অ পৃষ্ঠা ৪
- Bengali Word অকলমন্দ English definition ⇒ আকল
- Bengali Word অকলুষ English definition [অকোলুশ্] (বিশেষণ) পাপ বা দোষের অভাব। ২ নিষ্পাপ; নির্দোষ। অকলুষিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কলুষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকল্ক English definition [অকল্কো] (বিশেষণ) ১ মলহীন; নির্মল। ২ নিষ্পাপ; ৩ নিরহঙ্কার। অকল্কা (বিশেষ্য) জ্যোৎস্না (এই নীল অকল্কায় -বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কল্ক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকল্পনা English definition [অকল্পোনা] (বিশেষ্য) ১ চিন্তার অভাব। ২ কুমতলব; খারাপ চিন্তা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√কল্পি+অন(ল্যুট্)+আ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকল্পনীয় English definition [অকল্পোনিয়ো] (বিশেষণ) কল্পনা করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√কল্পি+ অনীয়;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকল্মষ English definition [অকল্মশ] (বিশেষণ) নিষ্পাপ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কল্মষ;(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অকল্যাণ English definition [অকোল্লান্, অকোলল্যান্] (বিশেষ্য) অমঙ্গল; অশুভ। (বিশেষণ) অমঙ্গলজনক (অকল্যাণ এই সুর –জউ)। অকল্যাণকর (বিশেষণ) অমঙ্গলজনক; অশুভকর; ক্ষতিকর। অকল্যাণকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কল্যাণ; অনৎ.}
- Bengali Word অকষ্ট English definition [অকশ্টো] (বিশেষণ) কষ্টশূন্য; ক্লেশহীন। অকষ্টকল্পনা (বিশেষ্য) অনায়াসসাধ্য বা স্বতঃস্ফূর্ত কল্পনা। অকষ্টকল্পিত (বিশেষণ)। অকষ্টবদ্ধ (বিশেষণ) ১ অতি কষ্টে গ্রথিত(সাধু বাংলায় বাক্য গঠন পদ্ধতি অকষ্টবদ্ধ –সুদ)। ২ অত্যন্ত সঙ্কটাপন্ন; অধিক দুঃখে পতিত। (বিশেষ্য) উভয় সঙ্কট; অপ্রতিহার্য বিপদ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকসর English definition ⇒ আকসার
- Bengali Word অকস্মাৎ English definition [অকোশ্শাঁত্] অব্যয় (ক্রিয়া (বিশেষণ))১ হঠাৎ; সহসা; অতর্কিতে; অজানিতভাবে। (বিশেষ্য) আকস্মিক প্রাপ্তি বা ঘটনা (ছেড়েছি সব অকস্মাতের আশা -রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কস্মাৎ}
- Bengali Word অকাজ English definition [অকাজ্] (বিশেষ্য) বাজে বা অন্যায় কাজ (সে হল অকাজের কাজী-আহমদ শরীফ)। {(বাংলা) অ(নঞ্)+কাজ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকাট ২ English definition [অকাট্] (বিশেষণ) অখণ্ডনীয় (অকাট সত্য-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত) অকাট্য>}
- Bengali Word অকাট্য English definition [অকট্টো] (বিশেষণ) ১ কাটা যায় না এমন (অকাট্য বস্তু)। ২ খণ্ডন করা যায় না এমন; অখণ্ডনীয় (অকাট্য যুক্তি)। চুড়ান্ত; অপরিবর্তনীয় (আপাতস্বাচ্ছন্দ্য ও একটা অকাট্য পদ্ধতির অন্তর্ভুক্ত-সুধীন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কাট্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকাট্য ১ English definition ⇒ আকাট
- Bengali Word অকাঠা English definition [অকাঠা] (বিশেষ্য) বাজে কাঠ। {অ+কাঠ(<(তৎসম বা সংস্কৃত)কাষ্ঠ)+আ}
- Bengali Word অকাণ্ড English definition [অকান্ডো] (বিশেষণ) কাণ্ডহীন; গুঁড়ি নেই এমন। (বিশেষ্য) কুকার্য; অঘটনীয় ব্যাপার। অকাণ্ডে (ক্রিয়া (বিশেষণ))অসময়ে; অকারণে; হঠাৎ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কন্+ড+অ(ক); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকাতর English definition [অকাতর্/অকাতোর্] (বিশেষণ) ১ কাহিল নয় এমন; অব্যাকুল; খেদহীন (কোন চিন্তা নাই বাছা হয়ে অকাতর-ঘনরাম চক্রবর্তী)। ২ সুস্থ; নীরোগ (অকাতর দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অকুন্ঠ(অতি অকাতর চিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকাতরতা (বিশেষ্য)। অকাতরে (ক্রিয়া (বিশেষণ) ১ অকুন্ঠচিত্তে (অকাতরে দান করা)। ২ অক্লেশ; অনায়াসে (অকাতরে পরিশ্রম করা)। ৩ নিশ্চিন্ত আরামে বা প্রগাঢ়ভাবে (অকাতরে ঘুমানো)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কাতর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকাপট্য English definition [অকাপোট্টো] (বিশেষ্য) ১ সারল্য; কপটতাশূন্যতা। ২ কামহীনতা; ইন্দ্রিয়পরায়ণ নয় এমন ভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কপট+য(ষ্যঞ্); (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অকাম ১, অকাম্য English definition [অকাম্, অকাম্ মো] (বিশেষণ) অবাঞ্ছনীয়; অনভিপ্রেত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কাম, কাম্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকাম ২ English definition ⇒ আকাম