আছিস দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অক্ষুব্ধ। অকুন্ঠিতা (স্ত্রীলিঙ্গ) (তুমি অকুণ্ঠিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকুন্ঠিতচিত্ত (বিশেষণ) উদারচিত্ত; মুক্তপ্রাণ; সরলমনা। অকুন্ঠিতচিত্তে ক্রি(বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুন্ঠ, √কুন্ঠ্+ত(ক্ত),(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকুফ English definition [ওকুফ্] (বিশেষ্য) বুদ্ধি; কাণ্ডজ্ঞান (তোমার বেটার নহে আক্কেল অকুফ-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) রকূফ&}
- Bengali Word অকুমার English definition [অকুমার্] (বিশেষ্য) ১ যথার্থ কুমার। ২ পাঁচের অধিক বয়সের বালক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্, সম্যক্ অর্থে)+কুমার;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকুমারী English definition [অকুমারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ তরুণী; নবীন যুবতী। ২ বারো বৎসরের অধিক বয়স্ক কুমারী (ঘন ঘন নিঃশ্বাস ছাড়এ অকুমারী-দৌলত উজির বাহরাম খান)। অকুমারীব্রত (বিশেষ্য) হিন্দু কুমারীর পালনীয় অনুষ্ঠান বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্), অতীত)+কুমার+ঈ; নতৎ; (বহুব্রীহি সমাস)}